1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান রাজনীতিবিদ হত্যা মামলায় নতুন মোড়

৯ জানুয়ারি ২০২০

জার্মানির রাজনীতিবিদ ভাল্টার ল্যুবকে হত্যা মামলার সন্দেহভাজন অভিযুক্ত স্বীকারোক্তি প্রত্যাহার করে চমকে দিয়েছেন৷ এখন তিনি বলছেন, টাকার জন্য ভুল তথ্য দিয়েছিলেন৷

Deutschland Mordfall Walter Lübcke, ehemaliger Regierungspräsident Kassel | Frank Hannig, Anwalt
ছবি: picture-alliance/dpa/U. Zucchi

আঙ্গেলা ম্যার্কেলের দল সিডিইউ-এর নেতা ভাল্টার ল্যুবকেকে গত জুন মাসে গুলি করে হত্যা করা হয়৷ হেসে রাজ্যের ভল্ফহাগেন শহরে নিজের বাসায় তাকে গুলি করার অভিযোগে ঘটনার পরই স্টিফেন ই-কে গ্রেপ্তার করা হয়৷ সেই থেকে কারাগারেই আছেন তিনি৷

গ্রেপ্তারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন স্টিফেন ই৷ পরে সেই বক্তব্য প্রত্যাহার করে নেন৷ বুধবার এক সংবাদ সম্মেলনে স্টিফেন ই-র উকিল ফ্রাঙ্ক হানিগ জানান, তার মক্কেল আসলে মূল অপরাধীকে বাঁচাতে ভুল তথ্য দিয়েছিলেন৷ তিনি জানান, ঘটনার দিন মার্কুস এইচ. নামের এক ব্যক্তির সঙ্গে ভাল্টার ল্যুবকের বাড়িতে গিয়েছিলেন স্টিফেন ই.৷ ল্যুবকের সঙ্গে তর্ক বেঁধে গেলে এক পর্যায়ে গুলি করেন মার্কুস৷ তাতেই মৃত্যু হয় কাসেল জেলা পরিষদের সিডিইউ প্রেসিডেন্ট ল্যুবকে৷

নতুন জবানবন্দিতে স্টিফেন ই. দাবি করেছেন, তার পরিবারকে বড় অঙ্কের টাকা দেয়া হবে জানানোয় মার্কুসের অপরাধের দায় নিজের কাঁধে নিয়েছিলেন তিনি৷

আঙ্গেলা ম্যার্কেলের উদার শরণার্থী নীতির সমর্থক ছিলেন ভাল্টার ল্যুবকে৷ এ কারণে তাকে হত্যার হুমকিও দেয়া হয়েছিল৷ তাই কট্টর ডানপন্থিরা তাকে হত্যা করেছে বলে ধারণা করা হয়৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ, ইএফই)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ