শিল্পোন্নত অন্যান্য দেশের শিশুদের তুলনায় জার্মান শিশুরা কম সুখি৷ কেন? এর উত্তর বেরিয়ে এসেছে ইউনিসেফের করা এক সমীক্ষার ফলাফল থেকে৷ জার্মান মা-বাবার অতিরিক্ত উদ্বেগকেই এর কারণ হিসেবে বলা হচ্ছে৷
বিজ্ঞাপন
জার্মানিতে শতকরা ৭৫ ভাগ ছেলে এবং মেয়ে তাদের জীবনযাত্রা নিয়ে সন্তুষ্ট৷ জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল ইউনিসেফের করা জরিপের ফলাফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার৷ শিশুদের সন্তুষ্টির হিসেব নেদারল্যান্ডসের বাচ্চাদের ক্ষেত্রে শতকরা ৯০ ভাগ এবং সুইজারল্যান্ডে ৮২ শতাংশ৷ ফ্রান্সে ৮০ শতাংশ শিশু তাদের জীবন নিয়ে সুখী, আর সবচেয়ে কম সুখী তুরস্কের শিশুরা৷ তুরস্কে মাত্র ৫৩ শতাংশ ছেলে-মেয়ে সন্তুষ্ট৷ জাপান এবং ইংল্যান্ডের শিশুদের অবস্থাও তুরস্কের মতোই৷
‘‘জার্মানিতে শতকরা ৭৫ ভাগ শিশু সন্তুষ্ট, এটা নিশ্চয়ই ভালো৷ তবে এটাকে অন্যভাবেও বলা যায়৷ যেমন প্রতি চারজনের একজন খুব সুখি নয়,’’ একথা বলেন জার্মানির ইউনিসেফের কোলন শাখার মুখপাত্র রুডি টারনেডেন৷
তবে অন্যান্য দেশের শিশুদের মা-বাবার তুলনায় জার্মান মা-বাবা একটু বেশি উদ্বিগ্ন এবং ভীতু৷ নিঃসন্দেহে যার প্রভাব শিশুদের ওপর পড়ে৷ বড়রা যদি সন্তুষ্ট থেকে আস্থা প্রকাশ করে তাহলে স্বাভাবিকভাবেই তা বাচ্চাদের মনোভাবে প্রতিফলিত হয়৷
এনএস/কেএম (ডিপিএ)
জার্মান তরুণদের পছন্দ-অপছন্দ
জার্মান তরুণরা কি ধুমপান পছন্দ করে ? কিংবা জার্মান নারীদের পারফিউম কেনায় আগ্রহ নেই কেন? শিশু সন্তানদের দেখাশোনা করতে জার্মান পিতারা কতটা পারদর্শী? এসব নানা প্রশ্নের উত্তর থাকছে ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa/C. Klose
স্বাস্থ্য সচেতন তরুণ প্রজন্ম
YouGov-এর করা এক জরিপে প্রকাশ যে শতকরা ৩১জন জার্মান জীবনে কখনো ধুমপান করেনি৷ তাদের মধ্যে তরুণের সংখ্যাই বেশি৷ ৩৪ বছর পর্যন্ত যাদের বয়স তাদের মধ্যে শতকরা ৪৮ জনই ধুমপান করেনা৷
ছবি: Fotolia/Rumkugel
পারফিউম
খুব কম জার্মান নারী পারফিউম বা সুগন্ধি নিজে কেনেন, এই সখের জিনিসটি অন্যদের কাছ থেকে উপহার পেতেই তারা বেশি পছন্দ করেন৷ জার্মানদের শতকরা ৫৪ জনই পারফিউম কেনার সময় ব্রান্ডের দিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন৷ স্টাটিসটা প্রতিষ্ঠানের করা এক সমীক্ষা থেকে জানা যায় এই তথ্যটি৷
ছবি: picture-alliance/dpa/F. Gabbert
নতুন জেনারেশনের কান্ড
ভবিষ্যতে পোশাক কেনার সময় ফিটিং রুমে যেয়ে পোশাক পরে দেখতে রাজি নয় তরন প্রজন্ম৷ তারা থ্রি-ডি প্রিন্টারের শরীরে মাপ দিয়ে পোশাক তৈরি করতে চায়৷ বিশেষ করে যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে তাদের কথাই বলা হচ্ছে এখানে৷ তথ্যটি জানা যায় কিউভিসি-এর করা এক সমীক্ষায়৷
ছবি: DW/M. Marek
সন্তান –বাবার সম্পর্ক গভীর হচ্ছে
জার্মানিতে পুরুষরা সপ্তাহে গড়ে ২৬ ঘন্টা তাদের ছোট বাচ্চাদের দেখাশোনা করেন৷ ১৯৯৭ সালে এই হিসেব ছিলো মাত্র ১৭ ঘন্টা৷ জার্মান অর্থনীতি ইন্সটিটিউটের করা এক জরিপ থেকে তথ্যটি জানা যায়৷
ছবি: Lulu & Leon - Family and Fun/YouTube
সস্তায় ভ্রমন
ভ্রমন প্রেমী জার্মানদের জন্য পূর্ব ও দক্ষিণ ইউরোপের দেশগুলো বেশ সস্তা৷ বিশেষ করে বুলগেরিয়ায় হোটেল এবং রেস্তোরাঁ গেলে তাদের খরচ হয় জার্মানির তুলনায় একেবারে অর্ধেক৷
ছবি: Imago/Westend61
অঙ্গদান
জার্মানিতে অঙ্গদানের সংখ্যা দিনদিন বাড়ছে৷ ২০১৭ সালের চেয়ে এখন শতকরা ২০ ভাগ বেড়েছে৷