1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নেট-নিরপেক্ষতা’

কে-আলেক্সান্দার শোলজ/এসিবি২৮ জুন ২০১৩

ইন্টারনেটে নিরপেক্ষতা – শুনেছেন কখনো? জার্মান সংসদ এই বিতর্কে পার করছে অনেক সময়৷ না করে উপায় নেই, ইন্টারনেট ব্যবহারকারী, বিজ্ঞাপনদাতাদের দেয়া টাকার পুরোটাই যাবে ফেসবুক, গুগলের অ্যাকাউন্টে – এ কেমন কথা!

Netzwerkkabel an Notebook anschließen #bn
ছবি: Fotolia/benjaminnolte

সেই সমস্যাটাই হলো ইন্টারনেট বা নেট-নিরপেক্ষতা খর্ব হওয়ার প্রশ্ন৷ মূলত ভিডিও আপলোড করা যায় এমন প্রতিষ্ঠান, যেমন ফেসবুক, গুগল – দীর্ঘ দিন ধরে একটা সুবিধা নিয়ে নিয়ে টাকার পাহাড় গড়েছে৷ ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান (আইএসপিএস)-এর মাধ্যমে আমার-আপনার মতো কোটি কোটি মানুষ এখন ফেসবুক আর গুগলের মতো প্লাটফর্মে কাজ করে৷ কিন্তু আইএসপিএস বলতে গেলে কোনো টাকাই পায়না৷ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্য হু হু করে বাড়ছে৷ ধারণা করা হচ্ছে ২০১৭ সাল নাগাদ ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুন হয়ে যাবে৷ কিন্তু এত সেবা দিয়ে সেই অনুপাতে লাভ কেন পাবে না আইএসপিএস? তাই লাভের আশায় সেবা প্রদানেই আনা হচ্ছে পরিবর্তন৷

জার্মান সংসদ (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

গত এপ্রিলে জার্মানির সবচেয়ে বড় টেলিযোগাযোগ সংস্থা টেলিকম ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অদ্ভুত এক নিয়ম চালু করার ঘোষণা দিয়েছে৷ নিয়ম অনুযায়ী, সেবাগ্রহণকারীরা একটা পর্যায় পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে ইন্টারনেট সেবা নিতে পারবেন৷ তবে ইন্টারনেটের গতি খুব কমিয়ে দেয়া হবে৷ নির্ধারিত পরিমাণের বেশি ব্যবহার করলেই বাড়তি টাকা দিতে হবে তাদের৷ কিন্তু টেলিকমের নিজের সার্ভারের বেলায় এমন নিয়ম নেই৷ ফেসবুক, গুগলের মতো তাদের সার্ভারও যত খুশি ইন্টারনেট ব্যবহার করতে পারে বাড়তি কোনো টাকা না দিয়েই৷ এই দু্ই শ্রেণির ব্যবহারকারীদের মধ্যে সাম্য থাকলে বলা যেত, ‘নেট নিরপেক্ষতা' আছে৷ কিন্তু টেলিকম বাড়তি সুবিধা নেয়ায়, তা আর বলা যাচ্ছে না৷ বরং সমস্যা সমাধানের জন্য বিষয়টি নিয়ে বিতর্ক শুরু করেছেন জার্মান সাংসদরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ