1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পুনরেকত্রিত জার্মানি’

মার্সেল ফ্যুর্সটেনাউ/আরবি৩ মার্চ ২০১৪

দুই জার্মানির পুনরেকত্রীকরণ পরবর্তী অবস্থা নিয়ে বাৎসরিক রিপোর্টের ওপর সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়েছে৷ সাবেক পূর্ব জার্মানির সাংসদরা ছিলেন নিজেদের মধ্যেই৷ আর তাতে জার্মানির দুই অঞ্চলের চিত্র খানিকটা ফুটে ওঠে৷

ছবি: imago/bonn-sequenz

প্রতিবছরের মতো এবারও জার্মান সংসদে সাবেক পূর্ব জার্মানি সম্পর্কে বলা হয়েছে ‘বিকশিত প্রাকৃতিক অঞ্চল'৷ ১৯৯০ সালে তত্কালীন চ্যান্সেলর হেলমুট কোল সাবেক পূর্ব জার্মানি সম্পর্কে এই রকম একটি চিত্রই তুলে ধরেছিলেন৷ এর কয়েক মাস পরেই পূর্ব জার্মানিতে স্বৈরশাহীর পতন হয়৷ একত্রিত হয় দুই জার্মানি৷ চেষ্টা করা হয় দুই অংশের জীবনযাত্রার মান কাছাকাছি আনতে৷ প্রতিবছর জার্মান সংসদে এই বিষয়টি নিয়ে বিতর্ক হয়৷ এতে পূর্ব ও পশ্চিমের বেড়ে ওঠা নিয়ে লক্ষ্য করা যায় একেক ধরনের দৃষ্টিভঙ্গি৷

বিরোধী বামদল ডি লিংকের ডিটমার বার্টশছবি: picture-alliance/dpa

পরিসংখ্যানকে অগ্রাহ্য করা যায় না

কিন্তু কেউ বেকারত্বের হার বা কর্মক্ষেত্রে বেতনের ব্যাপারে পরিসংখ্যানকে অগ্রাহ্য করতে পারবে না৷ তবে পরিসংখ্যানকেও আবার বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া যায়৷

বিরোধী বামদল ডি লিংকের ডিটমার বার্টশ বলেন, ১৯৯২ সাল থেকে ১.২ মিলিয়ন বিমাযোগ্য কর্মক্ষেত্র পূর্বাঞ্চল থেকে হারিয়ে গিয়েছে৷ অর্থাৎ প্রায় ১৮ শতাংশ৷ অন্যদিকে সরকারি সিডিইউ দলের সাংসদ মার্ক হাউপ্টমান বলেন, ‘‘জার্মানির পুনরেকত্রীকরণের পর পূর্বাঞ্চলে এখন বেকারত্বের হার সর্বনিম্ন৷'' যদিও এই হার ১১ শতাংশের মতো, পশ্চিমাঞ্চলের প্রায় দ্বিগুণ৷

সরকারি সিডিইউ দলের সাংসদ মার্ক হাউপ্টমানছবি: DW/S. Padori-Klenke

বার্লিন প্রাচীরের পতনের ২৫ বছর পর ডিটমার বার্টশের মূল্যায়ন: ‘‘পশ্চিমের অনুকরণে পূর্বের গঠন প্রক্রিয়া ব্যর্থ হয়েছে৷'' অপর দিকে হাউপ্টমান মনে করেন পূর্বাঞ্চলে বেকারত্ব সম্পূর্ণ দূর করার সম্ভাবনা অবাস্তব নয়৷

দৃষ্টিভঙ্গিতে বিরাট পার্থক্য

দুই সাংসদের দৃষ্টিভঙ্গিতে বিরাট পার্থক্যের কারণ, তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতা৷ এছাড়া রয়েছে বয়সের ব্যাপারটিও৷ বার্টশ সাবেক পূর্ব জার্মানির সরকারি দল এসইডি-র সদস্য ছিলেন৷ কমিউনিজমের পতনের সময় তাঁর বয়স ছিল ৩০৷ আর হাউপ্টমানের জন্ম ১৯৮৪ সালে৷ পুনরেকত্রীকরণের সময় তিনি ছিলেন বালক৷ টিনএজে সিডিইউর সদস্য হন এই সাংসদ৷

পুনর্গঠিত শহরগুলিতে বার্টশের চোখে পড়ে বহু খালি দোকানপাট৷ হাউপ্টমান খেয়াল করেন তরুণদের মধ্যে পূর্ব জার্মানির একনায়কতন্ত্রকে হালকা করার একটা প্রবণতা৷ উদাহরণস্বরূপ ‘সবকিছুই খারাপ ছিল না' টিভি প্রোগ্রামটির উল্লেখ করেন তিনি৷ তবে এই দুই রাজনীতিবিদই সব কিছুই সাদা-কালোর ঘেরাটোপে দেখছেন না৷ বার্টশ পূর্বের যে কোনো উন্নয়নে খুশি হন৷ হাউপ্টমান উঁচু আশাবাদ সত্ত্বেও পুবের গ্রামাঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে চিন্তিত৷ জন্মহার হ্রাস ও তরুণ জনগোষ্ঠীর পশ্চিমে পাড়ি দেওয়ার কারণে বিশেষজ্ঞ শ্রমিকের অভাব দেখা দিচ্ছে সেখানে৷ যা মধ্যম শ্রেণির কর্মপ্রতিষ্ঠানগুলির জন্য বিপজ্জনক৷

পুনরেকত্রীকরণ সম্পূর্ণ হয়নি

অর্থনৈতিক মন্ত্রণালয়ের সংসদীয় রাষ্ট্রসচিব হিসাবে ইরিস গ্লাইকে পূর্বাঞ্চলের বিষয়ে ভারপ্রাপ্ত৷ কোনো কিছু করতে হলে বিশেষ করে এলবে নদীর পূর্বে পিছিয়ে পড়া অঞ্চলের কথাই ভাবেন তিনি৷ তবে পশ্চিমাঞ্চলের দুর্বল পরিকাঠামোর এলাকাগুলিও তাঁর চোখ এড়িয়ে যায় না৷ পূর্বাঞ্চলের জীবনমান ক্রমেই উন্নতির পথে এগিয়ে যাওয়ায় আনন্দিত হন থ্যুরিঙ্গেন থেকে আসা ৪৯ বয়সি এই রাজনীতিবিদ৷ কিন্তু এখনই সমাপ্তি টানা যাবে না৷ তাঁর মতে, ‘‘যেহেতু জার্মানির পুনরেকত্রীকরণ এখনও সম্পূর্ণ হয়নি৷''

এটা বোঝা যায় সংসদের দেড় ঘন্টার বিতর্কে বক্তাদের তালিকার দিকে দৃষ্টি দিলে৷ ১২ জন সাংসদই এসেছেন পূর্বাঞ্চল থেকে৷ আর পুবের সব ফ্র্যাকশনের সাংসদই একটি বাক্য উচ্চারণ করেছেন, ‘‘আমি পূর্ব জার্মানির বলে গর্বিত৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ