1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বাণিজ্যজার্মানি

জার্মান সরকারের বিরুদ্ধে সমুদ্রে বাধা সৃষ্টির অভিযোগ

১ মার্চ ২০২৩

জাহাজ সুরক্ষা অধ্যাদেশ সংশোধন করে নিরাপত্তার নতুন শর্ত বেঁধে দিয়ে জার্মান সরকার কোয়ালিশন চুক্তির লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে সমুদ্রে উদ্ধার অভিযান পরিচালনায় জড়িত সংস্থাগুলো।

ছবি: Leon Salner

পরিবহণ মন্ত্রণালয়ের একটি খসড়া বিল অনুসারে জার্মানি ২৪ মিটার (৭৯ ফুট) দৈর্ঘ্যের ছোট জাহাজগুলোকেও উচ্চ নিরাপত্তার মানে রাখতে চায়। তবে এগুলো অনেক ব্যয়বহুল দাবি করে উদ্ধারকারী সংস্থাগুলো এই উদ্যোগের সমালোচনা করেছে। এর ফলে তাদের উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেছে।

"নতুন এই নিয়মের অর্থ হচ্ছে জার্মান পতাকাবাহী বেশিরভাগ বেসামরিক উদ্ধারকারী জাহাজকে জীবন রক্ষাকারী কাজ সীমিত বা বন্ধ করতে হবে,” বেসরকারি সংস্থার এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, "নতুন শর্তগুলো জার্মান সরকারের কোয়ালিশন চুক্তির স্পষ্ট লঙ্ঘন। এমন পদক্ষেপ নিয়ে বেসামরিক সংস্থাগুলোকে সমুদ্র উদ্ধার কাজে বাধা দেয়া উচিত নয়।''

তবে পরিবহণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, "এর মাধ্যমে আমরা তাদের উদ্ধার কাজে বাধা সৃষ্টি করছি না, বরং তাদের কাজকে আরো নিরাপদ করছি।"

জার্মান সরকার চায় যেন জাহাজগুলো আধুনিক নিরাপত্তার মানদণ্ড নিশ্চিত করে।

কিন্তু ২০১৫ সালে ভূমধ্যসাগরে বেসামরিক সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি বা নিরাপত্তার ঘাটতির কারণে কারো জীবন বিপন্ন হয়ে পড়েনি বলে সংস্থাগুলো জানিয়েছে।

দিমিত্রো হুবেঙ্কো/একেএ

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ