1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোস্টারিকায় পুনর্বনায়ন

৭ জুন ২০১৬

কোস্টারিকায় পাখিদের জন্য গাছ লাগানোর কর্মসূচি শুরু হয়েছে৷ জার্মানির আংশিক সহায়তায় চালু হওয়া ঐ প্রকল্পে কাজ করছেন স্থানীয় নারীরা৷ পরিবেশ রক্ষার জন্য কাজ করতে পেরে তাঁরা বেশ খুশি৷

Biokorridore in Costa Rica Global 3000
ছবি: DW/J. Eggers

পাখিদের জন্য গাছ লাগানো কর্মসূচি

03:22

This browser does not support the video element.

কোস্টারিকার বায়ো-করিডোরের পশ্চিম উপকূলে পুনর্বনায়নের কাজ চলছে৷ কাজ চলছে ইকো-টুরিজমের জন্য পরিচিত ভেনাডো দ্বীপেও৷ দ্বীপের বাসিন্দা আনা রেইয়েস পর্যটকদের বিশেষ এক প্রকল্প ঘুরিয়ে দেখান৷ প্রকল্পের নাম ‘পারাইসো এস্কোনদিদো' বা লুকানো স্বর্গ৷

এই পুনর্বনায়ন প্রকল্পে লাল ম্যানগ্রোভ গাছ লাগানো হয়েছে৷ প্রকল্পের কর্মী ও গাইড আনা রেইয়েস বলেন, ‘‘পুনর্বনায়ন প্রকল্পে এই গাছটিই লাগানো হচ্ছে, কারণ, এটি বেশ ভালোভাবে বেড়ে উঠে৷''

নারীরা তাদের ঘরবাড়ি রক্ষা করতে চায়৷ যদি সাগরের পানির উচ্চতা বেড়ে যায় তাহলে ম্যানগ্রোভ ক্ষয়ে যাওয়া আর উঁচু ঢেউয়ের হাত থেকে উপকূলকে রক্ষা করবে৷ আরেক কর্মী মেলিসা পেরালটা জানান, ‘‘প্রকল্পে আমরা কয়েকজন নারী আর একজন পুরুষ কাজ করছি৷ এটা একটা পারিবারিক প্রকল্পের মতো৷ এটা সহজ কাজ নয়৷ পানির বড় বড় পাত্র তুলতে হয় আমাদের৷ তবে এটা ভালো প্রকল্প৷ পরিবেশ রক্ষার জন্য আমরা সবাই কিছু করতে চাই, কেননা, অনেকদিন ধরে ম্যানগ্রোভ কাটা হচ্ছে৷ অনেক প্রাণীর আশ্রয়স্থল হচ্ছে এই ম্যানগ্রোভ৷ তাই আমরা যত বেশি সম্ভব ম্যানগ্রোভ লাগাতে চাই৷''

কোস্টারিকার অনেক প্রতিষ্ঠান এই ধরনের পুনর্বনায়ন প্রকল্পে সহায়তা করছে৷ তাদের সঙ্গে যোগ দিয়েছে জার্মানির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, জিআইজেড৷ সঙ্গে আছে আরেকটি জার্মান কোম্পানি যারা ইউরোপে রপ্তানির জন্য অর্গানিক চিংড়ির চাষ করছে৷ তবে সাগরে নয়, অ্যাকুয়াকালচার ব্যবস্থায়৷ কোস্টারিকার সরকারের কঠোর নীতিমালার আওতায় চিংড়ি চাষ হচ্ছে৷ এই জায়গায় চিংড়ি চাষ করে জার্মানিতে নিয়ে যাওয়ার অনুমতি পেতে কোম্পানিটিকে পুনর্বনায়ন প্রকল্পে অর্থ সহায়তা দিতে হয়েছে৷

অক্টোবর মাস থেকে ‘থ্রি-ওয়াটলেড বেলবার্ড' নামের এই পাখিগুলোকে পশ্চিম উপকূলে দেখা যায়৷ এরপর তারা ম্যানগ্রোভ অঞ্চল হয়ে মন্টেভের্ডের ক্লাউড ফরেস্টে চলে যায়৷

সংরক্ষিত এলাকাগুলোর মধ্যে সংযোগ স্থাপনের কাজটি বিশাল৷ বিশ্বে এই ধরণের প্রকল্প এটাই প্রথম৷

জেডএইচ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ