1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সামরিক বাহিনীতে কর্মী ও উপকরণের অভাব

১৩ মার্চ ২০২৪

চলমান আধুনিকীকরণ প্রক্রিয়ার মধ্যেও জার্মান সেনাবাহিনী ‘সব কিছুর স্বল্পতা' নিয়ে চলছে বলে বার্ষিক এক প্রতিবেদনে বলা হয়েছে৷

জার্মান সেনাবাহিনীর কয়েকজন সদস্য
নানান স্বল্পতা নিয়ে চলছে জার্মান সেনাবাহিনী, বলছে প্রতিবেদনছবি: Marijan Murat/dpa/picture alliance

মঙ্গলবার (১২ মার্চ) প্রকাশিত ঐ প্রতিবেদনে জার্মান সংসদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিশনার এফা হ্যোগল জানান, দুই বছর আগে জার্মানির সামরিক বাহিনী বুন্ডেসভেয়ারের আধুনিকীকরণের জন্য তহবিল বরাদ্ধ হলেও সেখানে সেনা সদস্য ও সরঞ্জামের অভাব রয়েছে৷

কমিশনার হ্যোগল জানান, সামরিক বাহিনীতে ‘সবকিছুরই স্বল্পতা’ ছিল৷

তিনি আরও বলেন, ‘‘দৃশ্যমান পদক্ষেপ নেয়ার পরও কর্মী, সরঞ্জাম ও অবকাঠামোগত যে উন্নতি হওয়ার কথা ছিল, তা আমাদের লক্ষ্য থেকে এখনও অনেক দূরে অবস্থান করছে৷’’     

সরঞ্জামের ঘাটতি ও সৈন্য সংকট 

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছিলেন, রাশিয়ার এই আক্রমণ ‘আমাদের অঞ্চলের ইতিহাসের  জন্য একটি গুরুত্বপূর্ণ সময়'৷ সে ঘটনার সূত্র ধরেই তিনি জার্মান পররাষ্ট্রনীতিকে আরও শক্তিশালী করতে ও সেনাবাহিনীর জন্য আধুনিক অস্ত্র কিনতে ১০ হাজার কোটি ইউরোর তহবিল ঘোষণা করেন৷

সংসদে সশস্ত্র বাহিনী বিষয়ক কমিশনার হ্যোগল জানান, ‘‘সরঞ্জামের দিক দিয়ে বুন্ডেসভেয়ার এখনও স্বয়ংসম্পূর্ণ নয়৷ ট্যাংক, বিমান, জাহাজ, গোলাবারুদ, রেডিও ও খুচরা যন্ত্রপাতির এখনও অভাব রয়েছে৷’’

তবে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে জার্মান আইনপ্রণেতারা চার হাজার ৭৭০ কোটি ডলারের যে প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন, তার দুই-তৃতীয়াংশই সামরিক বাহিনীর বিশেষ তহবিলের জন্য বরাদ্দ করা হয়েছে৷ তবে হ্যোগল মনে করেন, এই আধুনিকীকরণ প্রক্রিয়া আরও দ্রুত ও গতিশীল করার প্রয়োজন রয়েছে৷

হ্যোগল জানান, জার্মান সেনাবাহিনী একটি ‘বিশাল কর্মী সংকটের’ মুখোমুখি হতে যাচ্ছে৷ তাই তিনি ২০৩১ সালের মধ্যে বুন্ডেসভেয়ারের সদস্য সংখ্যা এক লাখ ৮১ হাজার থেকে দুই লাখ তিন হাজারে বাড়ানোর আহ্বান জানিয়েছেন৷

এসএইচ/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

বিভিন্ন দেশের সামরিক ব্যায় নিয়ে ২০২২ সালের গ্যালারি 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ