চলমান আধুনিকীকরণ প্রক্রিয়ার মধ্যেও জার্মান সেনাবাহিনী ‘সব কিছুর স্বল্পতা' নিয়ে চলছে বলে বার্ষিক এক প্রতিবেদনে বলা হয়েছে৷
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মার্চ) প্রকাশিত ঐ প্রতিবেদনে জার্মান সংসদের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিশনার এফা হ্যোগল জানান, দুই বছর আগে জার্মানির সামরিক বাহিনী বুন্ডেসভেয়ারের আধুনিকীকরণের জন্য তহবিল বরাদ্ধ হলেও সেখানে সেনা সদস্য ও সরঞ্জামের অভাব রয়েছে৷
কমিশনার হ্যোগল জানান, সামরিক বাহিনীতে ‘সবকিছুরই স্বল্পতা’ ছিল৷
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছিলেন, রাশিয়ার এই আক্রমণ ‘আমাদের অঞ্চলের ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়'৷ সে ঘটনার সূত্র ধরেই তিনি জার্মান পররাষ্ট্রনীতিকে আরও শক্তিশালী করতে ও সেনাবাহিনীর জন্য আধুনিক অস্ত্র কিনতে ১০ হাজার কোটি ইউরোর তহবিল ঘোষণা করেন৷
সংসদে সশস্ত্র বাহিনী বিষয়ক কমিশনার হ্যোগল জানান, ‘‘সরঞ্জামের দিক দিয়ে বুন্ডেসভেয়ার এখনও স্বয়ংসম্পূর্ণ নয়৷ ট্যাংক, বিমান, জাহাজ, গোলাবারুদ, রেডিও ও খুচরা যন্ত্রপাতির এখনও অভাব রয়েছে৷’’
তবে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালে জার্মান আইনপ্রণেতারা চার হাজার ৭৭০ কোটি ডলারের যে প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন, তার দুই-তৃতীয়াংশই সামরিক বাহিনীর বিশেষ তহবিলের জন্য বরাদ্দ করা হয়েছে৷ তবে হ্যোগল মনে করেন, এই আধুনিকীকরণ প্রক্রিয়া আরও দ্রুত ও গতিশীল করার প্রয়োজন রয়েছে৷
হ্যোগল জানান, জার্মান সেনাবাহিনী একটি ‘বিশাল কর্মী সংকটের’ মুখোমুখি হতে যাচ্ছে৷ তাই তিনি ২০৩১ সালের মধ্যে বুন্ডেসভেয়ারের সদস্য সংখ্যা এক লাখ ৮১ হাজার থেকে দুই লাখ তিন হাজারে বাড়ানোর আহ্বান জানিয়েছেন৷
এসএইচ/জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)
বিভিন্ন দেশের সামরিক ব্যায় নিয়ে ২০২২ সালের গ্যালারি
বিশ্বে সামরিক ব্যয়ে ভারত এখন তৃতীয়
সুইডেনের ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট’ বা সিপ্রি ২০২১ সালে সামরিক খাতে বিভিন্ন দেশের খরচের তথ্য প্রকাশ করেছে৷
ছবি: DW/M. Mamun
ভারত তৃতীয়
২০২১ সালে ভারতের সামরিক ব্যয় ছিল ৭৬ দশমিক ৬ বিলিয়ন, যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। ২০২০ সাল থেকে এই ব্যয় শূন্য দশমিক ৯ শতাংশ বেড়েছে এবং ২০১২ সালের তুলনায় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।
ছবি: picture alliance/AP Photo/C. Anand
শীর্ষে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ২০২১ সালে সামরিক খাতে খরচ করেছে ৮০১ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কম। প্রতিবেদন মতে, ২০১২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র সামরিক গবেষণা ও উন্নয়নে খরচ বাড়িয়েছে ২৪ শতাংশ এবং অস্ত্র কেনায় খরচ কমিয়েছে ৬ দশমিক ৪ শতাংশ।
ছবি: picture-alliance/A. Widak
চীন দ্বিতীয়
তালিকায় দ্বিতীয় শীর্ষ দেশ চীন ২০২১ সালে সামরিক খাতে খরচ করেছে ২৯৩ বিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭ শতাংশ বেশি।
ছবি: Reuters
চতুর্থ যুক্তরাজ্য
তালিকায় চতুর্থ অবস্থানে থাকা যুক্তরাজ্য গত বছর সামরিক খাতে খরচ করেছে ৬৮ দশমিক ৪ বিলিয়ন ডলার, যা ২০২০ সালের তুলনায় ৩ শতাংশ কম।
ছবি: picture-alliance/dpa/dpaweb
পঞ্চম রাশিয়া
পঞ্চম অবস্থানে থাকা রাশিয়া ২০২১ সালে সামরিক খাতে খরচ করেছে ৬৫ দশমিক ৯ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ৯ শতাংশ বেশি। সেসময় রাশিয়া প্রতিবেশী ইউক্রেনের সীমান্তে সামরিক স্থাপনা তৈরি করছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ছবি: picture-alliance/TASS/A. Demianchuk
ছয় নেমে গেছে সৌদি আরব
আগের তালিকায় তিন নম্বরে ছিল সৌদি আরব৷ ২০১৯ সালে ১৬ শতাংশ ব্যয় কমিয়েছে দেশটি৷ গতবছর দেশটি ৬১.৯ বিলিয়ন ডলার খরচ করেছে৷ ইয়েমেনে সামরিক অভিযান ও ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সৌদি আরবের সামরিক ব্যয় কমানোতে বিস্মিত হয়েছেন বিশ্লেষকরা৷
ছবি: Getty Images/AFP/F. Nureldine
শীর্ষ পাঁচেই ৬২ শতাংশ
সিপ্রি বলছে, ২০১৯ সালে সামরিক খাতে বৈশ্বিক খরচ ছিল ১৯১৭ বিলিয়ন ডলার৷ এর মধ্যে ৬২ শতাংশই করেছে শীর্ষ পাঁচটি দেশ৷
ছবি: Reuters/J. Lee
প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি
২০১৯ সালে ২০১৮ সালের তুলনায় সামরিক ব্যয় বেড়েছে ৩.৬ শতাংশ৷ এটি ২০১০ সালের পর কোনো এক বছরে সর্বোচ্চ প্রবৃদ্ধির হার৷
ছবি: Getty Images/S. Gallup
ইইউতে প্রথম ফ্রান্স, বিশ্বে সপ্তম
২০১৯ সালে ফ্রান্স ৫০.১ বিলিয়ন ডলার খরচ করেছে, যা দেশটির জিডিপির ১.৯ শতাংশ৷ ২০১৮ সালে তাদের ব্যয় ছিল ৫১.৪ বিলিয়ন ডলার৷
ছবি: Reuters/G. Fuentes
অষ্টম-এ জার্মানি
২০১৯ সালে জিডিপির ১.৩৮ শতাংশ ব্যয় করেছে জার্মানি, সংখ্যার হিসেবে যা ৪৯.৩ বিলিয়ন ডলার৷ ২০১৮ সালে ছিল ৪৬.৫ বিলিয়ন৷ অর্থাৎ, জার্মানির ব্যয় বেড়েছে ১০ শতাংশ, যা সিপ্রির তালিকার শীর্ষ ১৫টি খরুচে দেশের মধ্যে সর্বোচ্চ৷ রাশিয়ার কাছ থেকে হুমকি বাড়া এর একটি কারণ বলে মনে করছেন সিপ্রির বিশ্লেষকরা৷
ছবি: picture-alliance/dpa/M. Skolimowska
শীর্ষ দশে এশিয়ার আরো দুই দেশ
সিপ্রির তালিকায় শীর্ষ ১০ খরুচে দেশের তালিকায় নয় ও দশ নম্বরে যথাক্রমে আছে জাপান (৪৭.৬ বলিয়ন ডলার) ও সাউথ কোরিয়া (৪৩.৯ বিলিয়ন ডলার)৷
ছবি: AP
বাংলাদেশ
২০১৯ সালে বাংলাদেশের সামরিক ব্যয় ছিল ৪,৩৫৮ মিলিয়ন ডলার, ২০১৮ সালে যা ছিল প্রায় ৩,৬৯২ মিলিয়ন ডলার৷