1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সামরিক বাহিনীতে ১৪ চরমপন্থি

৬ মার্চ ২০২০

জার্মানির সামরিক গোয়েন্দা সংস্থা এমএডি ২০১৯ সালে সামরিক বাহিনীর ১৪ সদস্যকে চরমপন্থি হিসাবে চিহ্নিত করেছে৷ সংসদে জমা দেয়া এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে এমএডি৷

Bundeswehrsoldat
ছবি: picture-alliance/dpa/S. Gollnow

জার্মান ম্যাগাজিন ‘ডেয়ার স্পিগেল' বলছে, ১৪ জনের মধ্যে আট জন চরম ডানপন্থিআর চার জন চরমপন্থি ইসলামে বিশ্বাসী৷

প্রতিবেদনে সামরিক বাহিনীর আরও দুই সদস্যের নাম উল্লেখ করা হয়েছে যাঁরা জার্মান রাষ্ট্র ও তার আইনকে অস্বীকার করে বলে অভিযোগ রয়েছে৷ এছাড়া প্রতিবেদনে আরও ৩৮ জনের কথা রয়েছে, যাঁদের মধ্যে জার্মান সংবিধানের প্রতি দায়বদ্ধতার অভাব লক্ষ্য করা গেছে৷

চরমপন্থি হয়েও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা?

সাম্প্রতিক সময়ে জার্মানির সামরিক বাহিনীসহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে চরমপন্থি মনোভাবাপন্নরা নিযুক্ত থাকার কথা উঠে এসেছে৷ কড়া হাতে চরমপন্থি আচরণ দমন করার চেষ্টা থাকা সত্ত্বেও সরকারকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে৷

এক সেনাসদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী আচরণের জন্য আদালতে মামলাও চলছে৷ এমএডির প্রতিবেদন বলছে, ২০১৯ সালে সেনাবাহিনীর অভ্যন্তরে এমন মনোভাব আগের তুলনায় অনেকটাই বেড়েছে৷ পাশাপাশি এটাও বলা হয়েছে যে, পরিস্থিতি মোকাবিলায় নতুন পন্থার আশ্রয় নিচ্ছে সরকার৷

প্রায় ৫০০ জন সেনাসদস্যের গতিবিধি এই মুহূর্তে গোয়েন্দা বিভাগের নজরে রয়েছে, যার মধ্যে ৩৬০ জনের চরম ডানপন্থি মনোভাব থাকা অসম্ভব কিছু নয় বলে জানিয়েছে এমএডি৷

এসএস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ