1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সামরিক বাহিনীতে ১৪ চরমপন্থি

৬ মার্চ ২০২০

জার্মানির সামরিক গোয়েন্দা সংস্থা এমএডি ২০১৯ সালে সামরিক বাহিনীর ১৪ সদস্যকে চরমপন্থি হিসাবে চিহ্নিত করেছে৷ সংসদে জমা দেয়া এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে এমএডি৷

Bundeswehrsoldat
ছবি: picture-alliance/dpa/S. Gollnow

জার্মান ম্যাগাজিন ‘ডেয়ার স্পিগেল' বলছে, ১৪ জনের মধ্যে আট জন চরম ডানপন্থিআর চার জন চরমপন্থি ইসলামে বিশ্বাসী৷

প্রতিবেদনে সামরিক বাহিনীর আরও দুই সদস্যের নাম উল্লেখ করা হয়েছে যাঁরা জার্মান রাষ্ট্র ও তার আইনকে অস্বীকার করে বলে অভিযোগ রয়েছে৷ এছাড়া প্রতিবেদনে আরও ৩৮ জনের কথা রয়েছে, যাঁদের মধ্যে জার্মান সংবিধানের প্রতি দায়বদ্ধতার অভাব লক্ষ্য করা গেছে৷

চরমপন্থি হয়েও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা?

সাম্প্রতিক সময়ে জার্মানির সামরিক বাহিনীসহ একাধিক সরকারি প্রতিষ্ঠানে চরমপন্থি মনোভাবাপন্নরা নিযুক্ত থাকার কথা উঠে এসেছে৷ কড়া হাতে চরমপন্থি আচরণ দমন করার চেষ্টা থাকা সত্ত্বেও সরকারকে সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে৷

এক সেনাসদস্যের বিরুদ্ধে সন্ত্রাসী আচরণের জন্য আদালতে মামলাও চলছে৷ এমএডির প্রতিবেদন বলছে, ২০১৯ সালে সেনাবাহিনীর অভ্যন্তরে এমন মনোভাব আগের তুলনায় অনেকটাই বেড়েছে৷ পাশাপাশি এটাও বলা হয়েছে যে, পরিস্থিতি মোকাবিলায় নতুন পন্থার আশ্রয় নিচ্ছে সরকার৷

প্রায় ৫০০ জন সেনাসদস্যের গতিবিধি এই মুহূর্তে গোয়েন্দা বিভাগের নজরে রয়েছে, যার মধ্যে ৩৬০ জনের চরম ডানপন্থি মনোভাব থাকা অসম্ভব কিছু নয় বলে জানিয়েছে এমএডি৷

এসএস/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ