1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী হানা

১৯ জুন ২০১১

আফগানিস্তানে জার্মান সেনাদের লক্ষ্য করে আত্মঘাতী হানায় তিন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে৷ আহত হয়েছে কয়েকজন৷ কুন্দুসের কাছে এই হামলায় কোন জার্মান সেনা হতাহত হয়নি৷

** ARCHIV ** Ein deutscher ISAF Soldat steht am 20. Feb. 2007 in Kabul, Afghanistan. SPD-Fraktionschef Peter Struck geht davon aus, dass die internationalen Afghanistan-Einsaetze noch mindestens zehn Jahre fortgesetzt werden muessen. Es werde aber der Zeitpunkt kommen, an dem man sich auf ein Ausstiegsszenario verstaendigen muesse, sagte Struck am Donnerstag, 5. Juli 2007, im Deutschlandradio Kultur. (AP Photo/Musadeq Sadeq) --- German soldiers, part of the International Security Assistance force (ISAF) stand guard during the opening ceremony of a German-funded medical center project in the Deh Sabz district of Kabul, Afghanistan, Tuesday, Feb. 20, 2007. (AP Photo/Musadeq Sadeq)
আফগানিস্তানে নিয়োজিত জার্মান সেনাছবি: AP

আফগানিস্তানের উত্তরের শহর কুন্দুসে অবস্থানরত জার্মান সেনারা ছিল আত্মঘাতী আক্রমণের মূল লক্ষ্য৷ সেখানকার সরকারি মুখপাত্র মাহাবুবউল্লাহ শাহেদি জানান, কাবুল-কুন্দুস মহাসড়কে এক আত্মঘাতী বোমারু জার্মান সামরিক যান লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়৷ বিস্ফোরণে জার্মান যানটি ধ্বংস হয়েছে, তবে জার্মান সেনা হতাহতের কোন খবর পাওয়া যায়নি৷

এই হামলায় অবশ্য তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে৷ আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে আক্রমণকারী সেনা বহরে ঢুকে পড়ে এবং বিস্ফোরণ ঘটায়৷

জার্মান সেনাছবি: AP

এদিকে, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই হামলার দায় স্বীকার করেছে৷ তিনি বলেন, ৫৫০ কিলোগ্রাম বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে এক আক্রমণকারী ন্যাটো বহরে হামলা চালায়৷ এতে ন্যাটোর ১২ সেনা নিহত হয়েছে৷

তবে, ন্যাটো সেনা হতাহতের এই দাবি অস্বীকার করেছে৷ সামরিক জোটটির মুখপাত্র টিম জেমস জানিয়েছেন, ন্যাটো সেনা বহনকারী সামরিক যানে হামলার খবর পাওয়া গেছে৷ তবে এতে হতাহতের কোন খবর নেই৷

বলাবাহুল্য কুন্দুসে জার্মান সেনাদের সক্রিয় অবস্থান রয়েছে৷ গত কয়েক সপ্তাহ ধরে এই অঞ্চলে ন্যাটো সেনাদের উপর হামলার পরিমাণ বেড়েছে৷ বিশেষ করে, মে মাসের শুরুতে ওসামা বিন লাদেনকে হত্যার পর বেশ উত্তেজিত তালেবান৷

গত মাসে এক জঙ্গি হামলায় আফগানিস্তানে দুই জার্মান সেনা নিহত হয়৷ উত্তর আফগানিস্তানে ন্যাটোর কমান্ডার জার্মান জেনারেল মার্কোস নিপ সেই হামলায় সামান্য আহত হন৷

এদিকে তালেবানের সঙ্গে আফগান সরকারের আলোচনার ঘোষণাকে স্বাগত জানিয়েছে জার্মানি৷ শনিবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই ঘোষণা করেন, মার্কিন উপস্থিতিতে তালেবানের সঙ্গে আলোচনা চলছে৷ সেদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার কোয়েনিগ জানিয়েছেন, আফগানিস্তানে রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থনের কথা গত কয়েকমাস ধরেই জার্মানি বলে আসছে৷ আমরা আনন্দিত, সেই প্রক্রিয়া শুরু হয়েছে৷

উল্লেখ্য, এর আগে তালেবান শর্ত দিয়েছিল, আফগান সরকারের সঙ্গে আলোচনা শুরুর আগে সেদেশ থেকে সকল বিদেশি সেনা সরিয়ে নিতে হবে৷ ১৯৯৬ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান৷ ২০০১ সালে তাদেরকে হটিয়ে দেয় আন্তর্জাতিক বাহিনী৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ