1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আফগানিস্তানে জার্মান প্রেসিডেন্ট

১৩ জুলাই ২০১৭

জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার একটি অঘোষিত সফরে আফগানিস্তানের মাজার-ই-শরিফে পৌঁছেছেন ইতিমধ্যেই৷ সেখানে তিনি জার্মান সৈন্যদের সঙ্গে কথাবার্তা বলবেন৷

Bundespräsident Steinmeier in Kasachstan
ছবি: picture-alliance/dpa/B. von Jutrczenka

জার্মান প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার একটি অঘোষিত সফরে আফগানিস্তানের মাজার-ই-শরিফে পৌঁছেছেন ইতিমধ্যেই৷ সেখানে তিনি জার্মান সৈন্যদের সঙ্গে কথাবার্তা বলবেন৷

নিরাপত্তাজনিত কারণে জার্মান প্রেসিডেন্টের আফগানিস্তান সফর সম্পর্কে আগে থেকে কিছুই জানানো হয়নি৷ স্টাইনমায়ার এর আগেও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাতবার আফগানিস্তানে গেছেন৷ কিন্তু প্রেসিডেন্ট হিসেবে তাঁর আফগানিস্তান সফর এই প্রথম৷ সঙ্গে রয়েছেন স্ত্রী এলকে ব্যুডেনবেন্ডার৷ বৃহস্পতিবার সকালে উভয়েই মাজার-ই-শরিফে অবতরণ করেন – তাঁরা আসছেন কাজাকস্তান থেকে৷ কাজাকস্তানে স্টাইনমায়ার বিশ্বের জ্বালানি ব্যবস্থার বিষয়ে এক্সপো ২০১৭ আন্তর্জাতিক প্রদর্শনীটি পরিদর্শন করেছেন৷

কিন্তু কাজাকস্তানের রাজধানী থেকে সরাসরি জার্মানিতে ফেরার পরিবর্তে প্রেসিডেন্টের বিমান আফগানিস্তান যাত্রা করে, যেখানে ন্যাটোর ‘রেজোলিউট সাপোর্ট' অভিযানের অঙ্গ হিসেবে এখনও প্রায় ১,০০০ জার্মান সৈন্য নিয়োজিত আছেন৷

আফগানিস্তানে তালেবান যে আবার মাথা চাড়া দিয়েছে ও  নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটেছে, মে মাসের শেষে কাবুলে জার্মান দূতাবাসের সামনে গাড়িবোমা বিস্ফোরণ তার একটি প্রমাণ৷ ঐ আক্রমণে ১৫০ জনের বেশি মানুষ প্রাণ হারান৷ সংশ্লিষ্ট এলাকায় একাধিক বিদেশি দূতাবাস থাকা সত্ত্বেও জার্মান দূতাবাসই ঐ আক্রমণের লক্ষ্য ছিল, বলে জার্মান নিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা৷ অপরদিকে বর্ধিত নিরাপত্তা ঝুঁকির কারণেই আফগানিস্তান থেকে আগত যে সব রাজনৈতিক আশ্রয়প্রার্থীর আবেদন খারিজ হয়েছে, তাদের আপাতত আফগানিস্তানে ফেরৎ পাঠানো হচ্ছে না৷ 

এসি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ