1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান-হৃদয় জয় করতে বার্লিনে শাহরুখ

২৮ অক্টোবর ২০১০

জার্মানি এবং বলিউডের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘ডন-২’৷ শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন ফ্লোরিয়ান লুকাসের মতো বিখ্যাত জার্মান অভিনেতাও৷

শাহরুখ খানছবি: UNI

মধ্য বার্লিনের অন্যতম ব্যস্ত এবং প্রশস্ত সড়ক লাইপসিগার স্ট্রাসে'র এক কিলোমিটার জুড়ে লোকে লোকারণ্য৷ কিন্তু কারোর এক পা বাড়ানোর জো নেই৷ পুলিশ ঘিরে আছে গোটা এলাকা৷ একই দৃশ্য ঐতিহাসিক আলেক্সান্ডার প্লাত্স-এ৷ শ খানেক পুলিশ৷ কড়া নজরদারি৷ মাঝেমাঝেই জনতার ধ্বনি ‘‘শাহরুখ, শাহরুখ খান৷'' – কেন? কারণ আছে বৈকি৷ শাহরুখ খান এখন বার্লিনে৷ ‘ডন- ২‘-এর শুটিং চলছে৷ শাহরুখকে দেখতেই ভিড়ভাট্টা৷ ছবির নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া৷

বার্লিনের সংবাদ সম্মেলনে শাহরুখ খানছবি: DW

বার্লিনে ডন-২ শুটিং শুরু চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে৷ মোট ৫৮ দিনের শুটিং৷

ছবিতে আরো অভিনয় করছেন লারা দত্ত, বোমান ইরানি, ওম পুরি, কুনাল কাপুর, আলি খান প্রমুখ৷ উল্লেখ্য, জার্মান অভিনেতা-অভিনেত্রীও এই ছবির সঙ্গে যু্ক্ত৷ ফ্লোরিয়ান লুকাস, বিনাকা কার্স্টেন প্রমুখ৷ ছবির পরিচালক ফরহান আখতার৷ ডন-২ জার্মানি এবং বলিউডের যৌথ প্রযোজনায় নির্মিত৷

সাংবাদিক সম্মেলনে শাহরুখ খান বলেন, এই নিয়ে ৩ বার বার্লিনে এলাম, তবে এবার এসেছি জার্মান-হৃদয় জয় করতে, বলিউডকে বার্লিনে ছড়িয়ে দিতে৷ জার্মান অভিনেতা লুকাস বলেন, বলিউডের সিনেমায় কাজ করতে পেরে আমি সুখী, সারা জীবনে হয়তো এটাই প্রথম এবং শেষ৷ নায়িকা শোনান, আমরা আবার একত্রে কাজ করবো, কথা দিচ্ছি৷

ডন-২ ২০১১ সালের মার্চ মাসে ভারতে এবং মে মাসে জার্মানিসহ ইউরোপে মু্ক্তি পাবে৷

প্রতিবেদন: দাউদ হায়দার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ