নিউ ইয়র্কে এক প্রতারণা মামলায় ৪৫৪ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদ হারানো থেকে বাঁচতে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার বন্ড দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷
বিজ্ঞাপন
সোমবার এই অর্থ জমা দেন ট্রাম্প৷ ফলে আপিল চলাকালীন সময়ে তার সম্পদ বাজেয়াপ্ত হওয়া থেকে রক্ষা পাবেন তিনি৷
বন্ডের কারণে নিউইয়র্কের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস সুদসহ ৩৫৫ মিলিয়ন মার্কিন ডলার যা কয়েকমাস ধরে চলা শুনানির পর বিচারক ট্রাম্পের কাছ থেকে আদায়ের নির্দেশ দিয়েছিলেন, তা আদায় করা সম্ভব হবে না৷
গত সপ্তাহে নিউইয়র্ক আপিল আদালত সাবেক প্রেসিডেন্টকে এই অর্থ দেয়ার জন্য দশদিন সময় বেঁধে দিয়েছিলেন৷ তার আগে গত মাসে অবশ্য বিচারকদের একটি প্যানেল ট্রাম্পকে ৪৫৪ মিলিয়ন মার্কিন ডলার বন্ড দেয়ার নির্দেশ দিয়েছিল৷
ট্রাম্পের আইনজীবী আলিনা হাবা এই বিষয়ে বলেন, ‘‘যেমন প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প বন্ড দিয়েছেন৷ তিনি তার আপিলের অধিকার প্রয়োগের মাধ্যমে অন্যায্য রায় বদলানোর আশায় আছেন৷''
ডনাল্ড ট্রাম্পের মাগশট নিয়ে বাণিজ্য
গ্রেপ্তার হওয়ার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মাগশট মূহর্তেই ছড়িয়ে পরে বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলোতে৷ আর এবার টিশার্ট থেকে শুরু করে, পানির মগ কিংবা পোস্টারে ছড়িয়ে পড়েছে ট্রাম্পের এই মাগশট৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
ট্রাম্পের মাগশট
২০২০ সালে নির্বাচনে অনিয়মের অভিযোগে আটলান্টায় গ্রেপ্তার হলেন সাবেক প্রেসিডেন্ট। কিছুক্ষণ পরই অবশ্য বন্ডের বিনিময়ে ছাড়া পান তিনি। জেলে পৌঁছানোর পর গ্রেপ্তারের সমস্ত নিয়ম পালন করা হয়। সেসময় ট্রাম্পের মাগ শট অর্থাৎ, মুখের এই ছবিটি তোলা হয়েছে।
ছবি: Fulton County Sheriff's Office/Getty Images/AFP
জেলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট!
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জেলে আটক এই বিষয়টি নিয়ে সারাবিশ্বে তোলপাড় তৈরি হওয়াই স্বাভাবিক৷ আর হলোও তাই৷ বিশ্বের সব বাঘা বাঘা গণমাধ্যমে ফলাও করে ট্রাম্পের মাগশটের ছবি দিয়ে সংবাদ ছাপা হয়৷ সুযোগটি লুফে নেন ব্যবসায়ীরাও৷ তার মাগশটের ছবি দিয়ে যুক্তরাষ্ট্রের একটি স্টোরে বিক্রি শুরু হয় টি-শার্ট, টুপি কিংবা পানির মগ৷
ছবি: Alex Brandon/ASSOCIATED PRESS/picture alliance
শুধু টি-শার্টেই নয় ট্রাম্পের এই মাগশট টুপিতে প্রিন্ট করা হচ্ছে৷ দোকানের কর্মী বেকা প্রিন্টিং সেকশনে একটি টুপিতে ডনাল্ড ট্রাম্পের ছবিটি প্রিন্ট করতে দেখা গেছে৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
কফির মগে ট্রাম্প
একই প্রিন্ট্রিংয়ের দোকানে একটি কফির মগে ছাপা হচ্ছে ডনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক এই মাগশট৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
ব্যস্ত কর্মীরা
ট্রাম্পের এই মাগশট-যুক্ত টি-শার্টের হয়তো চাহিদা বেশি হতে পারে এই ভেবে দোকানের কর্মীরাও হাত মিলিয়েছেন ট্রাম্পের ছবি প্রিন্ট করতে৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
মাগশটের রংবেরঙের টিশার্ট
সাদা, কালো, নীল বিভিন্ন রঙের টি-শার্টের ট্রাম্পের মাগশটের ছবি প্রিন্ট করতে দেখা গেছে৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
দোকানে সাজানো
টুপি এবং টি-শার্টে ট্রাম্পের মাগশট সম্বলিত ছবি এভাবেই থরে থরে দোকানে সাজানো হয়েছে৷
ছবি: MARIO ANZUONI/REUTERS
8 ছবি1 | 8
বন্ড দেয়ায় আপাতত ট্রাম্পের সম্পদ রক্ষা পেলো৷ এই সম্পদের মধ্যে রয়েছে তার ট্রাম্প টাওয়ার, ওয়েস্টচেস্টারে ৩৭০ একরের রিসোর্ট ও গল্ফ কোর্স এবং ফ্লোরিডার মার-এ-লাগো৷
গত ফেব্রুয়ারিতে বিচারকরা এই সিদ্ধান্তে পৌঁছান যে বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে বার্ষিক আর্থিক প্রতিবেদনে নিজের সম্পদ বাড়তি দেখানোর মাধ্যমে ট্রাম্প তার সম্পদ নিয়ে মিথ্যাচার করেছেন৷
গতমাসে আরেক মামলায় ৯১.৬ মিলিয়ন মার্কিন ডলার বন্ড দিয়েছেন ট্রাম্প৷ সেই মামলায় বিচারকরা সিদ্ধান্তে পৌঁছান যে ট্রাম্প গত শতকের নব্বইয়ের দশকে লেখিকা ই. জিন ক্যারলকে যৌন হেনস্থা করেছিলেন এবং ২০১৯ সালে তিনি যখন এই বিষয়ে প্রকাশ্যে কথা বলেন তখন তাকে অপমান করেন ট্রাম্প৷