1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাল টাকা

৭ আগস্ট ২০১২

ঈদের বাজারকে সামনে রেখে ২৫ কোটি টাকার জাল নোট ছেড়েছে জালিয়াত চক্র৷ গোয়েন্দাদের কথা, পুলিশি অভিযানের মুখে জাল টাকা তৈরির চক্র আপাতত নিবৃত্ত হলেও বাজারে ছাড়া টাকা কীভাবে উদ্ধার করা যায় সেটিই এখন ভাবনার বিষয়৷

Bengalische Banknoten von 2 bis 1000 BDT. Datum: 25.10.2011. Eigentumsrecht: A H M Abdul Hai, Bengali Redaktion, DW, Bonn
ছবি: DW

বাংলাদেশে গত দু'সপ্তাহে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগসহ আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাজধানী ঢাকা থেকে দেড় কোটি টাকার জাল নোট উদ্ধার করেছে৷ উদ্ধার করেছে জাল টাকা তৈরির মেশিনসহ অন্যান্য সরঞ্জাম৷ আর গ্রেপ্তার করা হয়েছে জাল টাকার কারিগর, বিক্রেতা থেকে শুরু করে বাজারজাতকারী মোট ২২ জনকে৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, অভিযানের মুখে হয়ত জাল টাকা তৈরির চক্র এখন কাজ বন্ধ রেখেছে৷ কিন্তু তাঁরা যে বিপুল পরিমাণ জাল টাকা ইতিমধ্যেই বাজরে ছেড়েছে, তা চিন্তার বিষয়৷ তাঁরা ঐ জাল টাকা এখন বাজার থেকে তুলে আনার চেষ্টা করছেন৷

তিনি জানান, এইসব জাল টাকা ব্যাংকিং চ্যানেলেও ছড়িয়ে পড়ার প্রমাণ তাঁরা পেয়েছেন৷ আর্থিক প্রতিষ্ঠানের কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা, তা তাঁরা বের করার চেষ্টা করছেন৷

মনিরুল ইসলাম জানান, ঈদের সময় আর্থিক লেনদেন বেশি হওয়ায় জাল টাকার চক্র এই সময়ে বেশি সক্রিয় হয়৷ তাদের সারা বছরের প্রস্তুতি থাকে দুই ঈদকে ঘিরে৷

তিনি জানান, সাধারণ মানুষ জাল টাকার কারণে আতঙ্কিত হয়ে পড়েছে সত্য৷ কিন্তু তাঁদের সতর্ক হতে হবে৷ আর পুলিশ ও ব়্যাব জাল টাকা শনাক্ত করার ২৫টি যন্ত্র নিয়ে সাধারণ মানুষকে সহায়তা করার জন্য এখন মাঠে রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ