1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাল লাইসেন্স প্রাণ কেড়ে নিচ্ছে নিরীহ পথচারীর

২৯ এপ্রিল ২০১১

নব্বই দিনে সম্ভব হতেই পারে নির্বাচন৷ দাবি সিইসি-র৷ ইভিএম -এ ভোট মানবেন না খালেদা৷ ভুয়া লাইসেন্সের কারণেই বাড়ছে সড়ক দুর্ঘটনা৷ আজকের প্রধান খবর৷

এই ভিড়ের মধ্যে অনেক চালকেরই লাইসেন্স জালিছবি: picture-alliance/ dpa

‘আমরা তৈরি, নব্বই দিনে ভোট হতেই পারে'

সব কাগজেই আজকের প্রধান খবর, জাতীয় নির্বাচন৷ ছবিসহ ভোটার তালিকা থাকায় এখন তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিন মেয়াদের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা৷ বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘৯০ দিন সময়সীমার মধ্যে নির্বাচন করা সম্ভব হবে না, এমন পরিস্থিতি হবে বলে মনে করছি না৷' বুধবার সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার বিষয়ে মত দেন৷ প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারকে তিন মাসের মধ্যেই নির্বাচন করতে হবে৷ এর মধ্যে না পারলে পূর্ববর্তী সরকারের অধীনে নির্বাচন হবে৷

অথচ ইভিএম-এ ভোট হতে দেবেন না খালেদা জিয়া

সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম - কে কোনোভাবেই মেনে নেবেন না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷ বৃহস্পতিবার রাতে এক অনুষ্ঠানে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের করতে হবে৷ ইলেক্ট্রনিক ভোটিং কোনোভাবে মেনে নেওয়া হবে না৷ অনেক দেশে ওই পদ্ধতি চালু হলেও পরে কারচুপির কারণে তা বন্ধ করে দেয়া হয়েছে৷ আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রাখার দাবিও জানিয়েছেন তিনি৷ দেশে ‘নব্য বাকশাল' চেপে বসেছে বলেও দাবি করেন খালেদা জিয়া৷ বৃহস্পতিবার রাতে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন৷

জাল লাইসেন্সের জন্যই বাড়ছে সড়ক দুর্ঘটনা

আজকের কালের কন্ঠ সংবাদপত্রের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীসহ সারা দেশেই জাল লাইসেন্সধারী ভুয়া গাড়িচালকদের আনাড়িপনার কারণে প্রাণ যাচ্ছে অসংখ্য মানুষের৷ সারা দেশে বিভিন্ন থানায় ২০০৮ সালে সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত মামলা হয় চার হাজার ৪২৬টি৷ আসামি ছিল চার হাজার ৪৩৬ জন৷ এর মধ্যে ১৫৬ জন ছাড়া চার হাজার ২৮০ জনই গাড়ির চালক৷ দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা জাকারিয়া ইসলাম এই পরিসংখ্যান দিয়ে বললেন, আসামি চালকদের বেশির ভাগেরই ছিল জাল লাইসেন্স৷ বিআরটিএর প্রকৌশল বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখন নিবন্ধিত মোটরযান রয়েছে ১৫ লাখ পাঁচ হাজার৷ এর বিপরীতে গত ফেব্রুয়ারি পর্যন্ত বিআরটিএ থেকে দেওয়া হয়েছে ১০ লাখ ৪০ হাজার ড্রাইভিং লাইসেন্স৷ বাকি চার লাখ ৬৫ হাজার মোটরগাড়িই চলছে বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই৷ জানা গেছে, এর বেশির ভাগই চালাচ্ছে জাল লাইসেন্সধারী চালকরা৷ অনেকে আবার লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছে৷

রূপ বেড়ে শেরাটন এখন রূপসী বাংলা

জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা' কবিতার নামে নামকরণ করা হয়েছে ঢাকার পাঁচ তারকা হোটেল শেরাটনের৷ আগামী রবিবার থেকে এ নামেই পরিচিত হবে দেশের প্রথম পাঁচ তারকা হোটেলটি৷ ভবিষ্যতে যখন কোন আন্তর্জাতিক হোটেল এর ব্যবস্থাপনার দায়িত্ব নেবে তখনও এ নামটি বহাল রাখা হবে৷ গত বুধবার নামটি চূড়ান্ত করেছে বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল) এর পরিচালনা পরিষদ৷

গ্রন্থনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ