1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাহাঙ্গীরনগরে সহিংসতা

২ আগস্ট ২০১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহিংসতার কারণে ২৫শে আগস্ট পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে৷ ছাত্ররা আজ সন্ধ্যা ৬টার মধ্যে আবাসিক হল ছেড়ে চলে গেছে৷ আর ছাত্রীদের কাল সকাল ৯টার মধ্যে হল ছাড়তে হবে৷

Dhaka University students shout slogans during a protest demanding the withdrawal of security forces from the university campus in Dhaka, Bangladesh, Tuesday, Aug. 21, 2007. Riot police fired tear gas at hundreds of stone-throwing students who took to the streets for a second day Tuesday in defiance of emergency rules, triggered by a dispute between students and soldiers earlier Monday during a soccer match on the Dhaka University campus. (ddp images/AP Photo/Pavel Rahman)
ছবি: AP

বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংহিতার শুরু গত রাতে৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রলীগ নেতা তাহমিদুল ইসলাম লিখনকে কুপিয়ে যখম করার অভিযোগে পুলিশ ক্যাম্পাসে আরেকজন ছাত্রকে আটকের উদ্যোগ নেয়৷ রাত ১২টার দিকে মীর মোশাররফ হোসেন হলের ছাত্র নাহিদকে আটক করে পুলিশ৷ আর এতে ওই হলের ছাত্ররা উত্তেজিত হয়ে পড়ে৷ তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ গুলি ছোড়ে৷ এতে পাঁচ জন ছাত্র গুলিবিদ্ধ হয়৷

এই ঘটনায় পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পরে৷ ছাত্ররা রাতেই মিছিল বের করে উপাচার্যের গাড়িসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর করে৷ পুলিশ পিছু হটে ক্যাম্পাস ছেড়ে চলে যায়৷

সকালে ছাত্ররা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে৷ ঢাকার সঙ্গে চট্টগ্রামসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়৷

দুপুরের পরও অবরোধ প্রত্যহার না হওয়ায় বিকেলে সিন্ডকেটের এক জরুরি সভায় ২৫শে আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়৷ ছাত্রদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছাত্রীদের কাল সকাল ৯টার মধ্যে হল ছেড়ে চলে যেতে বলা হয়েছে৷ তবে সকালেই পরিস্থিতি দেখে উপাচার্য ড. আনোয়ার হোসেন বিশ্ববিদ্যায় যে বন্ধ করে দেয়া হবে তা জানিয়েছিলেন৷

একই সঙ্গে বিশ্ববিদ্যিলয়ের সহিংতার ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ স্থগিত করা হয়েছে ডিন নির্বাচন৷

এদিকে, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর পরই পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়েছে৷ অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম দাবি করেছেন যে, তাঁরা ছাত্রদের ওপর হামলা করেন নি৷ শুধুমাত্র আত্মরক্ষা করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ