জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
১৮ মে ২০১২শিক্ষক এবং ছাত্রদের আন্দোলন ও প্রধানমন্ত্রীর উদ্যোগের ফলে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল হক৷ বৃহস্পতিবার বিকেলে পদত্যাগের পর রাতেই রাষ্ট্রপতি নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে৷ ড. আনোয়ার হোসেন বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছিলেন৷ তিনি প্রয়াত কর্নেল তাহেরের ভাই৷
উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর রাতে তিনি ডয়চে ভেলেকে জানান, তাঁর প্রথম কাজ হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা৷ ছাত্র ও শিক্ষকরা যাতে যার যার কাজ ঠিকভাবে করতে পারেন, তার ব্যবস্থা নেয়া৷
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস ও নানা অনিয়ম দূর করতে সবার সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেয়ার কথা জানান তিনি৷ তিনি বলেন এসব কাজ করতে গিয়ে তিনি ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ সমুন্নত রাখবেন৷
ড. আনোয়ার হোসেন দেশে একজন খ্যাতিমান শিক্ষাবিদ হিসেবেও পরিচিত৷ তিনি তাই দেশের বিশ্ববিদ্যালয়ে জ্ঞানভিত্তিক পরিবেশ গড়ে তুলতেও অবদান রাখতে চান৷ অর্থাৎ, দেশের বিশ্ববিদ্যালয়গুলো যেন সত্যিকার অর্থে জ্ঞান চর্চার কেন্দ্র হয়, তার চেষ্টা চালিয়ে যেতে চান তিনি৷
উল্লেখ্য, গত একমাস ধরে উপাচার্য বিরোধী আন্দেলানের কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলবস্থার সৃষ্টি হয়েছিল৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী