1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাহাজ টানার জাহাজ

২৯ জুলাই ২০১৬

জার্মানির উত্তরে যে সাগর, সেখানে প্রচুর জাহাজ চলাচল করে৷ কিন্তু সেই উত্তর সাগরে যদি কোনো জাহাজ দুর্ঘটনা ঘটে? তার জন্য আছে স্পেশাল কমান্ডো আর ‘নর্ডিক' নামের এক অসীম শক্তিশালী টাগবোট৷

Mittelmeer Einsatzgruppenversorger "Frankfurt am Main" Leinen los
ছবি: DW/D. Pelz

‘‘নর্ডিক'' হল জার্মানির সবচেয়ে শক্তিশালী টাগবোট; ৪৫,০০০ অশ্বশক্তির এই জাহাজটি একটি ৪০০ মিটার লম্বা ওশেনলাইনারকেও টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে৷ নর্ডিক খুব বেশি বন্দরে থাকে না, কেননা তার আসল কাজ খোলা সমুদ্রে৷ ৮০ মিটার লম্বা জাহাজটির কাজ হল আপৎকালীন সুরক্ষা, টোয়েন্টিফোর-সেভেন৷ কেননা যে কোনো সময় ঝড় উঠতে পারে, কোনো সমুদ্রগামী জাহাজ বিপদে পড়তে পারে৷ দুর্ঘটনার ক্ষেত্রে নর্ডিক তেলের ট্যাংকার বা কনটেনার জাহাজগুলিকেও উদ্ধার করে, যাতে সেগুলো তীরে এসে না ধাক্কা খায়৷

নর্ডিকের ক্যাপটেন ক্রিস্টিয়ান শাখট বলেন, ‘‘উত্তর সাগরের এই অংশে দুর্ঘটনায় পতিত বা বিপদগ্রস্ত জাহাজদের টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের উপর৷ কোনো জাহাজের ইঞ্জিন খারাপ হয়ে গেলে বা অন্য কোনো বিপদ ঘটলে তারা যাতে তীরে এসে না ধাক্কা খায় বা পরিবেশের পক্ষে ঝুঁকি না হয়ে দাঁড়ায়, আমাদের সেটা খেয়াল রাখতে হয়৷''

এই ‘জার্মান বাইট', অর্থাৎ উত্তর সাগরের দক্ষিণপূর্ব অংশ দিয়ে বছরে প্রায় এক লক্ষ জাহাজ যায় - বিশ্বের সবচেয়ে ব্যস্ত জলপথগুলির মধ্যে এটি একটি৷ এই জাহাজ চলাচলে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে তার দেখাশোনার জন্য যে আপৎকালীন সুরক্ষা গোষ্ঠী গঠন করা হয়েছে, তাদের শীর্ষে রয়েছে এই নর্ডিক জাহাজ৷ বিশেষ করে দুর্ঘটনায় যদি তেল সাগরের পানিতে গিয়ে পড়ে, তাহলে নর্ডিককে তার কেরামতি দেখাতে হয়৷

ডাইরেক্টর অফ অপারেশনস হান্স ভ্যার্নার মনসেস বললেন, ‘‘ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা গোটা উপকূল জুড়ে প্রায় তিন হাজার কর্মী নিয়োগ করতে পারি৷ বহু অফিস, গাড়ি, জাহাজ, হেলিকপ্টার, বিমান৷ বহু কর্মী, যেমন ডাক্তার কিংবা দমকলকর্মীদের জলে বা নৌকায় কাজ করার অভিজ্ঞতা নেই৷ তাদের প্রশিক্ষণ দিতে হয়৷ সব মিলিয়ে আমরা বছরে ১৬০টি মহড়ার আয়োজন করি৷''

খোলা সমুদ্রে মহড়া৷ পানির ওপর তেল নয়, কিন্তু তেলের মতো কিছু একটা ঢেলে দেওয়া হয়েছে – পপকর্ন! বাকিটা খুবই বাস্তবধর্মী৷ এই ‘তেলের গালিচার' খোঁজে বিমান আকাশে উঠেছে৷ মহড়ার চিত্রনাট্য অনুযায়ী পপকর্ন নয় – দু'হাজার টন কাঁচাতেল সাগরে গিয়ে পড়েছে৷ কাজেই কর্মীরা বোটে করে জলে নেমেছেন; তেল যাতে না ছড়ায়, সেজন্য ভাসন্ত বেড়া দেবার প্রস্তুতি চলেছে৷

চিত্রনাট্য আরো জটিল হয়ে উঠল: দুর্ঘটনায় পতিত জাহাজটির হাল ভেঙে গিয়ে জাহাজটি উত্তর সাগরের একটি দ্বীপের দিকে ভেসে চলেছে৷ জাহাজটি আবার তেলের ট্যাংকার, তা থেকে ক্রমেই আরো বেশি তেল বেরোচ্ছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ