বাংলাদেশের চট্টগ্রাম অথবা ভারতের গুজরাট জাহাজ ভাঙা শিল্পের জন্য পরিচিত৷ কিন্তু সেখানে শ্রমিকদের কাজের পরিবেশ বা রিংসাইক্লিং-এর মান সম্পর্কে নানা বিতর্ক রয়েছে৷ ডেনমার্কের এক কোম্পানি অবশ্য সব নিয়ম মেনেই এ কাজ করছে৷
বিজ্ঞাপন
পোল্যান্ডের এক মালবাহী জাহাজ দেখে বোঝার উপায় নেই যে, ৩০ বছর পানিতে ভাসার পর তার আয়ু শেষ হয়ে গেছে৷ ডেনমার্কের উত্তর-পূর্বাঞ্চলে জাহজটি ভাঙা হচ্ছে৷ এর দুই-তৃতীয়াংশই ইস্পাত, যা গলিয়ে আবার কাজে লাগানো হবে৷ পাশে মাছ ধরার ট্রলার থেকেও মূল্যবান উপাদান পাওয়া যাবে৷ যেমন ধাতুর তার টানার প্রায় নতুন কেবেল উইঞ্চ-এর দাম প্রায় ৭০,০০০ ইউরো৷ শিপ রিসাইক্লিং কোম্পানির কেল্ড ককহল্ম বলেন, ‘‘এই জাহাজে মূল্যবান বলতে শব্দ তরঙ্গ মাপার দু'টি যন্ত্র রয়েছে, একটা এখানে৷ আরেকটি পিছনে৷''
কেরাণীগঞ্জের ডকইয়ার্ড
ঢাকার কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে ডকইয়ার্ড৷ সেখানে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী পণ্যবাহী জাহাজ ও লঞ্চ মেরামত করা হয়৷ শ্রমিকরা সেখানে ঝুঁকি নিয়ে কাজ করেন৷ আছে শিশু শ্রমিকও৷
ছবি: DW/M. Mamun
বুড়িগঙ্গার তীরে
ঢাকার কেরাণীগঞ্জে বুড়িগঙ্গা নদীর তীরে দীর্ঘ দিনের পুরনো ডকইয়ার্ড৷ বুড়িগঙ্গার তীর ঘেঁষে প্রায় দেড় কিলোমিটার জায়গা জুড়ে এখানে পঞ্চাশটিরও বেশি জাহাজ নির্মাণ ও মেরামতকারী প্রতিষ্ঠান গড়ে উঠেছে৷
ছবি: DW/M. Mamun
চলছে মেরামতি
কেরাণীগঞ্জের ডকইয়ার্ডে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী পণ্যবাহী জাহাজ ও লঞ্চ মেরামত করা হয়৷
ছবি: DW/M. Mamun
বরিশালেও গড়ে উঠেছে
অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী বড় আকারের লঞ্চগুলোর বড় একটা অংশ তৈরি হয় কেরাণীগঞ্জের ডকইয়ার্ডে৷ তবে সাম্প্রতিক সময়ে বরিশালেও কয়েকটি ডকইয়ার্ড গড়ে উঠেছে৷ সেখানেও এখন তৈরি হয় বড় বড় যাত্রীবাহী লঞ্চ৷
ছবি: DW/M. Mamun
তৈরি হচ্ছে পণ্যবাহী জাহাজও
শুধু যাত্রীবাহী লঞ্চই নয়, কেরাণীগঞ্জে তৈরি হয় বড় আকারের পণ্যবাহী জাহাজও৷
ছবি: DW/M. Mamun
নির্মাণ খরচ কম, কারণ...
কেরাণীগঞ্জের ডকইয়ার্ডে তৈরি জাহাজগুলোতে ব্যবহৃত প্লেটের অধিকাংশই পুরনো৷ এ সব পুরনো স্টিল আসে চট্টগ্রামের ভাটিয়ারী এলাকার পুরনো ভাঙা জাহাজ থেকে৷ পুরনো স্টিল ব্যবহারের ফলে দেশে তৈরি এসব জাহাজ তৈরিতে খরচও হয় তুলনামূলক কম৷
ছবি: DW/M. Mamun
মরিচা পরিষ্কার
পুরনো জাহাজের বডি থেকে মরিচা সরাচ্ছেন শ্রমিকরা৷ দেশের বিভিন্ন নদীর জল নোনা হওয়ায় এ সব জাহাজে মরিচা ধরে যায় দ্রুত৷ প্রতিবছর তাই এ সব জাহাজ থেকে মরিচা সরিয়ে রং করতে হয় নতুন করে৷
ছবি: DW/M. Mamun
ভাসমান অবস্থায় মেরামত
ভাসমান অবস্থায় একটি কার্গো জাহাজে মেরামতের কাজ হচ্ছে৷ জাহাজের উপরের অংশে মেরামতের প্রয়োজন হলে সেটা ভাসমান অবস্থায়ই সম্পন্ন করা হয়৷
ছবি: DW/M. Mamun
দেশেই তৈরি হচ্ছে প্রপেলর
এটি জাহাজের প্রপেলর তৈরির একটি ওয়ার্কশপ৷ জাহাজে ব্যবহৃত এসব বড় বড় প্রপেলর এক সময়ে বিদেশ থেকে আনা হতো৷ তবে এগুলো এখন দেশেই তৈরি হওয়ায় খরচ পড়ে অর্ধেকেরও কম৷
ছবি: DW/M. Mamun
পুরনো ভেঙে নতুন
প্রপেলর তৈরির জন্য ভাঙা হচ্ছে পুরনো প্রপেলর৷ এসব পিতল গলিয়েই এখানে তৈরি করা হয় জাহাজ চলাচলের অত্যাবশ্যকীয় এ যন্ত্রটি৷
ছবি: DW/M. Mamun
পরিবেশ দূষণ
খোলা আকাশের নীচেই গলানো হচ্ছে প্রপেলর তৈরির পিতল৷ এখানকার চুলায় ব্যবহৃত হয় মূলত পোড়া মোবিল৷ এসব চুলা থেকে নির্গত হয় অস্বাভাবিক কালো ধোঁয়া, যা এলাকার পরিবেশ দূষিত করে৷
ছবি: DW/M. Mamun
শিশু শ্রমিক
একটি প্রপেলর ওয়ার্কশপে কাজ করছে ১২ বছর বয়েসি মোহাম্মদ আশরাফুল৷ তার মতো আরো অনেক শিশুকেই ডকইয়ার্ডে ঝুঁকিপূর্ণ কাজ করতে দেখা যায়৷ আশরাফুল জানায়, সকাল ৯টা থেকে রাত নটা পর্যন্ত কাজ করতে হয় তাকে৷ সপ্তাহে অবশ্য একদিন ছুটি পায় সে৷ মাসে বেতন ছয় হাজার টাকা৷
ছবি: DW/M. Mamun
নেই নিরাপত্তা ব্যবস্থা
কেরাণীগঞ্জের ডকইয়ার্ডে কাজ করা শ্রমিকদের জন্য নেই কোনো নিরাপত্তা সরঞ্জাম৷ শ্রমিকরা জানেনও না এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজে কিছু নিরাপত্তা সরঞ্জাম পরিধান করার বিধানের কথা৷ মাঝেমধ্যে দুর্ঘটনায়ও পড়েন অনেকে৷
ছবি: DW/M. Mamun
পুরনো সরঞ্জামের দোকান
কেরাণীগঞ্জের ডকইয়ার্ড এলাকায় জাহাজে ব্যবহৃত বিভিন্ন পুরনো সরঞ্জামের দোকান এটি৷ এখানে তৈরি হওয়া জলযানগুলোতে ইঞ্জিন থেকে শুরু করে বেশিরভাগ সরঞ্জামই পুরনো৷ চট্টগ্রামের ভাটিয়ারী এলাকার স্ক্র্যাপ জাহাজের মালামালই এই শিল্পের সবচেয়ে বড় যোগানদার৷
ছবি: DW/M. Mamun
এখনও পুরনো পদ্ধতি
জাহাজে রং করায় ব্যস্ত শ্রমিক৷ জাহাজগুলোতে এখনো পুরনো পদ্ধতিতে রং করা হয়৷ অন্যান্য কাজের মতো এ কাজেও শ্রমিকদের শারীরিক ঝুঁকি আছে৷
ছবি: DW/M. Mamun
14 ছবি1 | 14
তবে অনেক কিছুরই রিসাইক্লিং সহজ নয়৷ যেমন নৌকার ভিতরের অনেক জিনিস বা দেয়ালের অনেক অংশ৷ হাতে করে সব উপকরণ বর্জ্য হিসেবে আলাদা করতে হয়৷ ভারত বা বাংলাদেশের তুলনায় ইউরোপে এমন শ্রমের মূল্য অনেক বেশি৷ আজকাল সে সব দেশেই তো বেশিরভাগ জাহাজ ভাঙা হয়৷ কেল্ড ককহল্ম বলেন, ‘‘অনেক কিছু বদলেছে৷ বছর দশেক আগে আমাদের মতো কোম্পানি একটি জাহাজ রিসাইক্লিং করতো, ধাতু বিক্রি করে ভালো ব্যবসা করতো৷ আজ প্রতিযোগিতা অনেক বেড়েছে৷ রিসাইক্লিং ব্যবসা করতে গেলে শুধু ইস্পাত নয়, অনেক যন্ত্রাংশ বিক্রি করতে হয়৷''
এখানে যন্ত্রাংশগুলি জমা করা হয়৷ একটু মরচে পড়লেও ক্ষতি নেই৷ অভিজ্ঞ বিশেষজ্ঞরা এখানে অনেক মূল্যবান জিনিস খুঁজে নেন৷ এক জাহাজের মালিক মিশায়েল ইয়ুলসগার্ড বলেন, ‘‘অনেক ভালো জাহাজ এখানে আসে৷ শিপিং মার্কেটের কারণে অনেক ভালো জিনিস পাওয়া যায়৷''
বিশ্বজুড়ে ডেনমার্কের এই জাহাজ রিসাইক্লিং কোম্পানির খদ্দের রয়েছে৷ তবে মূলত সেই সব জাহাজ মালিকই এখানে আসেন, যাঁরা রিসাইক্লিং সংক্রান্ত কড়া নিয়ম-কানুন মেনে চলতে চান৷ কেল্ড ককহল্ম বলেন, ‘‘এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে৷ সবাই পরিবেশ সংরক্ষণের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে৷ বড় জাহাজ কোম্পানি বা অফশোর কোম্পানির জন্য ‘সবুজ' ভাবমূর্তি জরুরি হয়ে পড়ছে৷''
শেষে জঞ্জালের স্তূপ তৈরি হয়৷ কে বলবে, কয়েক দিন আগে পর্যন্ত ইস্পাতের এই পাহাড় আসলে আস্ত একটা জাহাজ ছিল!