1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাহান মনির নাবিকরা এক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন

১৩ মার্চ ২০১১

সোমালীয় জলদস্যুদের হাতে আটক ২৬ জন বাংলাদেশি নাবিক একসপ্তাহের মধ্যে দেশে ফিরে আসছেন বলে টেলিফোনে তাদের আত্মীয়-স্বজনকে জানিয়েছেন৷ মুক্ত হয়ে তাদের আজকের মধ্যে নিকটবর্তী সালালা বন্দরে পৌঁছার কথা৷

ছবি: AP

সেখানে স্বাস্থ্য পরীক্ষাসহ কিছু আনুষ্ঠানিকতা শেষ করতে কয়েকদিন লেগে যাবে৷ এরপর বিমানে করে তারা ঢাকায় আসবেন৷ এমভি জাহান মনির প্রকৌশলী আবুল বাশারের ভাই আব্দুল কাইউম তাঁর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ রাতের মধ্যে তাদের মুক্ত হয়ে সোমালিয়ার ম্যাক্সপোর্ট থেকে ওমানের সালালা বন্দরে রওয়ানা হওয়ার কথা৷ তারা জাহান মনিতে করেই নিকটবর্তী বন্দরে যাবেন৷ সেখানে তাদের সাইন ইন ও স্বাস্থ্য পরীক্ষা করা হবে৷ এরপর তারা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন৷

বাশারের ভাই কাইউম এখন চট্টগ্রামে অবস্থান করছেন৷ তিনি জানান, নাবিকরা সবাই ভাল আছেন৷ জাহাজটির মালিক ব্রেভ রয়্যাল শিপিং এখন পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন৷ নাবিকদের আত্মীয়-স্বজনকে চট্টগ্রামের কার্যালয়ে ডেকে নাবিকদের সার্বিক অবস্থা জানানো হয়েছে৷

বাংলাদেশি মালিকানাধীন এই জাহাজটি গত ৫ই ডিসেম্বর আরব সাগরে ছিনতাই হয়৷ ৪৩ হাজার টন আকরিক খনিজ নিয়ে জাহাজটি ইন্দোনেশিয়া থেকে গ্রিস যাচ্ছিল৷ ২৬ জন নাবিকের মধ্যে একজন মহিলা রয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ