1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাহির খানও দলের বাইরে, বিপন্ন ধোনির ভারত

৭ আগস্ট ২০১১

ইংল্যন্ডের সঙ্গে ভারতের চলতি টেস্ট সিরিজে বিশ্বের এক নম্বর টেস্ট ক্রিকেট খেলিয়ে দলের, মানে ভারতের বিপর্যয় আর কমছে না৷ রোজই দুঃসংবাদ৷ এবার চোট পেয়ে দল থেকে বাদ জাহির খান৷

জাহির খানছবি: AP

কেন বাদ জাহির খান?

জাহির খানের গোড়ালি আর হ্যামস্ট্রিং এ বেশ ভালোরকমের চোট৷ ডাক্তারদের কথায়, চলতি এই ইংল্যন্ড সিরিজে তো প্রশ্নই উঠছে না, আগামী ১৪ থেকে ১৬ সপ্তাহ খেলাধুলা বিলকুল বন্ধ জাহিরের৷ ফলে নির্ভরযোগ্য পেস বোলার জাহিরকে আর রাখা গেল না দলে৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড জাহিরকে ছেঁটে দেওয়ার ঘোষণা করে জানিয়েছে, তাঁর জায়গায় দলে আসছেন আরেক বোলার, আর পি সিং৷

হরভজন নেই, নেই যুবরাজ, এবার জাহির

তৃতীয় টেস্ট ইংল্যন্ডের বিরুদ্ধে যে দল নিয়ে ধোনির ভারত খেলতে নামছে, তাতে বেশ থরহরি কম্পমান অবস্থা যে, তা এখন থেকেই দিব্যি বলে দেওয়া যায়৷ আগের দুটো টেস্টেই ভারতে হেরেছে৷ সিরিজে সমতা আনা তো দূরের কথা, আগে নিজেদের মান রক্ষা করতে ভারতকে অন্তত একটা টেস্ট জিততেই হবে৷ সেটা কতটা সম্ভব, সে প্রশ্ন উঠছে৷ উঠছে কারণ, দল ক্রমশ আরও নড়বড়ে হয়ে পড়ছে ভারতের৷ বিশেষ করে বোলিং এর দিকটি৷

জাহিরের জায়গায় আনা হল আর পি সিং -কে

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রবিবার এই ঘোষণাটি করেছে৷ জানিয়েছে, যে আর পি সিং আসছেন আপাতত জাহিরের জায়গায়৷ জাহিরকে অবিলম্বে অপারেশনের শরণাপন্ন হতে হবে৷ আর তাঁর জায়গায় বোলার হিসেবেই সিং এলেন দলে৷ কিন্তু, এই ২৫ বছর বয়সী বাঁহাতি পেস বোলার আর পি সিং-এর অভিজ্ঞতা আর দক্ষতা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনেই৷ ২০০৮ সালের এপ্রিলে শেষবার টেস্ট খেলেছেন সিং৷ মোট ১৩ টি টেস্ট খেলে সিং - এর সংগ্রহ এ পর্যন্ত ৪০ টি উইকেট৷ গড় ৩৯.১০৷ জাহির খান সে তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য ছিলেন৷ তাঁর অভিজ্ঞতা স্বভাবতই অনেক বেশি৷ এখন দেখার বিষয় কী হয় এজবাস্টন টেস্টে৷ ভাঙা দল নিয়ে আদৌ ঘুরে দাঁড়াতে পারে কিনা ভারত!

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ