1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিডিপির শতকরা ২৪ ভাগ কালো টাকা

১০ জানুয়ারি ২০১১

দেশে কালো টাকার পরিমান মোট জিডিপির শতকরা ২৪.১ ভাগ৷ এর ফলে সমাজে আয় বৈষম্য বাড়ছে৷ এ তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি৷

এই কালো টাকার প্রধান উৎস দুর্নীতি৷ কালো টাকা যেমন আয় বৈষম্য বাড়ায় তেমনি কালো টাকা প্রশ্নহীন থেকে গেলে দুর্নীতিও বাড়ে৷

টিআইবি'র ফেলো এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবীর হোসেন টিআইবি'র পক্ষে গবেষণাটি করেছেন৷ তাঁর মতে ট্যাক্স ফাঁকিসহ নানা কারনে বৈধ আয়ও অনেক সময় কালো টাকায় পরিণত হয়৷ এছাড়া আর্থিক নীতিমালা, সরকারের অদক্ষতাও এর জন্য দায়ী৷

রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে তত্ত্বাধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মঞ্জুর এলাহী বিচার বিভাগ নিয়ে সাম্প্রতিক জরিপের প্রসঙ্গ তুলে বলেন, ধারণার ভিত্তিতে টিআইবির রিপোর্ট প্রকাশ করা উচিত নয়৷ প্রয়োজন তথ্য উপাত্ত৷ তিনি অযথা দেশকে গাল না দিয়ে দেশকে ভালোবাসার পরামর্শ দেন৷

জবাবে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, তাঁরা ধারনার ভিত্তিতে কোন রিপোর্ট প্রকাশ করেননা৷ বিচার বিভাগ নিয়ে টিআইবির জরিপ ভুক্তভোগীদের দেয়া তথ্যের ভিত্তিতেই করা হয়েছে৷ ওই রিপোর্টে বিচার বিভাগকে সেবাখাতগুলোর মধ্যে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়৷

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, সঠিক তথ্য উপাত্ত ছাড়া সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে টিআইবি কোন রিপোর্ট করেনা৷ আর টিআইবির উদ্দেশ্য দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলা যাতে তারা সফল হচ্ছেন৷

কালো টাকা নিয়ে টিআইবির জরিপে দুইটি পদ্ধতি অবলম্বন করা হয়৷ একটিতে কালো টাকার পরিমান জিডিপির ১০.১ এবং আরেকটিতে ৩৮.১ ভাগ দেখান হয়৷ দুটির গড় করে জিডিপির ২৪.১ ভাগ কালো টাকা নিরূপণ করা হয়৷ রোববার রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধসহ ১১দফা সুপারিশ করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ