অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিততে গেলে চাই ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। ট্রাম্প বা বাইডেন ২৭০ ছুঁতে পারলেই জিতবেন।
বিজ্ঞাপন
অ্যামেরিকার প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট ইলেকটোরাল কলেজ ভোট আছে। যে প্রার্থী ওই রাজ্যে জিতবেন, তিনি ওই ইলেকটোরাল কলেজ ভোট পাবেন। যেমন ধরা যাক ফ্লোরিডা। সেখানে ২৯টি ইলেকটোরাল কলেজ ভোট আছে। ট্রাম্প জিতলে ২৭টি ভোট পেয়ে যাবেন।
প্রতিটি রাজ্যের আয়তন, জনসংখ্যা ও কংগ্রেসে কতজন প্রতিনিধি আছেন সেই হিসাব করে ঠিক হয় তার ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা। যেমন অ্যালাবামার আছে নয়টি ইলেকটোরাল কলেজ ভোট। সব মিলিয়ে ২৭০টি ইলেকটোরাল কলেজ জিতলেই পরবর্তী প্রেসিডেন্ট হতে পারবেন ট্রাম্প বা বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০-র প্রচারে শিশুরা
সাধারণত নির্বাচনের সঙ্গে শিশুদের সম্পর্ক থাকার কথা নয়। কারণ, তারা ভোট দিতে পারে না। তাও অ্যামেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে দেখা গেলো অনেক শিশুকে।
ছবি: Edgard Garrido/Reuters
ট্রাম্প সেজে
পেনসিলভেনিয়াতে ট্রাম্পের প্রচারের ছবি। একটি শিশুকে ট্রাম্প সাজানো হয়েছে।
পেনসিলভেনিয়ায় ট্রাম্পের প্রচার সভা। চার আঙুল তুলে দেখাচ্ছে শিশুটি।
ছবি: Tom Brenner/Reuters
বাইডেনের প্রচারে
সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট সেনেটার হ্যারিসন ড্রাইভ ইন প্রচার করছেন। তাঁর গাড়ির পিছনে শিশুর হাতে ধরা পোস্টার।
ছবি: Sam Wolfe/Reuters
টুপি-প্রচারে
ট্রাম্পের প্রচার। পেনসিলভেনিয়া। একটি শিশুর টুপিতে লেখা 'মেক অ্যামেরিকা গ্রেট এগেইন'। ট্রাম্পের প্রচারের লাইন।
ছবি: Leah Millis/Reuters
বাইডেনের খুদে প্রচারকরা
জো বাইডেনের খুদে প্রচারকরা। পেনসিলভেনিয়াতেই বাইডেনের পোস্টার উঁচিয়ে ধরে আছে তারা।
ছবি: Kevin Lamarque/Reuters
বাইডেনের অপেক্ষায়
জর্জিয়ার ছবি। বাইডেন আসবেন প্রচারে। তাঁর অপেক্ষায় আছে বাচ্চাটি।
ছবি: Brian Snyder/Reuters
ট্রাম্পের দিকে তাকিয়ে
ভাষণ দিচ্ছেন ট্রাম্প। তাঁর দিকে তাকিয়ে এই খুদে ভক্ত। অ্যারিজোনায়।
ছবি: Jonathan Ernst/Reuters
পোস্টার হাতে
বাইডেনের সমর্থনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জনসভা। সেখানে বাচ্চাদের হাতে বাইডেনের পোস্টার।
ছবি: Kevin Lamarque/Reuters
হিউস্টনের ঘটনা
প্রিসিলিকা ম্যাকনালটির বয়স মাত্র ছয়। গত ২৫ অক্টোবর হিউস্টনে একটি অনুষ্ঠান হয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচনের আগেই পোস্টাল ব্যালটে ভোট দেয়া নিয়ে। সেখানেই প্রিসিলিকাকে মাস্ক পরতে সাহায্য করা হচ্ছে।
ছবি: Callaghan O'Hare/Reuters
কেন চেয়ে আছ
হিউস্টনের অনুষ্ঠানেই দশ বছরের অ্যালিসিয়া চার্লস। ছবি তোলার জন্য পোজ দিলো সে। তার চোখে কি কোথাও অবাক হওয়ার চিহ্ন আছে?
ছবি: Callaghan O'Hare/Reuters
11 ছবি1 | 11
কিছু রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা বেশি। কিছু রাজ্যে কম। এর মধ্যে কিছু রাজ্যকে সুইং স্টেট বলা হয়। যেমন ফ্লোরিডা। অ্যামেরিকায় কিছু রাজ্য রিপাবলিকানদের ঘাঁটি, কিছু রাজ্যে ডেমোক্র্যাটদের ঘাঁটি। সেই রাজ্যগুলি তারা বরাবর জিতে আসে। কিছু রাজ্য আছে, যেখানে কখনো রিপাবলিকানরা জেতে, কখনো ডেমোক্র্যাটরা। সেগুলিকে বলে সুইং স্টেট। এই সুইং স্টেটের দিকেই নজর রয়েছে বিশেষজ্ঞদের। যেমন ফ্লোরিডা হলো সুইং স্টেট। এরকম বেশ কিছু সুইং স্টেট আছে, যা জিততে পারলে ট্রাম্প বা বাইডেন এগিয়ে যাবেন।