1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিততে গেলে চাই ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট

৪ নভেম্বর ২০২০

অ্যামেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জিততে গেলে চাই ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট। ট্রাম্প বা বাইডেন ২৭০ ছুঁতে পারলেই জিতবেন।

ছবি: Mario Tama/Getty Images

অ্যামেরিকার প্রতিটি রাজ্যের জন্য নির্দিষ্ট ইলেকটোরাল কলেজ ভোট আছে। যে প্রার্থী ওই রাজ্যে জিতবেন, তিনি ওই ইলেকটোরাল কলেজ ভোট পাবেন। যেমন ধরা যাক ফ্লোরিডা। সেখানে ২৯টি ইলেকটোরাল কলেজ ভোট আছে। ট্রাম্প জিতলে ২৭টি ভোট পেয়ে যাবেন।

প্রতিটি রাজ্যের আয়তন, জনসংখ্যা ও কংগ্রেসে কতজন প্রতিনিধি আছেন সেই হিসাব করে ঠিক হয় তার ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা। যেমন অ্যালাবামার আছে নয়টি ইলেকটোরাল কলেজ ভোট।  সব মিলিয়ে ২৭০টি ইলেকটোরাল কলেজ জিতলেই পরবর্তী প্রেসিডেন্ট হতে পারবেন ট্রাম্প বা বাইডেন।

কিছু রাজ্যে ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা বেশি। কিছু রাজ্যে কম। এর মধ্যে কিছু রাজ্যকে সুইং স্টেট বলা হয়। যেমন ফ্লোরিডা। অ্যামেরিকায় কিছু রাজ্য রিপাবলিকানদের ঘাঁটি, কিছু রাজ্যে ডেমোক্র্যাটদের ঘাঁটি। সেই রাজ্যগুলি তারা বরাবর জিতে আসে। কিছু রাজ্য আছে, যেখানে কখনো রিপাবলিকানরা জেতে, কখনো ডেমোক্র্যাটরা। সেগুলিকে বলে সুইং স্টেট। এই সুইং স্টেটের দিকেই নজর রয়েছে বিশেষজ্ঞদের। যেমন ফ্লোরিডা হলো সুইং স্টেট। এরকম বেশ কিছু সুইং স্টেট আছে, যা জিততে পারলে ট্রাম্প বা বাইডেন এগিয়ে যাবেন।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ