1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিততে চলেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট

১৬ মে ২০০৯

দিল্লীতে পরবর্তী সরকার কে গড়বে তা নিয়ে সংশয় কেটে গেছে৷ প্রাথমিক ফলাফলে দেখা গেছে সংসদের ৫৪৩ টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার এগিয়ে আছে ২৫৪টি আসনে৷ বিজেপি নেতৃত্বাধীন জোট এগিয়ে আছে ১৫৯টি আসনে৷

ছবি: UNI

বাম নেতৃত্বাধীন তৃতীয় ফ্রন্টের অবস্থা শোচনীয়৷ ভোট গণনা এখনও চলছে৷ প্রাথমিক প্রবণতা দেখেই বিজেপি পরাজয় স্বীকার করে নিয়ে এই ফলাফলকে বলেছে অপ্রত্যাশিত৷ অনেক রাজ্যেই বিজেপি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে৷ পরাজয়ের কারণ খতিয়ে দেখা হবে৷ আজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিজেপির সভাপতি রাজনাথ সিং৷ তিনি অবশ্য তাঁর নিজের কেন্দ্র গাড়িয়াবাদে এগিয়ে রয়েছেন৷ মোটামুটি সারা দেশেই কংগ্রেস বা তার শরিক দলগুলো আশাতীত ভালো ফল করেছে৷ আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কেরালা, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখান্ড, রাজস্থান এবং দিল্লীতে৷ বিজেপি এগিয়ে আছে গুজরাট ও কর্নাটকে৷ বিহারে লালু প্রসাদের আরজেডি'কে ধরাশায়ী করেছে নীতিশ কুমারের জেডিইউ৷ উত্তর প্রদেশে মোলায়েম সিং এর সমাজবাদী পার্টি ও বিএসপির মায়াবতীর মধ্যে হয়েছে ফটো ফিনিশ৷ বিএসপি ২৪, এসপি ২৩ এবং কংগ্রেস ২০টি আসন পেয়েছে৷ সমাজবাদী পার্টি যদি কংগ্রেসকে সমর্থন করে তাহলে কংগ্রেস জোটকে আর পেছন ফিরে তাকাতে হবে না৷ বাম দলগুলোকে আর গ্রাহ্যের মধ্যেই আনবে না কংগ্রেস৷ দিল্লীতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনের সামনে সকাল থেকেই চলেছে জয়োল্লাস৷

প্রতিবেদক: অনিল চট্টোপাধ্যায়, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ