1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিতল আর্জেন্টিনা, দাপটে খেলেও মেসি গোল পেলেন না

৬ সেপ্টেম্বর ২০১১

কলকাতাতেও হয়নি, ঢাকাতেও না৷ ফুটবলের রাজপুত্র বলে পরিচিত আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি গোল পেলেন না ঢাকাতেও৷ তবে, পুরো সময়টা মাঠ মাতিয়ে খেলেছেন তিনি৷ আর ৩-১ জিতে খুশি আর্জেন্টিনা৷

বেইজিং অলিম্পিকে নাইজেরিয়া বনাম মেসিছবি: picture-alliance/dpa

খেলার আগেই আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাফ বলেছিলেন, মেসির আজ মুড ভালো৷ তার মানে, আজ বেশ সুখের দিন৷ কোচের ভবিষ্যদ্বাণী সত্যিই ছিল৷ মেসি খেললেন পুরো সময়টাই এক্বেবারে মেসির মতই৷ তিনটে গোল দিয়েছে আর্জেন্টিনা৷ তার মধ্যে মেসি নিজেই দুটো গোল দিইয়েছেন বলাই যায়৷

ফলাফল ৩-১৷ তার মধ্যে ইগুয়াইনের পা থেকেই দুটো৷ আরেকটা ডি মারিয়ার অবদান৷ বিপক্ষে দাঁড়িয়ে পুরো খেলায় প্রায় ভালো করে নীল সাদা জার্সিকে প্রতিরোধ করতে না পারলেও নাইজিরিয়া দলের বদলি খেলোয়াড় শিনেদু ওবাচি একটি গোল শোধ করে যান ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে৷

মঙ্গলবার ঢাকায় দুটি গোল দিয়েছেন গনজালো ইগুয়াইনছবি: AP

পুরো খেলাটার বিচারে একটা কথা বলতেই হবে, এদিন অবশ্যই ফেভারিটদের মতই খেলেছে আর্জেন্টিনা৷ পুরো সময়টাই তাদের দাপট ছিল মাঠে৷ মেসির খেলা দেখে অনেকেরই মত, তিনি যেমন বার্সার হয়ে খেলেন, তেমনটাই খেলেছেন মঙ্গলবার ঢাকায়৷ তার মধ্যে যে প্রাণচাঞ্চল্য, আর বল তাড়া করার সর্বক্ষণের চেষ্টা ছিল, তা দর্শকদের মন ভরিয়ে দিয়েছে৷

খেলা শুরু হয়েছিল একঘন্টা দেরিতে৷ দেরির কারণটা আগাম ঘোষণা করে রেখেছিলেন উদ্যোক্তারা৷ লম্বা সফরের পর ক্লান্ত নাইজিরিয়া দলের তেমনটাই অনুরোধ ছিল৷ আর্জেন্টিনাও দিনের আলো থাকতে থাকতে মাঠে নামতে চায়নি৷ তবে স্টেডিয়ামে মানুষের ঢল দেখে বিদেশি খেলোয়াড়রা সকলেই আপ্লুত৷ ফুটবলকে উপমহাদেশ যে কতটা ভালোবাসে, তার প্রমাণ তাঁরা স্বচক্ষে দেখে গেলেন৷ ফুটবলের উন্নতিতে আগামীতে এই খেলার উদাহরণ নিশ্চয়ই কাজে লাগবে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ