1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিন্নাহ থেকে ইয়েলৎসিন, আজকেই প্রথম দিন

১০ জুলাই ২০১১

ইতিহাসে কিছু কিছু দিন আসে যে দিনগুলো বিশিষ্ট৷ যেমন আজকের দিনটি৷ আজ ১০ জুলাই, ২০১১৷ বেশি দূরে যেতে হবে না৷ সাম্প্রতিক ইতিহাসের পাতা উল্টে দেখা যাচ্ছে, এই দিনটার বৈশিষ্ট্য৷ চার আর নয়ের দশকে দুই বিশেষ নেতার ক্ষমতায় আসা৷

মহম্মদ আলি জিন্নাহছবি: AP

১৯৪৭ সালের এই দিনটায় স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হলেন মহম্মদ আলি জিন্নাহ৷ তারপর ইতিহাসে ঘটল অনেক কিছু৷ ভারতের জাতীয় কংগ্রেসের নেতা হিসেবেই জিন্নার উত্থান৷ তারপর তিনি প্রথমে মুসলিম লিগ এবং তার সঙ্গেই হোমরুল লিগে চলে গেলেন৷

অবিভক্ত ভারতের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত করতে চোদ্দ দফা সংবিধান সংস্কারের পরিকল্পনা এই জিন্নাহরই ছিল৷ এরপর দ্বিজাতিতত্ব বা পৃথক মুসলিম রাষ্ট্রের পরিকল্পনা প্রথম তৈরি করেন তিনিই৷ লাহোর বৈঠকে তিনি সেই প্রস্তাব তোলেন৷ অল ইন্ডিয়া মুসলিম লিগের সঙ্গে জিন্নার সম্পর্ক ছিল সেই ১৯১৩ সাল থেকে আমৃত্যু৷ জিন্না পাকিস্তানের প্রথম কায়েদে আজম পদে শপথ নিলেন ঠিকই, তারপর থেকে ঠিক তেরো মাসের মাথায় ৭১ বছর বয়সে ১৯৪৮ সালের ১১ সেপ্টেম্বর মৃত্যু হয় মহম্মদ আলি জিন্নাহ-র৷

বরিস ইয়েলৎসিন ডানদিকেছবি: AP

তার বাইরেও রয়েছে একটা বৈশিষ্ট্য আজকের দিনটায়৷ সেটা হল, আজই আরেক প্রেসিডেন্ট রাশিয়ায় শপথ নিয়েছিলেন, বরিস ইয়েলৎসিন৷ সে ঘটনাও এই আজকের দিনেই বৈকি! সেও এই দশ জুলাই, সালটা ১৯৯১৷ ৫৭ শতাংশ ভোট পেয়ে সোভিয়েত রাশিয়া ভেঙে তৈরি হওয়া রাশিয়ান ফেডারেশনের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বরিস ইয়েলৎসিন৷ সেদিন রাশিয়া জুড়ে বিপুল উৎসাহ উদ্দীপনা৷ অথচ এই ইয়েলৎসিনের জমানা, যা কিনা চলেছিল ১৯৯৯ পর্যন্ত, এই শাসনকালের পুরো সময়টাকে রাশিয়ার অর্থনীতির বেশ দুঃখজনক অধ্যায় বললে ভুল হবেনা৷ এই সময়েই মাথাচাড়া দেয় প্রবল দুর্নীতি, আর্থিক অবনমন এবং তাকে ঘিরে যাবতীয় অন্যান্য সমস্যাগুলি৷ ইয়েলৎসিন সেসব সামলাতে চূড়ান্ত ব্যর্থ হন৷ দ্রুত হারাতে থাকেন জনপ্রিয়তা৷

তবে ইয়েলৎসিন জমানার পর রাশিয়ার আরেক নতুন যাত্রার শুরু৷ তাই এই বিষয়টিও গুরুত্বপূর্ণ বৈকি!

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা : অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ