1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ভ্রমণ

জিপলাইনে চড়ে পাহাড় থেকে হ্রদে

গ্যারহার্ড জনলাইটনার/এসি৩ মার্চ ২০১৭

জিপলাইন আজ পাহাড়ের মাথা থেকে উপত্যকায়, বনে-জঙ্গলে, সর্বত্র৷ ইংল্যান্ডের দীর্ঘতম জিপলাইনগুলোর মধ্যে একটি আছে ওয়েলস-এর এক সাবেক স্লেট পাথরের খনির ওপর দিয়ে নেমে গেছে হ্রদের দিকে৷

DW euromaxx Adrenalin pur: Zipline Kroatien
ছবি: ZDF

ইংল্যান্ডের দীর্ঘতম জিলপাইন

04:16

This browser does not support the video element.

স্নায়ু শক্ত না হলে বস্তুটিতে না চড়াই ভালো! ওয়েলস-এর লিন ডিনাস হ্রদের ওপর দিয়ে ১,৭৫০ মিটার লম্বা ইস্পাতের তার ধরে বিনা ব্রেকে জিপলাইনিং৷ এটি হলো ইউরোপের দীর্ঘতম জিপলাইনগুলির মধ্যে একটি৷ প্রায় ভারশূন্য অবস্থায় ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে উড়ে যাওয়া৷

প্রথমে একটি ছোট, মোট ৫০০ মিটার লম্বা জিপলাইনে জিপলাইনিং-এর কায়দাটা বুঝিয়ে দেওয়া হয়৷ শুধুমাত্র দু'পাশে বাতাসে হাত বাড়িয়ে গতিবেগ কিছুটা কমানো সম্ভব৷ যার ওজন বেশি, সে স্বভাবতই আরো তাড়াতাড়ি নীচে পৌঁছে যাবে৷

জিপলাইন শুরু হচ্ছে একটি পাহাড়ের মাথায়৷ জিপলাইনের উদ্যোক্তা শন টেইলর অংশগ্রহণকারীদের সেখান অবধি নিয়ে যান৷ জিপলাইনটা একটি সাবেক স্লেট পাথরের খনির একাংশে বসানো হয়েছে, যেটি ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি থেকে চালু৷ স্টার্টিং পয়েন্টে পৌঁছানোর আগে ডিলান হিউজ ওয়েলস-এর লোকগীতি গেয়ে সকলকে সাহস দেন৷

বিশেষজ্ঞরা মাসের পর মাস ধরে নানা ধরনের টেস্ট আর কম্পিউটার অ্যানালিসিস করে দেখেছেন বটে যে, জিপলাইনটি নিরাপদ – কিন্তু আবহাওয়া সবসময়েই অনিশ্চিত থাকে৷ সবচেয়ে বড় বিপদ হলো, জোর বাতাস থাকলে জিপলাইনে যিনি স্লাইড করছেন, তিনি ফিনিশিং পয়েন্টে পৌঁছাবেন এমন গতিবেগ নিয়ে যে, ব্রেক করতে গিয়ে তিনি চোট পেতে পারেন৷

স্টার্ট টু ফিনিশ

জিপ ওয়ার্ল্ড স্নোডনিয়া-র সিইও শন টেইলর স্টার্টের আগে অনেক কিছু বুঝিয়ে দেন: ‘‘নিঃশ্বাস নেওয়া চাই৷ এমন লোক আছেন, যারা জিপলাইনে চড়ে নীচে নামেন কোনো দম না নিয়ে৷ কিন্তু জিপলাইনে স্পিড উঠবে ঘণ্টায় ৯০ থেকে ১০০ মাইল৷ আমরা নিশ্চিত হতে চাই যে, যিনি চড়ছেন, তিনি কোনো অস্বস্তি বোধ করবেন না – কেননা তিনি যেটা করতে চলেছেন, সেটা খুবই নাটকীয়৷''

হঠাৎ বাতাস আরো জোরালো হল৷ হিউজ-কে এবার অপেক্ষা করতে হবে৷ বাতাসের গতি ঘণ্টায় ৩২ কিলোমিটারের বেশি হলে স্টার্ট করা সম্ভব নয়৷

দুর্ধর্ষ গতির উড়াল৷ খাড়া স্টার্টের পরে স্লেট পাথরের চুড়োগুলোর উপর দিয়ে ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে নেমে যাওয়া৷ কোনো কোনো সময় চুড়োগুলো থেকে কেবল-এর দূরত্ব মাত্র কয়েক মিটার৷ হ্রদের জলের ওপর উড়াল কিছুটা সু্স্থির ও শান্ত৷ ৫৫ সেকেন্ডের মধ্যেই উড়াল শেষ৷ উচ্চতার হিসেবে এই ৫৫ সেকেন্ডে ডিলান হিউজ নেমেছেন মোট ৪০০ মিটার৷

ডিলান হিউজ বললেন, ‘‘অসাধারণ!....উপর থেকে নামছি স্লেট পাথরগুলোর ওপর দিয়ে৷ তারপর খাড়াইটা পার হলেই সামনে এক বিস্তার, ফ্যান্টাস্টিক, দৃশ্যটা খুলে যায়, মনে হয় যেন উড়ছি....দুনিয়াটা হাতের মুঠোয়!''

ইউরোপের দীর্ঘতম জিপলাইনে চড়তে প্রতিবার লাগে ৫০ ইউরোর বেশি৷ তা সত্ত্বেও জিপলাইন অপারেটররা জানেন, যে একবার জিপলাইনে চড়েছে, সে চিরকাল জিপলাইনিং করতে চাইবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ