একদিক থেকে চিন্তা করলে বিষয়টি ইতিবাচক৷ কারণ শিশু পর্নোগ্রাফি রোধে এবার অত্যন্ত সক্রিয় গুগল৷ এমনকি কেউ তাঁর নিজস্ব জিমেলে সেরকম কিছু লুকিয়ে রাখলে, সেটাও পুলিশকে জানিয়ে দিচ্ছে প্রতিষ্ঠানটি৷ তবে অন্যদিকে এ নিয়ে উদ্বেগও রয়েছে৷
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হিউস্টনে এক হোটেল কর্মীর সম্পর্কে শিশু নিখোঁজ এবং নিগ্রহ প্রতিরোধ বিষয়ক মার্কিন সংস্থা এনসিএমইসিকে তথ্য জানিয়েছিল গুগল৷ ৪১ বছর বয়সি হেনরি স্কিলার্ন তাঁর জিমেইল অ্যাকাউন্টে শিশু পর্নো লুকিয়ে রেখেছিলেন৷ গোয়েন্দাদের পক্ষে এটা জানা সম্ভব ছিল না৷ তবে গুগলের পক্ষে সম্ভব ছিল৷ আর গুগল সেই তথ্য খুঁজে নিয়ে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে৷
গুগলের এই উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছে৷ হিউস্টনের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গোয়েন্দা ডেভিড নেটেলস জানিয়েছেন, স্কিলার্ন এমন জায়গায় তথ্য লুকিয়েছিল যা তাঁর পক্ষে খুঁজে পাওয়া সম্ভব ছিল না৷ গুগল এক্ষেত্রে সহায়তা করায় অপরাধী ধরা সহজ হয়েছে৷
সাইবার নিরাপত্তা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ভাইরাস বুলেটিন-এর কর্মকর্তা জন হাওয়েস এই বিষয়ে বলেন, ‘‘এই ঘটনার শেষটা সুন্দর৷ একজন খারাপ লোক অপরাধ করেছে এবং ধরা পড়েছে৷''
আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-র হিসাব অনুযায়ী, বিশ্বের প্রায় ১৬ কোটি ৮০ লাখ শিশু-কিশোরকে খনি, কারখানা ও কৃষিখাতের বিভিন্ন চরম প্রতিকূল পরিবেশে কাজ করতে বাধ্য করা হয়৷
ছবি: AFP/Getty Images১৯৯৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও-র সদস্য রাষ্ট্রগুলো একটি কনভেনশনে স্বাক্ষর করে৷ সেখানে ১৮ বছরের কমবয়সি শিশু-কিশোরদের শ্রমিক কিংবা যৌনকর্মী হিসেবে কাজ করানোর বিষয়টি নিষিদ্ধ করা হয়৷
ছবি: imago/Michael Westermannভারতের তামিলনাড়ু রাজ্যে তোয়ালে তৈরির কারখানায় কাজ করে এই শিশুটি৷ আইএলও-র হিসাবে এশিয়ায় প্রায় সাত কোটি ৮০ লাখ শিশু কাজ করছে৷ অর্থাৎ ৫ থেকে ১৭ বছর বয়সি শিশু-কিশোরের প্রায় ১০ শতাংশ কাজেকর্মে নিয়োজিত৷
ছবি: imago/imagebrokerলেখাপড়ার পরিবর্তে এই শিশুটি ইট তৈরি করছে৷ চরিম দরিদ্রতার কারণে ভারতের অনেক পরিবার তাদের শিশুদের কাজে পাঠিয়ে থাকে৷ দিন প্রতি মাত্র ৮০ সেন্ট, অর্থাৎ প্রায় ৬৫ বাংলাদেশি টাকা পায় তারা৷ এ জন্য তাদের কমপক্ষে ১০ ঘণ্টা কাজ করতে হয়৷
ছবি: imago/Eastnewsভারতের সবশেষ আদমশুমারি অনুযায়ী, দেশটিতে প্রায় এক কোটি ২৬ লাখ শিশু-কিশোর শ্রমিক হিসেবে কাজ করছে৷ তারা পণ্য বিক্রি থেকে শুরু করে রান্না করা, রেস্টুরেন্ট পরিষ্কার করা – সব কাজই করে৷ এমনকি ইট কাটা, মাঠে তুলা তোলা ইত্যাদি কাজও করে থাকে শিশুরা৷
ছবি: imago/imagebroker২০১৩ সালে প্রকাশিত আইএলও-র একটি প্রতিবেদন বলছে, বিশ্বের শিশু শ্রমিকদের প্রায় অর্ধেক বিপজ্জনক পরিবেশে কাজ করে৷ তাদের অধিকাংশকেই কোনোরকম চুক্তিপত্র ও চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা ছাড়াই কাজ করতে হয়৷
ছবি: AFP/Getty Imagesজাতিসংঘের শিশু কল্যাণ সংস্থা ইউনিসেফ-এর হিসাবে, বাংলাদেশের প্রায় ৫০ লক্ষ শিশু-কিশোর তৈরি পোশাক কারখানায় কাজ করে৷
ছবি: imago/Michael Westermannকম্বোডিয়ায় স্কুল পড়ুয়া শিশু-কিশোরের সংখ্যা অনেক কম৷ বেশিরভাগই তাদের মা-বাবার সঙ্গে কাজ করে৷ এছাড়া হাজার হাজার শিশু রাস্তায় বাস করে কম্বোডিয়ায়৷ এই যেমন এই শিশুটি৷
ছবি: picture-alliance/dpa২০০০ সালের পর বিশ্বব্যাপী শিশু শ্রমিকের সংখ্যা কমলেও এশিয়ার অনেক দেশ যেমন বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, কম্বোডিয়া ও মিয়ানমারে পরিস্থিতির এখনও ততটা উন্নতি হয়নি৷
ছবি: AFP/Getty Images
তবে ব্যাপারটি অন্যভাবে দেখারও সুযোগ রয়েছে বলে মনে করেন জন হাওয়েস৷ বিশেষ করে গুগল তার ব্যবহারকারীদের তথ্য কতটা ঘাটাঘাটি করছে সেটা নিয়ে আবার নতুন করে ভাবতে হচ্ছে৷
এটা আগে থেকেই জানা যে, গুগল বিজ্ঞাপন সাজাতে ব্যবহারকারীদের পছন্দ, অপছন্দের বিষয়গুলোর খোঁজ রাখে৷ কিন্তু তাই বলে কি তারা ব্যক্তিগত তথ্যও ঘাটবে? গুগলের এক মুখপাত্র অবশ্য জানিয়েছেন, শুধুমাত্র শিশুদের যৌন নিগ্রহ থেকে বাঁচাতে এসংক্রান্ত তথ্য নিরাপত্তা কর্তৃপক্ষকে জানায় প্রতিষ্ঠানটি৷ এমনকি এ ধরনের ‘কন্টেন্ট সাইট' থেকে দ্রুত সরিয়েও ফেলা হয়৷
তবে ই-মেল ব্যবহার করে চুরির পরিকল্পনা কিংবা এরকম অন্যান্য অপরাধের পরিকল্পনার কথা নিরাপত্তা সংস্থাকে জানায় না গুগল৷ এনসিএমইসি অপর এক ই-মেলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, শিশু নিগ্রহের তথ্য জানানোর ক্ষেত্রে ইন্টারনেটে সেবাদাতাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে৷
এআই/ডিজি (এএফপি, এপি)