1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্বাবোয়ের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়

৩০ এপ্রিল ২০২৫

চট্টগ্রাম টেস্টে ইনিংস এবং ১০৬ রানে জিম্বাবোয়েকে পরাস্ত করেছে টিম টাইগার্স। মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরি এবং ৫ উইকেটের উপর ভর করে টেস্ট সিরিজে (১-১) সমতায় ফিরেছে টাইগাররা।

জিম্বাবোয়ের সঙ্গে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ
জিম্বাবোয়ের সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে ড্র করেছে বাংলাদেশছবি: Munir Uz Zaman/AFP

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাটিং ব্যার্থতায় ৩ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে মিরাজের অলরাউন্ড নৈপুণ্য এবং সাদমান ইসলামের ব্যাটিং ও তাইজুলের বোলিং সহজ জয় এনে দেয় স্বাগতিকদের।

২য় টেস্টে সফরকারীরা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তাইজুল ইসলামের ঘূর্ণি বলে ২২৭ রানে গুটিয়ে যায় তারা।তাইজুল ইসলাম ৬ উইকেট নেন। সাদমান ইসলাম ক্যারিয়ারের ২য় টেস্ট সেঞ্চুরি তুলে নেয়ার পর মেহেদি হাসান মিরাজও এগারো চার ও ১ ছক্কায় ক্যারিয়ারে তার দ্বিতীয় টেস্ট সেঞুরি করলে ৪৪৪ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ।

ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছেন মেহেদি হাসান মিরাজছবি: Munir Uz Zaman/AFP

২১৭ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করার সঙ্গে সঙ্গেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা৷ বেন কারেন (৪৬) ছাড়া আর কেউ দাঁড়াতে না পারলে মাত্র ১১১ রানে শেষ হয় জিম্বাবোয়ের দ্বিতীয় ইনিংস৷

মেহেদি হাসান মিরাজ টেস্ট ইতিহাসের ২৬তম ক্রিকেটার হিসেবে ২০০০ রান এবং ২০০ উইকেটের কৃতিত্ব অর্জন করেন।

চট্টগ্রাম টেস্টের ম্যান অফ দ্যা ম্যাচ এবং দুই ম্যাচ সিরিজের সেরাও হয়েছেন তিনি৷

এএনএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ