জিম্বাবোয়ের বিপক্ষে বাংলাদেশের বিশাল জয়
৩০ এপ্রিল ২০২৫
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ব্যাটিং ব্যার্থতায় ৩ উইকেটে পরাজিত হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্টে মিরাজের অলরাউন্ড নৈপুণ্য এবং সাদমান ইসলামের ব্যাটিং ও তাইজুলের বোলিং সহজ জয় এনে দেয় স্বাগতিকদের।
২য় টেস্টে সফরকারীরা টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তাইজুল ইসলামের ঘূর্ণি বলে ২২৭ রানে গুটিয়ে যায় তারা।তাইজুল ইসলাম ৬ উইকেট নেন। সাদমান ইসলাম ক্যারিয়ারের ২য় টেস্ট সেঞ্চুরি তুলে নেয়ার পর মেহেদি হাসান মিরাজও এগারো চার ও ১ ছক্কায় ক্যারিয়ারে তার দ্বিতীয় টেস্ট সেঞুরি করলে ৪৪৪ রানে প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ।
২১৭ রানে পিছিয়ে থেকে ২য় ইনিংস শুরু করার সঙ্গে সঙ্গেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা৷ বেন কারেন (৪৬) ছাড়া আর কেউ দাঁড়াতে না পারলে মাত্র ১১১ রানে শেষ হয় জিম্বাবোয়ের দ্বিতীয় ইনিংস৷
মেহেদি হাসান মিরাজ টেস্ট ইতিহাসের ২৬তম ক্রিকেটার হিসেবে ২০০০ রান এবং ২০০ উইকেটের কৃতিত্ব অর্জন করেন।
চট্টগ্রাম টেস্টের ম্যান অফ দ্যা ম্যাচ এবং দুই ম্যাচ সিরিজের সেরাও হয়েছেন তিনি৷
এএনএস/এসিবি