1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্বাবোয়ের লক্ষ্য ২৬৩

২১ ফেব্রুয়ারি ২০১১

জেতার জন্য অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া ২৬৩ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমে শুরুতে বেশ বিপদের মধ্যেই পড়ে জিম্বাবোয়ে৷ তবে ইতোমধ্যে ৩৯ ওভারে ৭ উইকেটে ১৫১ রান করেছে জিম্বাবোয়ে৷

ছবি: AP

ভারতের আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে চলছে বিশ্বকাপ ক্রিকেটের আজকের এই খেলা৷ জিম্বাবোয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া৷ ৬ উইকেটে ২৬২ রান করে তাঁরা৷

শুরুর দিকে অস্ট্রেলিয়ার ওভার প্রতি রান তোলার হার ছিলো ২.৫৷ পরে এই হার গড়ায় ৫'এ৷

উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিন ১৮ ওভার ৫ বলে ৬১ রান করেন৷

প্রসপার উতসেয়া'র বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়েন ব্রাড হাডিন৷ তিনি করেন ২৯ রান৷ তাঁর ৬৬ বলের ইনিংসে তিনটি চার রয়েছে৷ ব্যক্তিগত ৭৯ রানে গ্রায়েম কেমা'র বলে এলবিডব্লিউ হন শেন ওয়াটসন৷ ততক্ষন দলের রান পৌঁছায় ১০৪ এ৷ অন্যদিকে রান আউট হয়ে বিদায় নেন অধিনায়ক রিকি পন্টিং৷ ক্লার্ক ৫৫ বলে করেন ৫৮ রান৷ ডেভিস হাসি ৮ বলে ১৪ এবং স্টিভ মিথ ৪ বলে ১১ রান করেন৷ মিচেল জনসন অপরাজিত ৭ করলে আড়াইশ ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়ার রান৷

অন্যদিকে জিম্বাবোয়ের চার্লস কভেন্ট্রি ১৪ রানে, তাতেন্দা তাইবু ৭ রানে, ব্রেন্ডন টেইলর ১৬ রানে এবং ক্রেইগ ইরভিন শূন্য রানে মাঠ থেকে বিদায় নিয়েছেন৷ ১৪ রানে বিদায় নিয়েছেন এলটন চিগুম্বুরা৷ আর শন উইলিমস ২৮ এবং ৬ রানে বিদায় নেন রেগিস চাকাবখা৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ