1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে ধর্মঘট

২ সেপ্টেম্বর ২০২৪

ছয়জন জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েলে বিশাল প্রতিবাদ-বিক্ষাভ হয়েছে৷ সোমবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ হামাসের সঙ্গে অস্ত্রবিরতি ও জিম্মিদের মুক্তির জন্য চাপ বাড়ছে৷

সরকার-বিরোধী প্রতিবাদ-বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো মানুষ
সরকার-বিরোধী প্রতিবাদ-বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো মানুষছবি: Jack GUEZ/AFP

গাজায় সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ছয়জনের মৃতদেহ উদ্ধারের পর রোববার ইসরায়েল জুড়ে বিশাল সরকার-বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ দেখা গেছে৷ হামাসের সঙ্গে অস্ত্রবিরতির মাধ্যমে অবশিষ্ট পণবন্দিদের মুক্তির ক্ষেত্রে সরকারের ব্যর্থতার কারণে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ছে৷ ইসরায়েলি সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী জেরুসালেম, তেল আভিভ ও অন্যান্য শহরে কমপক্ষে প্রায় পাঁচ লাখ মানুষ পথে নেমেছিলেন৷ জেরুসালেম শহরে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনেও মানুয বিক্ষোভ দেখিয়েছেন৷ শ্রমিক নেতারা সোমবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন৷

ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমান অনুযায়ী, হামাসের কাছে এখনো ১০১ জন জিম্মি আটক রয়েছেন৷ তাদের প্রায় এক-তৃতীয়াংশ সম্ভবত মারা গেছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও একাধিক আঞ্চলিক শক্তির জোরালো উদ্যোগ সত্ত্বেও এখনো ইসরায়েল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতি ও পণবন্দিদের মুক্তির লক্ষ্য অর্জন করা সম্ভব হয়নি৷ তারই মাঝে গাজার দক্ষিণে রাফা শহরের এক সুড়ঙ্গের মধ্যে ছয় জন পণবন্দির মৃতদেহ উদ্ধারের ঘটনার জের ধরে ইসরায়েলে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে৷ এক ফরেনসিক পরীক্ষা অনুযায়ী সন্ত্রাসবাদীরা তাদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে৷

দেশে-বিদেশে প্রবল চাপ সত্ত্বেও প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রায় ১১ মাস পরেওগাজায় যুদ্ধ বন্ধ করার কোনো লক্ষণ দেখাচ্ছেন না৷ ইসরায়েলের উপর হামলা ও পণবন্দি নাটকের সব দায়িত্বপ্রাপ্তদের না ধরা পর্যন্ত তিনি কোনো বিরতির সম্ভাবনা দেখছেন না৷ তার মতে, যারা জিম্মিদের হত্যা করে তারা মোটেই কোনো রফা চায় না৷ উল্লেখ্য, নেতানিয়াহুর অবস্থানের বিরোধিতা করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টও হামাসের সঙ্গে বোঝাপড়ার পক্ষে সওয়াল করছেন৷

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে রাজনীতি জগত উত্তাল৷ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন-ইসরায়েলি পণবন্দি গোল্ডবার্গ-পলিন ও অন্যান্যদের মৃত্যু সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন৷ বাইডেন বলেন, হামাসের নেতাদের এই অপরাধের মূল্য চোকাতে হবে৷ বাকি পণবন্দিদের মুক্তির লক্ষ্যে মার্কিন প্রশাসন অবিরাম কাজ করছে বলে তিনি আশ্বাস দেন৷ বাইডেন বলেন, তিনি এখনো অস্ত্রবিরতির সম্ভাবনা সম্পর্কে আশাবাদী৷ ওয়াশিংটন পোস্ট সংবাদপত্রের সূত্র অনুযায়ী, মার্কিন প্রশাসন হামাসের কাছে বোঝাপড়ার ‘শেষ সুযোগ' রাখতে চলেছে৷

হামাস অস্ত্রবিরতির ক্ষেত্রে বোঝাপড়ায় অস্বীকার করায় ইসরায়েলকেই পণবন্দিদের মৃত্যুর জন্য দায়ী করছে৷ হামাসের কর্মকর্তা সামি আবু জুহরি সংবাদ সংস্থা রয়টার্সের কাছে এমন মন্তব্য করে বলেন, ইসরায়েলের মানুষকে নেতানিয়াহু ও বোঝাপড়ার মধ্যে কোনো একটিকে বেছে নিতে হবে৷ হামাসের প্রধান মধ্যস্থতাকারী খালিল আল-হাইয়া আল-জাজিরা টেলিভিশনকে বলেছেন, ইসরায়েল গাজা থেকে পুরোপুরি সরে না গেলে কোনোরকম বোঝাপড়া সম্ভব নয়৷

এসবি/জেডএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ