1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিম্মি সময়ের অভিজ্ঞতা নিয়ে ইনগ্রিড বেতঁকুর’এর বই

২১ সেপ্টেম্বর ২০১০

কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী ইনগ্রিড বেতঁকুর’এর নাম আবারো সংবাদ শিরোনামে৷ ছয় বছর ধরে বামপন্থি ফার্ক বিদ্রোহীদের হাতে জিম্মি ছিলেন তিনি৷

ইনগ্রিড বেতঁকুরছবি: AP

এরপর নাটকীয়ভাবে মুক্তি পান ২০০৮ সালে৷ ভেনেজুয়েলার কাছাকাছি এক গভীর জঙ্গল থেকে তিনি এবং তাঁর আরও কয়েক সঙ্গীকে উদ্ধার করা হয়৷

এবার সেই বন্দি জীবনের নানা কথা নিয়ে বই লিখেছেন তিনি৷ আজ-কালের মধ্যে যুক্তরাষ্ট্র, কলম্বিয়া এবং ফ্রান্স থেকে একযোগে প্রকাশিত হবে বইটি৷ বইটির নাম ‘ইভেন সাইলেন্স হ্যাজ এন এন্ড৷'

২০০২ সালে তিনি যখন তাঁর দেশের প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, তখনই এক প্রত্যন্ত অঞ্চল থেকে তাঁকে উঠিয়ে নিয়ে গিয়েছিল ফার্ক গেরিলারা৷ হয়েছিলেন জিম্মি৷

আগেই বলেছি তিনি বন্দি ছিলেন ৬ বছর৷ আর এই নতুন বইটি লিখতে তিনি সময় নিয়েছেন দেড় বছর৷ সাতশ পৃষ্ঠার এই বই এর পরতে পরতে লেখা তাঁর সেই সময়ের প্রতিচ্ছবি৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বইতে কেবল বন্দিদশার নয়, সে সময়ের রাজনীতি নিয়েও কথা বলেছেন তিনি৷ বলেছেন, তাঁর প্রচারণা ব্যবস্থাপক সম্পর্কেও৷ রয়েছে তাঁর সঙ্গে যে সকল জিম্মি ছিলেন, তাদের সম্পর্কেও নানা কথা-বার্তা৷ তবে তাঁর বই নিয়ে ইতিমধ্যে বেশ সমালোচনা উঠেছে বলেও জানা গেছে৷

প্রকাশনা প্রতিষ্ঠানের আশা, এই বইটি হবে বহুল পঠিত এবং বেস্ট সেলার৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ