1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জিরো ডার্ক থার্টি’

২৩ মে ২০১২

আল কায়েদার নিহত নেতা ওসামা বিন লাদেনকে নিয়ে ছবি করার সিদ্ধান্ত নিয়েছে হলিউড৷ তাতে পূর্ণ সহায়তা করবে ওবামা প্রশাসন৷ হলিউডের দুজন চিত্রনির্মাতাকে সব ধরণের তথ্য দেবে হোয়াইট হাউস৷

ছবি: dapd

গত বছরের মে মাসে পাকিস্তানের আবোটাবাদে ওসামা বিন লাদেনকে মার্কিন নেভি সিল কমান্ডো বাহিনী হত্যা করে৷ জুডিশিয়াল ওয়াচ জানিয়েছে যে, প্রায় ১৫৩ পাতার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় – পেন্টাগন থেকে এবং ১১৩ পাতার আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে সিআইএ-র পক্ষ থেকে৷ এই প্রতিবেদনগুলোতে বেশ কিছু অজানা তথ্য রয়েছে এবং এই প্রতিবেদনগুলো দেয়া হবে চিত্রনির্মাতাদের হাতে৷ কারণ এই প্রতিবেদনে যা রয়েছে তা এর আগে কখনো প্রকাশ করা হয়নি৷ ছবিটি যাতে বাস্তবধর্মী হয় সে কারণেই এই প্রতিবেদনগুলো দেয়া হচ্ছে৷

এছাড়া হোয়াইট হাউসের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিয়ত সাক্ষাতের সুযোগ পাবেন চিত্রনির্মাতারা৷ যারা নেভি সিল-এর সদস্য ছিলেন, যারা সেই সময়ে আবোটাবাদে অপারেশনে অংশগ্রহণ করেছিলেন, তাদের সঙ্গেও একান্তে কথা বলার সুযোগ পাবেন চিত্রনির্মাতারা৷

কে এই দুই চিত্রনির্মাতা? একজন হচ্ছেন ‘দ্যা হার্ট লকার' ছবির পরিচালক ক্যাথরিন বিগেলো৷ হলিউডের প্রথম মহিলা, যিনি শ্রেষ্ঠ ছবির জন্য অস্কার পান৷ অন্যজন হলেন মার্ক বোল৷ তিনি ‘দ্যা হার্ট লকার'-এর চিত্রনাট্য তৈরি করেছিলেন৷

ওসামা বিন লাদেনকে নিয়ে তৈরি ছবির নাম ‘জিরো ডার্ক থার্টি'৷ তবে ছবিটি নভেম্বরের আগেই প্রকাশ পাওয়া নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে৷ নিউ ইয়র্ক টাইমসের একজন কলামনিস্ট জানান, ‘‘রাষ্ট্রপতি নির্বাচনের আগেই এই ছবি দর্শকদের সামনে হাজির করা হচ্ছে ডেমোক্র্যাটদের একটি চাল৷'' পরে জানা গেছে যে ডিসেম্বর মাসের ১৯ তারিখে ছবিটি অ্যামেরিকার বিভিন্ন প্রেক্ষাগৃহে আসবে৷

তবে পেন্টাগন এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে যে সব তথ্য দেয়া হবে তা পুরোটাই সত্যি৷ ঘটেনি এমন কোন তথ্য ছবি তৈরির স্বার্থে দেয়া হবে না৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার (রয়টার্স)

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ