1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিলহজের চাঁদ দেখা গেছে, ২৯ জুন ঈদ

১৯ জুন ২০২৩

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে৷ সেই হিসাবে আগামী ২৯ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে৷

Bangladesch Eid al-Fitr
২৯ জুন বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা৷ ফাইল ছবি৷ছবি: Munir Uz Zaman/AFP

সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ সিদ্ধান্ত এসেছে৷

জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন সংস্থা থেকে পাওয়া তথ্য ও প্রতিবেদনের মূল্যায়নের পরে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে৷

নতুন চাঁদ দেখার মাধ্যমে হিজরি জিলহজ মাস শুরু হয়৷ এই মাসে পবিত্র হজ পালন করা হয়। আর ১০ তারিখে উদযাপিত হয় ঈদুল আজহা৷

এর আগে রোববার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৮ জুন সে দেশে ঈদুল আজহা পালনের ঘোষণা দেয়া হয়৷

চাঁদ দেখা সাপেক্ষে জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা পালিত হয়। এবার মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইতেও ২৯ জুন ঈদুল আজহা পালিত হবে। তবে সৌদি আরবে ঈদ উদযাপিত হবে ২৮ জুন৷

ঈদুল আজহা বেশি পরিচিত কোরবানির ঈদ নামে৷ পশু কোরবানির মাধ্যমে মনের পশুকে দূর করার ব্রত নিয়ে ইসলামধর্মাবলম্বীরা এই ঈদ উদযাপন করে থাকেন৷

জেকে/দ্য ডেইলি স্টার

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ