1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাপের মুখে আইএস

২৯ ডিসেম্বর ২০১৫

তথাকথিত ইসলামিক স্টেট-এর সময়টা ভালো যাচ্ছে না৷ অনেক জমি হারানোর পাশাপাশি ইরাকের রামাদি শহর হাতছাড়া হয়ে গেছে৷ আল-বাগদাদির অডিও বার্তা নিয়ে মশকরা করছেন অনেক মুসলিম টুইটার ব্যবহারকারী৷

ছবি: Reuters

সপ্তাহান্তেই ইরাকের রামাদি শহর হাতছাড়া হয়ে গিয়েছিল৷ এবার কুর্দিদের সাহায্য নিয়ে উত্তরের মোসুল শহরও আইএস-মুক্ত করার উদ্যোগ শুরু করছে ইরাকের সরকার৷ ইরাকের অর্থমন্ত্রী হোশিয়ার জেবারি এ বিষয়ে সরকারের পরিকল্পনা পেশ করেছেন৷

ইরাকের প্রধানমন্ত্রী ২০১৬ সালে ইরাককে সম্পূর্ণ আইএস মুক্ত করার অঙ্গীকার করেছেন৷

বন্দি, ক্রীতদাস – বিশেষ করে নারীদের প্রতি আচরণের ‘নির্দেশিকা' সংক্রান্ত ফতোয়া প্রকাশ করে নিজেদের বিকৃত মানসিকতার আরও এক দৃষ্টান্ত তুলে ধরেছে আইএস৷ তাতে কীভাবে ধর্ষণ করতে হবে, তারও বিস্তারিত বর্ণনা রয়েছে৷

আইএস-এর সর্বোচ্চ নেতা আবু বকর আল-বাগদাদি সম্প্রতি এক অডিও বার্তায় সৌদি আরবে বিপ্লবের ডাক দিয়েছিলেন৷ আইএস-বিরোধী জোটেরও নিন্দা করেন তিনি৷ সেইসঙ্গে ইসরায়েলের উপর হামলার হুমকিও শোনা গেছে আল-বাগদাদির কণ্ঠে৷ একই নামের এক মানবাধিকার কর্মী সেই বার্তার সংক্ষিপ্ত সারমর্ম টুইটারের মাধ্যমে তুলে ধরেছিলেন৷

এমন প্রচারণার জবাবে ঘৃণার বদলে হাস্যরস, শ্লেষ ও মশকরা দেখিয়েছেন অনেক মুসলিম টুইটার ব্যবহারকারী৷ আইএস-এর হিংসাত্মক ও বিকৃত ভাবাদর্শের প্রতি চরম তাচ্ছিল্য দেখিয়েছেন তাঁরা৷ জার্মানির ‘ডেয়ার স্পিগেল' পত্রিকা সহ কিছু সংবাদ মাধ্যম এই সব টুইট তুলে ধরেছে৷ কেউ লিখেছে, জিহাদের জন্য সময় নেই৷ কারণ তারা আপাতত টেলিভিশনে ছবি দেখতে ব্যস্ত৷

খুনি বিকৃতমনস্কদের সঙ্গের তুলনায় স্টার ওয়ার্স চলচ্চিত্র সিরিজের আগামী ছবিগুলি দেখা কারো জন্য বেশি গুরুত্বপূর্ণ৷

একজন লিখেছে, পোষা মাছকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে৷

কেউ আবার ফুটবল ম্যাচ নিয়ে চরম ব্যস্ত৷

একজন লিখেছে, পরের সপ্তাহে কলেজ শুরু হচ্ছে, তাই জিহাদে যোগ দেবার সময় নেই৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ