1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আপনি তো মেজর আর আমরা মাইনর’

২৬ মার্চ ২০১৩

একাত্তরে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জোগানোয় বড় ভূমিকা রেখেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র৷ তার গড়ে ওঠা মুশতারি শফির বাড়িতেই৷ সেই থেকে দেশ স্বাধীন হওয়া পর্যন্ত তিনি পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা৷

ছবি: National Monument of Savar

ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে মুশতারি শফি বলেছেন পরিবারের ৩ সদস্য হারানোসহ অনেক কথা৷ ২৬শে মার্চ প্রতি বছর তাঁকেও ফিরিয়ে নেয় বাংলাদেশের ইতিহাসের খুব তাৎপর্যপূর্ণ কিছু ঘটনায়৷ ঘটনাগুলোতে তিনি, তাঁর পরিবার অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে৷ জড়িয়ে হারিয়েছেন স্বামী, ভাই আর বোনের স্বামীকে৷ হারানোর বেদনাটা বড় বেশি বাজে যু্দ্ধাপরাধীদের বিচার এখনো না হওয়ায়৷ এ নিয়ে কথা বলার আগে মুশতারি শফি খুলেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিয়ে স্মৃতির ঝাঁপি৷ স্বামী হারিয়ে সাত সন্তানকে নিয়ে জীবনসংগ্রামের পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রাখার প্রতিটি ধাপ উঠে এসেছে এক এক করে৷ দেখতে দেখতেই হয়ে গেছে দীর্ঘ এক সাক্ষাৎকার৷ অজানা অনেক কথাই মন খুলে বলেছেন জরুরি ভিত্তিতে নেয়া এই টেলিফোন সাক্ষাৎকারে৷

[No title]

This browser does not support the audio element.

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন৷ বঙ্গবন্ধুর হয়েই দিয়েছিলেন কিনা – এ বিতর্কে বেগম মুশতারি শফির বক্তব্যও এখানে আছে৷ তবে সেই বক্তব্য থেকে বেরিয়ে এসেছে একটা মজার তথ্য৷ অনেকেই হয়ত জানেন না, স্বাধীনতার ঘোষণা পাঠ করার অনুরোধ জানাতে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতাকে কৌতুক করে বলা হয়েছিল, ‘‘আপনি তো মেজর আর আমরা মাইনর...৷'' যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেও এমন রসিকতা? ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রামের সাবেক সভানেত্রী মুশতারি শফি জানালেন ৪২ বছর আগে এমন রসিকতাকে সহাস্যে মেনে নিয়েই নাকি ঘোষণাপত্রটি পাঠ করেছিলেন জিয়াউর রহমান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ