1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিয়ার নিঃশব্দ বিদায়

৪ জুন ২০১৩

‘‘কী! জিয়া খান? খবরটা কি সত্যি? অবিশ্বাস্য! ’’ টুইটারে লিখেছেন অমিতাভ বচ্চন৷ তাঁর সঙ্গে ‘নিঃশব্দ’ ছবিতে অভিনয় করে আলোচিত জিয়া খান আর নেই – নিজের মেয়ের চেয়েও কম বয়সি অভিনেত্রীর আকস্মিক বিদায়ে তিনি বিস্মিত, বিমূঢ়!

FILE- In this Dec. 19, 2008 file photo, Bollywood actress Jiah Khan smiles during a promotional event of her forthcoming Hindi movie 'Ghajini' in Bangalore, India. Police said that Khan was found dead at her home in Mumbai late Monday, June 3, 2013. Khan began her career in Mumbai's film industry in the 2007 Hindi film "Nishabd" in which she portrayed a teenager in love with her best friend's father, played by Bollywood superstar Amitabh Bachchan. (AP Photo/Aijaz Rahi, file)
ছবি: picture alliance/AP Photo

সোমবার মাঝ রাতে মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে জিয়া খানের নিথর দেহ৷ বয়স মাত্র ২৫৷ বেঁচে থাকলে বলিউডে আরো কিছু ভালো কাজ রেখে যেতে পারতেন এমন আশা জাগিয়েছিলেন ২০০৭ সালেই, ‘নিঃশব্দ' ছবিতে অমিতাভের সঙ্গে তাঁর অসম বয়সের প্রেমে সাহসী অভিনয় দীর্ঘদিন মনে রাখার মতো৷

৬ বছর না যেতে নিউইয়র্কে জন্ম নেয়া সেই অভিনেত্রীর আকস্মিক বিদায়ের খবরে বলিউডে নেমেছে শোকের ছায়া৷ অমিতাভ বচ্চন, সোনম কাপুর, অক্ষয় কুমার, বিপাশা বসু – সামাজিক যোগাযোগের মাধ্যমে শোক জানানো তারকা অভিনেত্রীদের তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে!

জিয়ার আরেকটি উল্লেখযোগ্য ছবি ‘গজনি'৷ সেখানে অবশ্য নাম ভূমিকায় ছিলেন না, তবে সুপারস্টার আমির খানের সুপারহিট এ ছবিতে পার্শ্ব অভিনেত্রী হিসেবে তাঁর উপস্থিতিও সবার নজর কেড়েছে৷ নিউইয়র্কে জন্ম, তারপর লন্ডনে বেড়ে ওঠা নাফিসা খান নাম বদলে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছিলেন বড় অভিনেত্রী হতে, বড় কম বয়সে বিদায় সেই লক্ষ্য থেকে তাঁকে অনেক দূরে নিয়ে গেল!

পুলিশের ধারণা, ২০১১ সালে ‘হাউসফুল' ছবিতে সর্বশেষ অভিনয় করা জিয়া আত্মহত্যা করেছেন৷ ঠিক ২০ বছর আগে অভিনেত্রী দিব্যা ভারতীর আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছিল চলচ্চিত্র জগতে৷ মাত্র ১৯ বছর বয়সে মারা যাওয়া দিব্যার মৃত্যু এখনো রহস্যে ঘেরা৷

এসিবি/এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ