‘‘কী! জিয়া খান? খবরটা কি সত্যি? অবিশ্বাস্য! ’’ টুইটারে লিখেছেন অমিতাভ বচ্চন৷ তাঁর সঙ্গে ‘নিঃশব্দ’ ছবিতে অভিনয় করে আলোচিত জিয়া খান আর নেই – নিজের মেয়ের চেয়েও কম বয়সি অভিনেত্রীর আকস্মিক বিদায়ে তিনি বিস্মিত, বিমূঢ়!
বিজ্ঞাপন
সোমবার মাঝ রাতে মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে জিয়া খানের নিথর দেহ৷ বয়স মাত্র ২৫৷ বেঁচে থাকলে বলিউডে আরো কিছু ভালো কাজ রেখে যেতে পারতেন এমন আশা জাগিয়েছিলেন ২০০৭ সালেই, ‘নিঃশব্দ' ছবিতে অমিতাভের সঙ্গে তাঁর অসম বয়সের প্রেমে সাহসী অভিনয় দীর্ঘদিন মনে রাখার মতো৷
পঁচিশেই চলে গেলেন বলিউড নায়িকা জিয়া খান
মাত্র ২৫ বছর বয়সেই চির বিদায় নেন এই তারকা৷
ছবি: picture-alliance/dpa
পঁচিশেই বিদায়
১৯৮৮ সালের বিশ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্ম তাঁর৷ নাম নাফিসা খান, তবে বলিউডে পরিচিত জিয়া খান নামে৷ এই নায়িকার মরদেহ সোমবার তাঁর মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa
দিল সে...
১৯৯৮ সালে শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিষেক ঘটে জিয়া খানের৷ মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও লন্ডনে বেড়ে ওঠেন তিনি৷
ছবি: picture-alliance/dpa
নিঃশব্দ
নায়িকা হিসেবে বলিউডে জিয়ার যাত্রা শুরু ‘নিঃশব্দ’ ছবির মাধ্যমে৷ অসম বয়সি দুই নরনারীর প্রেমের কাহিনী নিয়ে নির্মিত এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চন৷
ছবি: picture-alliance/dpa
‘কী! জিয়া খান?’
জিয়ার মৃত্যুর খবরের প্রতিক্রিয়া অমিতাভ টুইটারে লিখেছেন, ‘কী! জিয়া খান? খবরটা কি সত্যি? অবিশ্বাস্য!’ নিঃশব্দ ছবিটি নানা বিতর্কের জন্ম দিলেও জিয়ার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
সম্মাননা
নিঃশব্দ ছবিতে অভিনয়ের জন্য ২০০৭ সালে ‘ফিল্মফেয়ার বেস্ট ফিমেল ডেব্যু অ্যাওয়ার্ড’ জয় করেন জিয়া৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সোনম কাপুর, অক্ষয় কুমার, বিপাশা বসুসহ অনেক তারকা৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই বিষয়ে মন্তব্য করেছেন অনেকে৷
ছবি: picture-alliance/dpa
নামজাদা তারকাদের সঙ্গে জিয়া
নিঃশব্দ ছবির পর ‘গজনি’ ছবিতে অভিনয় করেন জিয়া খান৷ এই ছবিতে তাঁর সঙ্গে ছিলেন আমির খান৷ সর্বশেষ হাউসফুল ছবিতে তাঁকে দেখা গেছে অক্ষয় কুমারের বিপরীতে৷ আরো কয়েকটি ছবির জন্য চুক্তিবদ্ধ হন তিনি৷
ছবি: Twitter
সুবিধা জনক অবস্থান
অল্প সময়ে বলিউডের একাধিক নামী নায়ক, অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পান জিয়া৷ এর ফলে বলিউডে দ্রুত সুবিধাজনক অবস্থান তৈরিতে সক্ষম হন তিনি৷ তবে ক্যারিয়ারে ধারাবাহিকতার ঘাটতি ছিল তাঁর৷
ছবি: picture alliance/AP Photo
কেন এই মৃত্যু?
পুলিশের ধারণা, সম্ভবত আত্মহত্যা করেছেন জিয়া খান৷ তাঁর নিকটজনদের বরাতে গণমাধ্যম জানাচ্ছে, ব্যক্তিগত বিভিন্ন কারণে হতাশায় ভুগছিলেন জিয়া৷ উল্লেখ্য, এর আগে মাত্র ১৯ বছর বয়সে মারা যান বলিউড অভিনেত্রী দিব্যা ভারতী৷ তাঁর মৃত্যুর কারণ এখনো রহস্যে ঘেরা৷
ছবি: AP
8 ছবি1 | 8
৬ বছর না যেতে নিউইয়র্কে জন্ম নেয়া সেই অভিনেত্রীর আকস্মিক বিদায়ের খবরে বলিউডে নেমেছে শোকের ছায়া৷ অমিতাভ বচ্চন, সোনম কাপুর, অক্ষয় কুমার, বিপাশা বসু – সামাজিক যোগাযোগের মাধ্যমে শোক জানানো তারকা অভিনেত্রীদের তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে!
জিয়ার আরেকটি উল্লেখযোগ্য ছবি ‘গজনি'৷ সেখানে অবশ্য নাম ভূমিকায় ছিলেন না, তবে সুপারস্টার আমির খানের সুপারহিট এ ছবিতে পার্শ্ব অভিনেত্রী হিসেবে তাঁর উপস্থিতিও সবার নজর কেড়েছে৷ নিউইয়র্কে জন্ম, তারপর লন্ডনে বেড়ে ওঠা নাফিসা খান নাম বদলে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু করেছিলেন বড় অভিনেত্রী হতে, বড় কম বয়সে বিদায় সেই লক্ষ্য থেকে তাঁকে অনেক দূরে নিয়ে গেল!
পুলিশের ধারণা, ২০১১ সালে ‘হাউসফুল' ছবিতে সর্বশেষ অভিনয় করা জিয়া আত্মহত্যা করেছেন৷ ঠিক ২০ বছর আগে অভিনেত্রী দিব্যা ভারতীর আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছিল চলচ্চিত্র জগতে৷ মাত্র ১৯ বছর বয়সে মারা যাওয়া দিব্যার মৃত্যু এখনো রহস্যে ঘেরা৷