1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার জামিন বহাল

১৮ জানুয়ারি ২০১২

শিগগিরই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল৷ তিনি বলেছেন, মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত৷

বেগম খালেদা জিয়াছবি: DW

বেগম খালেদা জিয়া মঙ্গলবার নিম্ন আদালতে হাজির হয়ে হাইকোর্টের জামিননামা দাখিল করছেন৷ আদালত তার জামিন বহাল রেখেছেন৷ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া ৮ই ডিসেম্বর হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান৷ সোমবার দুদক খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে এই মামলায় চার্জশিট দেয়৷ তার পরদিন মঙ্গলবার খালেদা জিয়া ঢাকা মহানগর হাকিম শাহাদাত হোসেনের আদালতে হাজির হন হাইকোর্টের জামিননামা দাখিল করতে৷ খালেদা জিয়ার সঙ্গে ছিলেন সিনিয়র আইনজীবী এবং দলের সিনিয় নেতারা৷ আর আদালত চত্বরে আগে থেকেই জড়ো হন বিপুল সংখ্যক নেতা-কর্মী৷

শুনানির পর ৫ হাজার টাকার মুচলেকায় খালেদা জিয়ার জামিননামা গ্রহণ করেন মহানগর হাকিম আদালত৷ খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ দাবি করেন, এই মামলাটি দুর্নীতি দমন আইনে চলতে পারেনা৷

আদালত এলাকায় উপস্থিত বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারা আইনগত এবং রাজনৈতিকভাবে এই মামলার মোকাবেলা করবেন৷

এদিকে দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল জানিয়েছেন, শিগগিরই এই মামলায় খালেদা জিয়াসহ ৪ জনের বিচার শুরু হবে৷বিশেষ জজ আদালতে মামলার বিচার হবে৷

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় উচ্চ আদালত থেকে খালেদা জিয়ার ৮ সপ্তাহের আগাম জামিন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শেষ হবে৷ তার বিরুদ্ধে আরো ৪টি দুর্নীতির মামলার কার্যক্রম উচ্চ আদালতের নির্দেশে স্থগিত আছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ