1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জিয়া ট্রাস্টের মামলায় অভিযোগপত্র এক সপ্তাহের মধ্যে

৪ জানুয়ারি ২০১২

দুদকের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন, তদন্তে বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া সহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে৷ আর খালেদা জিয়ার আইনজীবী বলেছেন, এটি হয়রানিমূলক মামলা ছাড়া আর কিছুই নয়৷

BNP chairperson Khaleda Zia at an election rally of four party alliances at the Jimkhana ground in Narayanganj. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’this photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
বেগম খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৪ সালে জিয়া চেরিটেবল ট্রাস্টের নামে নয়াপল্টনে সাড়ে ৬ কোটি টাকার জমি কেনেন৷ এরপর ট্রাস্টের ফান্ডে মোট সোয়া ৩ কোটি টাকা জমা করা হয়৷ যার কোন বৈধ উৎস নেই বলে অভিযোগ৷ দুদক এই ঘটনায় গত বছরের আগস্টে খালেদাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করে৷ দুদকের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, তাদের তদন্তে ওই টাকার কোন বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি৷

তিনি জানান, তদন্তে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধেই অভিযোগের প্রমাণ পাওয়া গেছে৷ প্রসিকউটরের অনুমতি পাওয়া গেলেই চার্জশিট দাখিল করা হবে৷

দুদকের চেয়ারম্যান গোলম রহমান জানান, কমিশনের সভায় তদন্ত রিপোর্ট উপস্থাপনের পরই চার্জশিট দেয়া হবে৷

এদিকে খালেদা জিয়ার আইনজীবী আহসানুল করিম দাবি করেছেন, এই মামলাটি উদ্দেশ্য প্রণোদিত৷তিনি বলেন, এই মামলায় দুর্নীতির কোন উপাদান নেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ