1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জিয়া মুক্তিযোদ্ধা হত্যাকারী’

২৯ মে ২০১০

এর আগে আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে পাকিস্তানের গুপ্তচর বলে আলোচনার ঝড় তোলেন৷

ছবি: picture-alliance/ dpa

এবার তিনি জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধাদের হত্যার জন্য দায়ী করেছেন৷ শনিবার ঢাকায় যুদ্ধাপরাধ বিষয়ক এক সেমিনারে আইন প্রতিমন্ত্রী বলেন, ৭৫-এর ১৫ আগষ্টের পর কর্ণেল তাহের সহ অসংখ্য মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে৷ জিয়া তখন '৭১-এর পরাজিত শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন৷ তিনি পাকিস্তানী সেনাদের মত বাঙালী মুক্তিযোদ্ধাদের হত্যা করেছেন৷ কোন প্রকৃত মুক্তিযোদ্ধা সহযোদ্ধাদের হত্যা করতে পারে না৷

একই অনুষ্ঠানে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম বলেন, জিয়াউর রহমানের কারণেই এতদিন যুদ্ধাপরাধীদের বিচার করা যায়নি৷ বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় গিয়ে তিনি স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে অবস্থান নেন৷ তিনি দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের রেহাই দেন৷

এই দুই আওয়ামী লীগ নেতা বলেন বর্তমান সরকারের সময়েই যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে৷ তারা যুদ্ধাপরাধীদের আইনের মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণের আহবান জানান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ