1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি টোয়েন্টি আর ইউরোপ

১৯ জুন ২০১২

মেক্সিকোতে চলছে বিশ্বের সবচেয়ে উন্নত অর্থনীতির দেশগুলোর সংগঠন জি২০'র শীর্ষ সম্মেলন৷ দুদিনব্যাপী এই সম্মেলন আজ মঙ্গলবার শেষ হবে৷

ছবি: Reuters

প্রথম দিনের আলোচনায় বিশ্বনেতারা ইউরোপের ঋণসংকট নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন৷ এবং এই সমস্যার সমাধানে চটজলদি ব্যবস্থার নেয়ার জন্য ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান৷

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মনে করেন, ইউরোপের সমস্যা তাঁর দেশ সহ বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করছে৷ এমনকি এই সমস্যা তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে বাধা তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওবামা৷

তাই ইউরো সংকট মোকাবিলায় ইউরোপ কী করছে, তা নিয়ে অন্যান্যদের মতো মার্কিন প্রেসিডেন্টও বেশ চিন্তিত৷ বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে৷ বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে ওবামা ইউরোপের নেয়া পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন৷

ইউরোপের সংকটাপন্ন ইউরোছবি: picture-alliance/dpa

এছাড়া আজ মঙ্গলবার সম্মেলনের শেষ দিনে ইউরোপের নেতাদের সঙ্গে ওবামার বৈঠক হওয়ার কথা রয়েছে৷

এদিকে, বিশ্বব্যাংক, আইএমএফ সহ ইউরোপের বাইরের দেশগুলো বিশ্ব অর্থনীতির বর্তমান নাজুক পরিস্থিতির জন্য ইউরোপকে দায়ী মনে করায় হতাশা প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান জোসে মানুয়েল বারোসো৷ তিনি বলেন, বর্তমান অবস্থার শুরু ইউরোপে নয়, হয়েছিল উত্তর অ্যামেরিকায়৷ বারোসো বলেন, ‘‘সংকট মোকাবিলায় ইউরোপের কি করা উচিত তা নিয়ে বিশ্ব নেতাদের পরামর্শ নিতে আমরা এখানে (সম্মেলনে) আসিনি৷''

জি২০ সম্মেলনের প্রথম দিনে ইউরো সংকট ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আর তৃতীয়বারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভ্লাদিমির পুটিনের বৈঠকের দিকে নজর ছিল সবার৷ বৈঠক শেষে দেয়া এক বিবৃতিতে দুই নেতা সিরিয়ায় সংঘাত বন্ধের আহ্বান জানান৷

জি২০'র অন্যতম পাঁচ সদস্যরাষ্ট্র ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা আইএমএফ'এ নিজেদের কর্তৃত্ব বাড়ানোর শর্তে সংগঠনকে দেয়া তাদের অর্থের পরিমাণ বাড়ানোর অঙ্গীকার করেছে৷ চীন ইতিমধ্যে ৪৩ বিলিয়ন ডলার দেয়ার অঙ্গীকার করেছে৷

আজ সম্মেলনের শেষ দিনে একটা বিবৃতি প্রকাশ করা হবে৷ তবে এর আগে গণমাধ্যমের কাছে একটা খসড়া বিবৃতি দেয়া হয়েছে৷ তাতে, বিশ্বব্যাপী বেশি বেশি চাকরির সুযোগ তৈরি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য, সব নেতা একসঙ্গে কাজ করবেন, এমন কথা উল্লেখ করা হয়েছে৷

জেডএইচ / এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ