1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি২০-তে গিয়ে ইউক্রেনে যুদ্ধবিরতির ডাক নরেন্দ্র মোদীর

১৫ নভেম্বর ২০২২

জি২০ সম্মেলনে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা করে কূটনৈতিক পথে বিরোধ মেটানোর ডাক দিলেন নরেন্দ্র মোদী।

ইউ্রেনে যুদ্ধবিরতির ডাক দিলেন নরেন্দ্র মোদী।
জি-২০ শীর্ষ বৈঠকে যোগ দিতে বালিতে নরেন্দ্র মোদী। ছবি: Fikri Yusuf/G20 Media Center/REUTERS

জি২০ সম্মেলন এবার হচ্ছে ইন্দোনেশিয়ায়। রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন ছাড়া প্রায় সব শীর্ষনেতাই বালিতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী মোদীও বালিতে পৌঁছে আলোচনার ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর সঙ্গে একান্তে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বলে নিয়েছেন।

আর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ''আমি বারবার বলছি, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। আমাদের যুদ্ধবিরতি ও ইউক্রেনে গণতন্ত্রের পথে ফিরতে হবে। গত শতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। সেসময়ই বিশ্ব নেতারা শান্তির জন্য চেষ্টা করেছিলেন। এখন আমাদের পালা।''

তিনি বলেছেন, ''এখন শান্তির জন্য সমবেত প্রয়াস জরুরি। আমি আশা করি, পরের বছর জি২০ সম্মেলন যখন বুদ্ধ ও গান্ধীর পবিত্র ভূমিতে হবে, তখন আমরা সমবেতভাবে বিশ্বকে শান্তির বাণী শোনাতে পারব।'' এবার জি২০-র চেয়ারম্যানের পদ পাবে ভারত। পরের বছর জি২০ সম্মেলন ভারতে হবে। মোদী সেই কথাই বলেছেন।

বালিতে বিমান থেকে নামছেন প্রধানমন্ত্রী মোদী। ছবি: Fikri Yusuf/G20 Media Center/REUTERS

মোদী বিশ্বের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, তার কথা বলেছেন। সেগুলি হলো, জলবায়ু পরিবর্তন, ইউক্রেন সংঘাত, করোনা এবং বিশ্বের অর্থনীতিতে তার প্রভাব। তিনি বলেছেন, ''বিশ্বের সব জায়গায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিয়েছে। প্রতিটি দেশের গরিব মানুষের অবস্থা আরো খারাপ হয়েছে। প্রতিদিনের জীবনযাপন তাদের কাছে সংগ্রামের মতো। ''

মোদী বলেছেন, ''আমাদের এটা মেনে নিতে কোনো দ্বিধা করা উচিত নয় যে, জাতিসংঘ এই সব সমস্যার মোকাবিলায় ব্যর্থ হয়েছে। আর আমরা উপযুক্ত সংস্কার কর্মসূচি নিতে ব্যর্থ হয়েছি। তাই বিশ্ব এখন জি২০-র দিকে তাকিয়ে আছে। জি২০ এখন আরো প্রাসঙ্গিক হয়েছে।''

জিএইচ/এসজি (এনডিটিভি, পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ