রিয়াধে বৈঠকে বসার কথা ছিল জি ২০ নেতাদের। কিন্তু কোভিড প্যানডেমিকের কারণে আরও অনেক বৈঠকের মতো সেই বৈঠকও বাতিল হয়েছিল। রোববার স্থির হয়েছে, সৌদি আরবই জি২০ বৈঠকের আয়োজন করবে, তবে ভার্চুয়ালি।
আগামী ২১ এবং ২২ নভেম্বর জি ২০ বৈঠক হবে বলে সরকারি ভাবে ঘোষণা করা হয়েছে। ভার্চুয়াল সেই সভার চেয়ারপার্সন হবেন সৌদি আরবের রাজা। ঠিক হয়েছে, প্যানডেমিক সময়ে সাধারণ মানুষের স্বাস্থ্য এবং দেশগুলির অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হবে বৈঠকে। রেসোলিউশন বা প্রস্তাবও নেওয়া হবে ওই দুইটি বিষয় মাথায় রেখেই।
শুক্রবার জাপানের ওসাকায় শুরু হয়েছে জি২০ সম্মেলন৷ বড় ও দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশগুলোর জোট এটি৷ বিশ্বের মোট জিডিপির ৮৫ ভাগ এই জোটের৷ দুই তৃতীয়াংশ মানুষের বসতিও সেখানে৷ ১৯৯৯ সালে বার্লিন সম্মেলনের মধ্য দিয়ে পথ চলা শুরু৷
ছবি: President Secretary/Laily Rachevজি২০ সম্মেলনের আলোচনা শুরুর আগে, সব বিশ্বনেতাদের বরণ করেন স্বাগতিক দেশ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷ ছবিতেও দেখা যাচ্ছে, বিনয়ী আবে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে৷
ছবি: Reuters/K. Mayamaপারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে৷ বৈঠকে শেষে, তিন নেতা হাস্যোজ্জ্বল মুখে বন্দি হয়েছেন ক্যামরেরা ফ্রেমে৷
ছবি: Reuters/C. Courtজি২০ সম্মলেনকে সামনে রেখে বিশ্ব নেতারা এখন সবাই জাপানে৷ নিজেদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক এগিয়ে নিতে, কিংবা জটিলতা নিরসনে একে অপরের সঙ্গে বসেছেন তারা৷ ছবিতে দেখা যাচ্ছে দুই বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র ও জার্মানির শীর্ষনেতা ডনাল্ড ট্রাম্প এবং অ্যাঙ্গেলা ম্যার্কেল পরস্পরের হাত ধরে আলোচনা করছেন৷
ছবি: Reuters/K. Lamarqueদুই দেশ প্রতিদ্বন্দ্বী হলেও পুতিন-ট্রাম্প সম্পর্ক নিয়ে গুঞ্জন আছে পুরো দুনিয়াতে৷ কিন্তু ‘থোড়াই কেয়ার’ করেন এই দুইজন৷ ডনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের একান্ত বৈঠক পরবর্তী এই করমর্দন বলে দেয় বন্ধুত্বটা উপভোগ করছেন তারা৷
ছবি: picture-alliance/AP Photo/S. Walshজি২০ সম্মেলন শুরুর আগের রাতে একসঙ্গে নৈশভোজ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ দ্বিপক্ষীয় এই নৈশভোজে প্রেসিডেন্টের ট্রাম্পের সঙ্গে হাজির ছিলেন তাঁরই কন্যা ইভাঙ্কা ট্রাম্প৷ হোয়াইট হাউজের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে জি২০ সম্মেলনে অংশ নিতে ইভাঙ্কা তার বাবার সফরসঙ্গী হয়েছেন৷
ছবি: Reuters/K. Lamarqueজাপান সম্মেলনে বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ইরানকে ঘিরে চলমান সংকট নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে৷ সাইড লাইনের আলাপে, দ্বিপাক্ষিক বিষয়গুলো আলোচনায় আসবে৷ তবে, প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্তব্যে কি শোনাবেন, সেদিকেও কিন্তু দৃষ্টি আছে সবার৷
ছবি: President Secretary/Laily Rachev এর আগে ঠিক ছিল গুরুত্বপূর্ণ জি২০ সামিট রিয়াধে হবে। সৌদি আরব হোস্ট কান্ট্রি হিসেবে সমস্ত আয়োজনের দায়িত্ব নেবে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাতিল করা হয়।
করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পরে জি ২০ দেশগুলি বৈঠক করে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। এর মধ্যেই তারা প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে করোনার সঙ্গে লড়াইয়ের জন্য। বিভিন্ন দেশের ভ্যাকসিন পরীক্ষাতেও অনুদান দিয়েছে জি ২০ দেশগুলি। তবে সূত্র জানাচ্ছে, গত ছয় মাসে যে ভাবে প্রায় প্রতিটি দেশের অর্থনৈতিক অবস্থা ধসে পড়েছে, তা নিয়ে চিন্তিত জি ২০ দেশগুলি। কী ভাবে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যায়, তা নিয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে।
এ দিকে ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ চলে এসেছে বলে অনেকেই মনে করছেন। নতুন করে সংক্রমণ বাড়ছে। শীতে সমস্যা আরও বাড়বে বলে কোনও কোনও বিশেষজ্ঞ মনে করছেন। এই পরিস্থিতিতে এখনই সব কিছু স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছে না দেশগুলি। সে কারণেই প্যানডেমিকের সঙ্গে মানিয়ে নিয়ে কী ভাবে অর্থনীতির উন্নতি করা যায়, তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। জি২০ সামিটে সে বিষয়ে দীর্ঘ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এসজি/জিএইচ (রয়টার্স)