1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি-টোয়েন্টি নিয়ে আশাবাদী নন ম্যার্কেল

৫ জুলাই ২০১৭

জি-টোয়েন্টি সম্মেলনের আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তবে ম্যার্কেল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের বর্তমান নীতিগত ব্যবধান এক বৈঠকে সমাধান হবে না৷

Belgien Nato-Gipfel | Trump und Merkel
ছবি: picture alliance/dpa/K. Nietfeld

সোমবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প এবং ম্যার্কেলের মধ্যে জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ণ এবং বাণিজ্য ও বিশেষভাবে ইস্পাতের বাড়তি উৎপাদন ইস্যু নিয়ে বিস্তর আলোচনা হয়েছে৷ ‘মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে হামবুর্গ সম্মেলনকে একটি সাফল্যে পরিণত করতে জার্মান চ্যান্সেলর ম্যার্কেলকে সহায়তা করতে চান তিনি', লেখা হয়েছে বিবৃতিতে৷

দু'দিনব্যাপী জি-টোয়েন্টি সামিটের একদিন আগে হামবুর্গে তৃতীয়বারের মতো সাক্ষাৎ করবেন ট্রাম্প এবং ম্যার্কেল৷ ধারণা করা হচ্ছে, তাদের মধ্যকার আলোচনায় মুক্তবাণিজ্য, প্রতিরক্ষা বাজেট, অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে নীতিগত বিরোধ রয়েছে তা গুরুত্ব পাবে৷

হামবুর্গে জি-টোয়েন্টি: হাজারো মানুষের বিক্ষোভ

01:05

This browser does not support the video element.

এর আগে গত মে মাসে ইউরোপে প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো সফর করেন ট্রাম্প৷ সেসময় তিনি ইটালিতে জি-সেভেন সম্মেলনে এবং ব্রাসেলসে ন্যাটোর একটি বৈঠকে অংশ নেন৷ কিন্তু সেসময় ট্রাম্পের নীতিগত অবস্থান এবং বক্তব্যে বিস্মিত হন ইউরোপের নেতা৷ ম্যার্কেল পরবর্তীতে প্রকাশ্যেই জানান যে, ইউরোপ আর মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভরসা করতে পারছে না৷

গত সপ্তাহে ম্যার্কেল ইউরোপের অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তি এবং মুক্তবাণিজ্য নীতি নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন৷ তবে ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট' নীতি এবং সংরক্ষণবাদ কৌশলের কারণে ম্যার্কেলের এই প্রত্যয় বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করা হচ্ছে৷ তিনি বলেন, ‘‘আমাদের মধ্যে ব্যবধান স্পষ্ট এবং সেটা আমি লুকাতে গেলে তা অসততা হবে৷ আমি সেটা করবো না৷''

ম্যার্কেল সোমবার সবাইকে সতর্ক করতে জানিয়েছেন যে, ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং জি-টোয়েন্টি সামিটে সকলের সম্মতিতে প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে বেশি আশা না করাই ভালো৷ তিনি বলেন, ‘‘আমরা জানি আমেরিকার সরকারের অবস্থান কী এবং আমি আশা করছি না যে একটি দু'দিনের সম্মেলনে তাদের সেই অবস্থানের পরিবর্তন ঘটবে এবং প্রজ্ঞাপনে তার প্রতিফলন ঘটবে৷''

এআই/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ