1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি টোয়েন্টি শীর্ষ নেতাদের আলাপ-আলোচনা

১ এপ্রিল ২০০৯

বিশ্ব অর্থ সংকটের মোকাবেলায় লন্ডনে জি-টোয়েন্টি শীর্ষবৈঠক শুরুর মুখে বুধবার বিশ্বের শীর্ষ নেতৃবৃন্দ দ্বিপাক্ষিক নানা আলাপ আলোচনায় মিলিত হয়েছেন৷

ম্যার্কেল ও সার্কোজি (ফাইল চিত্র)ছবি: AP

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল পৌঁছে গেছেন লন্ডন৷ তার আগে তিনি বলেন, বৈঠকে অবশ্যই সুনির্দিষ্ট ও ফলপ্রসূ সিদ্ধান্ত নিতে হবে৷ ফরাসী প্রেসিডেন্ট সার্কোজির সঙ্গে কথা হচ্ছে ম্যার্কেলের৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তাঁদের বৈঠকে দুদেশের সম্পর্ককে নতুন পথে নিয়ে যাওয়ার সুস্পষ্ট ইচ্ছা ব্যক্ত করেছেন৷

লন্ডন রওয়ানা হবার ঠিক আগে চ্যান্সেলর ম্যার্কেল বলেন, লন্ডন বৈঠকে জি-টোয়েন্টি রাষ্ট্রগুলো মান্য করার বাধ্যবাধকতা সম্পন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে এটাই তিনি চান৷ ভবিষ্যতে কোন অর্থবাজার, আর্থিক পণ্য বা তার শীর্ষ ব্যক্তিরা তদারকি আর স্বচ্ছতা ছাড়া যেন কাজ করতে না পারে৷ তিনি অবশ্য বলেন, ‘‘আপনারা প্রশ্ন করলে আমি বলব যে, আস্থা আর উদ্বেগের এক মিশ্র অনুভূতি নিয়ে আমি লন্ডন যাচ্ছি৷ গুরুতর পরিস্থিতির মোকাবেলায় আমরা সত্যিই কিছু করব কিনা এ নিয়ে রয়েছে এক ধরণের উদ্বেগ৷ একই সঙ্গে আস্থাশীল আমি যে বালিতে মুখ ঢাকব না আমরা৷ বরং আমাদের ব্যবস্থা নিতেই হবে৷ আমাদের জরুরি দায়িত্ব হবে এ রকম সংকটের পুনরাবৃত্তি যাতে না ঘটতে পারে তার জন্য সব কিছু করা৷’’

বৈঠকে সুনির্দিষ্ট সিদ্ধান্তের প্রশ্নে ফরাসী প্রেসিডেন্ট সার্কোজিও চ্যান্সেলর ম্যার্কেলের সঙ্গে একমত৷ অর্থবাজার ও অর্থনীতি পুনরুদ্ধারের নতুন কোন প্যাকেজ গ্রহণের সম্ভাবনা অবশ্য ম্যার্কেল উড়িয়ে দিয়েছেন৷

ও দিকে জি-টোয়েন্টি শীর্ষবৈঠক উপলক্ষে লন্ডনে উপস্থিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দুজনেই বুধবার জানিয়ে দিলেন যে পারমাণবিক ওয়ারহেড কমাতে তাঁরা একটি নতুন চুক্তি করতে সক্রিয়ভাবে চেষ্টা করবেন৷ এক যুক্ত বিবৃতিতে তাঁরা বলেছেন, তাঁরা সংশ্লিষ্ট আলোচকদের জুলাই মাসের মধ্যেই প্রাথমিক ফল-এর রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন৷ ঐ মাসেই শীর্ষবৈঠকে যোগ দেয়ার জন্য ওবামা মস্কো যাবেন৷

মেদভেদেভ সাংবাদিকদের বলেন, অতীতে আমাদের দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছিল এবং তা ভুল দিকে যাচ্ছিল৷ তিনি বলেন, আমরা তাই বিশ্বের পরিস্থিতির ব্যাপারে আমাদের যৌথ দায়িত্বের কথা ভেবে এই সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন পাতা খুলতে সম্মত হয়েছি৷

মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, তিনি এবং মেদভেদেভ পরমাণু অস্ত্রের প্রসার রোধ থেকে শুরু করে সন্ত্রাস দমন ও অর্থনৈতিক স্থিতি পর্যন্ত নানা ইস্যু নিয়ে - তাঁর কথায় - গঠনমূলক সংলাপ শুরু করেছেন৷ দুই নেতা বিশ্ব অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার লক্ষ্যে আহূত জি-টোয়েন্টি শীর্ষবৈঠকের ঠিক আগে প্রথমবারের মত বৈঠকে মিলিত হন৷ পরিকল্পিত নিরস্ত্রীকরণ চুক্তি প্রসঙ্গে ওবামা ও মেদভেদেভ তাঁদের যুক্ত বিবৃতিতে বলেন, এই নতুন চুক্তি দু পক্ষের নিরাপত্তা বৃদ্ধি করবে পারস্পরিকভাবে৷ তাঁদের স্পষ্ট কথা: আমরা ঠান্ডা লড়াই-এর সময়ের মানসিকতা কাটিয়ে এগিয়ে যেতে এবং আমাদের দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন পথের সূচনা করতে প্রস্তুত৷

ওবামা ও মেদভেদেভ আফগানিস্তান সংকট নিয়ে একসঙ্গে কাজ করতেও সম্মত হয়েছেন৷

প্রতিবেদক: আবদুল্লাহ আল-ফারুক, সম্পাদনা:সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ