1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা

১২ নভেম্বর ২০১৪

ইউরো এলাকা সহ গোটা বিশ্বের অর্থনীতি নিয়ে আলোচনা হবে সপ্তাহান্তে অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে৷ এদিকে ইউরোজোন মন্দার মধ্যে না পড়লেও প্রবৃদ্ধির পথেও এগোচ্ছে না৷

G20 in Cairns
ছবি: AFP/Getty Images

সপ্তাহান্তে অস্ট্রেলিয়ায় জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অ্যামেরিকা সহ অন্যান্য দেশগুলি জার্মানির উপর চাপ বাড়াবে বলে অনুমান করা হচ্ছে৷ তাদের বক্তব্য, ব্যয় সংকোচের নীতি আঁকড়ে না ধরে জার্মানির আপাতত অর্থনীতিকে চাঙ্গা করতে সরকারি ব্যয় বাড়ানো উচিত৷ জার্মানি এ কাজ করলে গোটা ইউরো এলাকা উপকৃত হবে৷ তবে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এমন চাপের মুখে তাঁর নীতি বদলাবেন, এমন কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না৷ জি-টোয়েন্টি নেতারা সার্বিকভাবেও বিশ্ব অর্থনীতি নিয়ে আলোচনা করবেন৷

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-ও গত সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও জাপানের স্টিমুলাস-এর প্রতি সমর্থন জানিয়েছে৷ ইসিবি সম্প্রতি সহজ শর্তে ঋণ সহ যে সব পদক্ষেপ নিয়েছে, আপাতত তার প্রভাব খতিয়ে দেখা হচ্ছে৷ ফলে চলতি বছর নতুন করে কোনো বড় ঘোষণার আশা করা যাচ্ছে না৷ তবে ইসিবি ইঙ্গিত দিয়েছে, যে ডিফ্লেশন বজায় থাকলে অর্থনীতিকে উৎসাহ দিতে আরও সরকারি বন্ড কেনা হতে পারে৷

ইউরো এলাকার অর্থনীতি আবার মন্দার কবলে না পড়লেও উন্নতিরও লক্ষণ দেখা যাচ্ছে নাছবি: Getty Images/A. Dedert

ইউরো এলাকার অর্থনীতি এখনই আবার মন্দার কবলে না পড়লেও উন্নতিরও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না৷ সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানির প্রবৃদ্ধির গতি থমকে গেছে৷ উন্নতির বদলে ০.২ শতাংশ সংকোচন ঘটেছে৷ ফ্রান্স ও ইটালির পরিস্থিতি উদ্বেগজনক৷ ব্যয় সংকোচ ও সংস্কারের চাপে পড়েও দুই দেশের সরকার নিজেদের অর্থনীতির উন্নতির লক্ষ্যে স্টিমুলাসের দাবি করে চলেছে৷ অন্যদিকে স্পেনের অর্থনীতি উন্নতির পথে এগোচ্ছে৷ বর্তমানে তাদের প্রবৃদ্ধির হার ০.৫ শতাংশ৷ গোটা ইউরো এলাকার প্রবৃদ্ধির হার মাত্র ০.১ শতাংশ হতে পারে বলে পূর্বাভাষ শোনা যাচ্ছে৷ ফলে সার্বিক অগ্রগতি ব্যাহত হচ্ছে৷

চলতি সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছিলো৷ অনেক সপ্তাহ পর সোমবার কোনো দুঃসংবাদ শোনা যায় নি৷ বরং ইউরোপ ও চীনের অর্থনীতি সম্পর্কে কিছু ইতিবাচক তথ্য বাজারকে উৎসাহ দিয়েছে৷ বহু কোম্পানির শেয়ারও ছিল ঊর্ধ্বমূখী৷ তবে পুঁজিবাজারের এই অবস্থাকে সাময়িক হিসেবেই ধরে নেওয়া হচ্ছে৷ আসন্ন জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলনের দিকে নজর রাখছে গোটা বিশ্বের বাজার৷

এসবি / জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ