শুক্রবার জি-টোয়েন্টি সম্মেলনের শেষ দিনে মূল অনুষ্ঠান শুরুর আগে ‘ফ্রেন্ডস অফ সিরিয়া’র সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করেন৷ আগামী বৃহস্পতিবার সিরিয়া নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে শুরু হতে যাওয়া বৈঠক নিয়ে তাঁরা কথা বলেন৷ ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জর্ডান, আরব আমিরাত, কাতার, তুরস্ক, ইইউ ও সৌদি আরবের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন৷
আলেপ্পো-ঝলমলে প্রাণ প্রাচুর্যে ভরপুর সিরিয়ার একটা শহর৷ সবসময় যেখানকার বাজার থাকতো সরগরম৷ আর এখন আলেপ্পো যেন এক ভুতূরে শহর৷ আলেপ্পোতে গৃহযুদ্ধের আগের ও পরের কিছু ছবি থাকছে ছবিঘরে৷
৭১৫ সালে নির্মিত উমায়াদ মসজিদকে সিরিয়ার ‘মর্যাদাপূর্ণ স্থাপনা’ বলা হতো৷ এমনকি জাতিসংঘের বিশ্ব ঐতিহ্যের তালিকাতেও এর নাম রয়েছে৷
ছবি: Reuters/K. Ashawiসিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ২০১৩ সালে হামলায় এই মসজিদও রেহাই পায়নি৷ প্রার্থনায় জায়গায়ও গোলাগুলি হয়৷ ২০১৬ সালের মার্চে একটি মিনার ধসে পড়ে৷ এখন জায়গাটি দেখলে একটা ধ্বংসস্তূপ মনে হয়৷
ছবি: Reuters/O. Sanadikiপুরানো আলেপ্পোর এই হাম্মাম পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয় স্থান বলে পরিচিত ছিল৷
ছবি: Reuters/K. Ashawiগৃহযুদ্ধ শুরুর পর এই জায়গাটির চেহারা দেখে বোঝাই যায় না কতটা আরামের জায়গা ছিল এটি৷ এখানে এখন পানি আর গোসল করার জিনিসের বদলে যুদ্ধের ভয়ংকর ক্ষত চিহ্ন দেখতে পাওয়া যায়৷
ছবি: Reuters/O. Sanadikiআলেপ্পোর কেল্লা বিশ্বের অন্যতম বড় ও পুরানো কেল্লার তালিকায় স্থান পেয়েছে৷ ১২শ’ শতাব্দীতে দুর্গটির নির্মাণ কাজ শেষ হয়৷
ছবি: Reuters/S. Augerসময়ের সাথে লড়াই করে দীর্ঘ সময় ধরে টিকে থাকা দুর্গটি নিজের অধিবাসীদের ঝগড়া-বিবাদ সহ্য করতে পারেনি৷ যুদ্ধের প্রভাবে দুর্গটি তার পুরোনো জৌলুস হারিয়েছে৷
ছবি: Reuters/O. Sanadiki২০০৮ সালের নভেম্বর মাসে তোলা এই ছবিটি৷ পুরানো শহর তার চাকচিক্যে ঐতিহ্যে ঝলমল করছে৷
ছবি: Reuters/O. Sanadikiএই ছবিটি ২০১৬ সালের ১৩ ডিসেম্বরের৷ পুরানো শহরের চাকচিক্যের ছিটেফোটাও এখন আর নেই৷ যেন এক ভুতূরে নগরী৷
ছবি: Reuters/O. Sanadiki২০০৯ সালের ডিসেম্বর, এই মল ক্রিসমাসের জন্য সাজানো হয়েছিল৷ ২০০৮ সালে নির্মিত এই শপিং মলের সাজ সজ্জা দেখতেই অনেক লোক এখানে যেতো৷
ছবি: Reuters/K. Ashawiগুগলে যদি এখন এই নামটি সার্চ করেন, তবে লেখা দেখবেন ‘চিরকালের জন্য বন্ধ’ ৷ ২০১৪ সালে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মলটি৷
ছবি: Reuters/A. Ismailআল-জারাব বাজার এর প্রধান দরজা৷ পুরোনো আমলের এই বাজারে ছবিটি ২০০৮ সালে তোলা৷
ছবি: Reuters/O. Sanadiki২০১৬ সালের ডিসেম্বর মাসে বাজারের এই ছবিটি তোলা হয়েছে৷ বাজারের বেশিরভাগ অংশই বিধ্বস্ত হয়েছে হামলায়৷
ছবি: Reuters/O. Sanadiki বৈঠক শেষে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য-মার্ক অ্যারু সিরিয়া নিয়ে জেনেভায় অনুষ্ঠেয় আলোচনার সফলতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন৷ তিনি বলেন, সবাইকে মনে রাখতে হবে বিষয়টি বেশ জটিল, এবং এক্ষেত্রে সফল হওয়া সহজ হবে না৷
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গাব্রিয়েলও বলেন, সামনে এগোনোর পথ কঠিন হবে৷
এদিকে, সিরিয়ায় ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধে রাশিয়াকে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের অনুরোধ জানিয়েছে ফ্রান্স ও জার্মানি৷ ‘‘সব বিদ্রোহীকে যেন সন্ত্রাসী হিসেবে দেখা না হয় সেটি নিশ্চিত করতে রাশিয়া ও ইরানকে সিরিয়ার প্রতি অবশ্যই আহ্বান জানাতে হবে,’’ বলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী৷
মিত্রদের আশ্বস্ত করলেন টিলারসন
নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জি-টোয়েন্টি সম্মেলনে এসে মিত্রদেশের পররাষ্ট্রমন্ত্রীদের আশ্বস্ত করে বলেছেন, সিরিয়া সংকটের সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার দিকে ঝুঁকছে না৷ জাতিসংঘের উদ্যোগে জেনেভায় যে শান্তি আলোচনা হবে সেটির প্রতিই যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে জানান তিনি৷
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া তুরস্ক আর ইরানের সহায়তায় সিরিয়া নিয়ে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে৷ কাজাখস্থানে একটি বৈঠকেরও আয়োজন করেছিল রাশিয়া৷ সেখানে সিরিয়ার বিরোধীরা উপস্থিত ছিলেন৷ কিন্তু ঐ বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি ঘোষণা করা হয়নি৷ এছাড়া সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোও একে অপরের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি৷
জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ)