1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি-টোয়েন্টি সম্মেলনে সিরিয়া

১৭ ফেব্রুয়ারি ২০১৭

বিশ্বের ২০টি প্রধান ও উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশ নিয়ে গঠিত জি-টোয়েন্টির পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনব্যাপী সম্মেলন শুক্রবার জার্মানির বন শহরে শেষ হয়েছে৷ অন্যান্য বিষয়ের মধ্যে সিরিয়া নিয়েও আলোচনা হয়েছে৷

Deutschland G 20 Außenministertreffen in Bonn- PK Jean-Marc Ayrault und Sigmar Gabriel
সিরিয়া নিয়ে আলোচনার বিষয়ে জানাচ্ছেন ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরাছবি: picture-alliance/abaca/C. Karadag

শুক্রবার জি-টোয়েন্টি সম্মেলনের শেষ দিনে মূল অনুষ্ঠান শুরুর আগে ‘ফ্রেন্ডস অফ সিরিয়া’র সদস্যরাষ্ট্রের প্রতিনিধিরা নিজেদের মধ্যে আলোচনা করেন৷ আগামী বৃহস্পতিবার সিরিয়া নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে শুরু হতে যাওয়া বৈঠক নিয়ে তাঁরা কথা বলেন৷ ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জর্ডান, আরব আমিরাত, কাতার, তুরস্ক, ইইউ ও সৌদি আরবের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন৷

বৈঠক শেষে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য-মার্ক অ্যারু সিরিয়া নিয়ে জেনেভায় অনুষ্ঠেয় আলোচনার সফলতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন৷ তিনি বলেন, সবাইকে মনে রাখতে হবে বিষয়টি বেশ জটিল, এবং এক্ষেত্রে সফল হওয়া সহজ হবে না৷

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিগমার গাব্রিয়েলও বলেন, সামনে এগোনোর পথ কঠিন হবে৷

এদিকে, সিরিয়ায় ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধ বন্ধে রাশিয়াকে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের অনুরোধ জানিয়েছে ফ্রান্স ও জার্মানি৷ ‘‘সব বিদ্রোহীকে যেন সন্ত্রাসী হিসেবে দেখা না হয় সেটি নিশ্চিত করতে রাশিয়া ও ইরানকে সিরিয়ার প্রতি অবশ্যই আহ্বান জানাতে হবে,’’ বলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী৷

মিত্রদের আশ্বস্ত করলেন টিলারসন

নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জি-টোয়েন্টি সম্মেলনে এসে মিত্রদেশের পররাষ্ট্রমন্ত্রীদের আশ্বস্ত করে বলেছেন, সিরিয়া সংকটের সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার দিকে ঝুঁকছে না৷ জাতিসংঘের উদ্যোগে জেনেভায় যে শান্তি আলোচনা হবে সেটির প্রতিই যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে জানান তিনি৷

উল্লেখ্য, সম্প্রতি রাশিয়া তুরস্ক আর ইরানের সহায়তায় সিরিয়া নিয়ে শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে৷ কাজাখস্থানে একটি বৈঠকেরও আয়োজন করেছিল রাশিয়া৷ সেখানে সিরিয়ার বিরোধীরা উপস্থিত ছিলেন৷ কিন্তু ঐ বৈঠক শেষে কোনো যৌথ বিবৃতি ঘোষণা করা হয়নি৷ এছাড়া সিরিয়ার বিরোধী গোষ্ঠীগুলোও একে অপরের সঙ্গে সমঝোতায় আসতে পারেনি৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ