1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি সেভেন সম্মেলনে এআই নিয়ে কথা বলবেন পোপ

১৪ জুন ২০২৪

ইটালিতে শুরু হয়েছে শিল্পোন্নত সাত দেশ জি সেভেনের শীর্ষ নেতাদের বার্ষিক সম্মেলন৷ বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন৷ শুক্রবার অভিবাসন, আফ্রিকা, কৃত্রিম বুদ্ধিমত্তা এআইসহ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হবে৷

জি সেভেন-এর আট নেতার ফটো সেশন
জি সেভেনের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ইটালিতে জড়ো হয়েছেন শিল্পোন্নত সাত দেশের নেতারাছবি: Guglielmo Mangiapane/REUTERS

ইন্দো-প্যাসিফিক অঞ্চল ও আর্থিক নিরাপত্তা, রাশিয়ার প্রতি চীনের সমর্থন ও চীনে শিল্পখাত নিয়েও কথা বলবেন নেতারা৷ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করায় চীনের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে সম্প্রতি নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র৷

পোপ ফ্রান্সিস সম্মেলনে উপস্থিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও ঝুঁকি নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন৷

বাড়ছে এআই-র ব্যবহার-অপব্যবহার

04:00

This browser does not support the video element.

শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান, কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতোসহ অন্তত ১০ দেশের রাষ্ট্রপ্রধান জি সেভেনের সম্মেলনে অংশ নেবেন৷ এর মাধ্যমে জি সেভেন যে কোনো আলাদা ও এক্সক্লুসিভ ক্লাব নয় সেটি দেখানোর চেষ্টা করা হবে৷

সম্মেলনের প্রথম দিনে জি সেভেন নেতারা ইউক্রেনকে এ বছর ৫০ বিলিয়ন ডলার ঋণ দিতে একমত হয়েছেন৷ এক্ষেত্রে রাশিয়ার জব্দ করা সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করা হবে৷ জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এই সিদ্ধান্তকে ‘অনেক ঐতিহাসিক পদক্ষেপ' বলে আখ্যায়িত করেছেন৷

সম্মেলন শনিবার শেষ হবে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ