1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি-২০ ডায়েরিঃ দিল্লি এসে খুশি 'ভারতের জামাই' ঋষি সুনাক

৮ সেপ্টেম্বর ২০২৩

খুব মজা পেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তাকে 'ভারতের জামাই' বলে অভিহিত করা হয়েছে বলে।

দিল্লির ইন্ডিয়া গেট। জি২০ উপলক্ষে আলোয় সেজেছে ইন্ডিয়া গেট।
জি২০ শীর্ষবৈঠক উপলক্ষে সেজে উঠেছে দিল্লি। ছবি: Hindustan Times/IMAGO

লন্ডন থেকে দিল্লি আসার পথে বিমানে ব্রিটিশ প্ধারনমন্ত্রী বলেছেন, তাঁর এই দিল্লি সফর খুবই স্পেশ্যাল। বিশেষ করে তাকে যখন ভারতের জামাই বলা হচ্ছে। ঋষি বিয়ে করেছেন ভারতীয় শিল্পপতি নারায়ণমূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে। ঋষি নিজেও ভারতীয় মূলের। তিনিই ভারতীয় মূলের প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারত সফরে অক্ষতাও সুনাকের সঙ্গে আছেন।

সুনাক বলেছেন, ''আমি দেখলাম, আমাকে ভারতের জামাই বলা হচ্ছে। নিশ্চয়ই খুব স্নেহভরে এই সম্বোধন করা হচ্ছে।''

ঋষি বলেছেন, ''ভারত আমার কাছে খুবই কাছের দেশ। খুবই প্রিয় দেশ। তার বক্তব্য, আমি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে জি২০ বৈঠকে যোগ দিতে যাচ্ছি। সেটা হলো, বিশ্বের অর্থনীতিকে স্থিতিশীল করা।''

বাইডেনের ব্যস্ত সূচি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন শুক্রবারই দিল্লি আসছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হওয়ার কথা আছে।

শনিবার বাইডেন জি-২০ শীর্ষবৈঠকের দুইটি পর্বের বৈঠকে যোগ দেবেন। তিনি সব নেতাদের সঙ্গে গ্রুপ ফটো সেশনে থাকবেন। গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্সের নেতাদের সঙ্গেও ছবি তুলবেন। তিনি পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ও ইনভেস্টমেন্ট ইভেন্টেও যোগ দেবেন। এরপর তিনি রাষ্ট্রপতি মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেবেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন।

রোববার তিনি রাজঘাটে গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তারপর তিনি ভিয়েতনাম যাবেন।

শুক্রবার তিনটি দ্বিপাক্ষিক বৈঠক

প্রধানমন্ত্রী মোদী শুক্রবারই তিনটি দ্বিপাক্ষিক করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথম বৈঠক করবেন মোদী। তারপর মরিশাসের প্রধানমন্ত্রী প্রাভিন্দ কুমার জগুনাথের সঙ্গে বৈঠক হবে। শেষ বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। প্রধানমন্ত্রী মোদী নিজেই এক্স-এ(সাবেক টুইটার) পোস্ট করে একথা জানিয়েছেন।

দিল্লির নিরাপত্তা

দিল্লির রাস্তায় টহল দিচ্ছে এক লাখ পুলিশ। তাদের কাছে অত্যাধুনিক এআই ক্যামেরা থাকছে। থাকছে প্রশিক্ষিত কুকুর। এদের কাজ হলো, দিল্লির রাস্তায় ঘুরে নিরাপত্তা নিশ্চিত করা।

দিল্লিতে এমনিতে রাস্তায়, আবাসিক এলাকার ভিতরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। তাছাড়াও অতিরিক্ত পাঁচ হাজার ক্যামেরা লাগানো হয়েছে।

২২০টি বৈঠক

গত এক বছর ধরে ভারতের ৬০টি শহরে জি-২০-র ২২০টা বৈঠক হয়েছে। আর সেই বৈঠকে সবচেয়ে বেশি সংখ্যায় যোগ দিয়েছে  আফ্রিকার দেশগুলি। জি২০-র চিফ কোঅর্ডিনেটর হর্ষবর্ধন শ্রিংলা এই কথা জানিয়েছেন।

মোদীর পাশে মনমোহন, রাহুল

জি-২০ বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হবে। তার আগে অন্তত একটা দিক থেকে স্বস্তি পেলেন প্রধানমন্ত্রী মোদী। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরকারের রাশিয়া-ইউক্রেন নীতি সমর্থন করেছেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাৎকারে মনমোহন বলেছেন, একদিকে ভারত তার আর্থিক স্বার্থ ও সার্বভৌমত্বকে সর্বোপরি স্থান দিয়েছে, অন্যদিকে শান্তির জন্য আবেদন জানিয়েছে। এটা ঠিক পথ।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বলেছেন, বিরোধী দলগুলি মনে করে, সরকারের রাশিয়া-ইউক্রেন নীতি মোটের উপর ঠিক আছে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ