1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জি-২০ দাঙ্গাবাজদের ধরতে ইউরোপজুড়ে অভিযান

১৮ সেপ্টেম্বর ২০১৮

‘শীর্ষ অপরাধীদের' বিরুদ্ধে ২০১৭ সালে জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে দাঙ্গার অভিযোগ রয়েছে৷ চার সন্দেহভাজনকে খুঁজতে এবার ইউরোপ জুড়ে অভিযানে যাওয়ার ঘোষণা দিয়েছে হামবুর্গ পুলিশ৷

Europaweite Öffentlichkeitsfahndung nach G20-Tätern
ছবি: picture alliance/dpa/C. Charisius

সন্দেহভাজনদের ছবিও প্রকাশ করেছে পুলিশ, যাদের মধ্যে এক নারীও রয়েছেন৷ ইউরোপের নাগরিকদের এদের বিষয়ে তথ্য দেয়ার অনুরোধও জানিয়েছে পুলিশ৷

গত বছরের ৬ জুলাই হামবুর্গের এলব্খাউসে স্ট্রিটে ‘নরকে স্বাগতম' স্লোগান নিয়ে বিক্ষোভ শুরু হয়৷ কিন্তু দ্রুতই সহিংস রূপ নেয় সেই বিক্ষোভ৷ ঘটানো হয় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা

কয়েকশ উগ্র বামপন্থি অ্যাক্টিভিস্ট তথাকথিত ‘ব্ল্যাক ব্লক' তৈরি করে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ পরপর দুদিন ধরে বিভিন্ন স্থানে চলে তাণ্ডব৷ যে চার জনের ছবি জার্মান পুলিশ প্রকাশ করেছে, তারা সে সব ঘটনায় জড়িত বলে ধারণা তাঁদের৷

এই ঘটনার তদন্তে গঠিত বিশেষ কমিশনের প্রধান ইয়ান হিবার জানান, ‘‘এরা জি-২০ দাঙ্গার শীর্ষ অপরাধী৷'' তিনি আরো বলেন, এদের কর্মকাণ্ডের সাথে সমাবেশের অধিকারের কোনো সম্পর্ক নেই৷ ‘‘এটি ভয় ও ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে পরিকল্পিত একটি কমান্ডো অপারেশন ছিল৷''

হামবুর্গে ৩৫ বছরের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর এই অভিযানের ঘোষণা এলো৷ ‘ব্ল্যাক ব্লক' তদন্তকারীরা গত বছর থেকেই বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন৷ অবশ্য হামবুর্গে আটক ব্যক্তির বিরুদ্ধে কী অভিযোগ, তা জানায়নি পুলিশ৷

চার সন্দেহভাজনের বিরুদ্ধে শান্তি বিনষ্ট, পুলিশের কাজে বাধা দেয়া ও হামলা চালানো, সুপারমার্কেটে লুটতরাজ চালানো এবং সড়কে ব্যারিকেড তৈরি করে অগ্নিকাণ্ডের অভিযোগ আনা হয়েছে৷

ইউরোপ জুড়ে যে অভিযান চালানো হবে, তাতে মূল লক্ষ্য হিসেবে ছিল ইটালি, স্পেন, ফ্রান্স ও সুইজারল্যান্ড৷ তবে এবার অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও গ্রিসেও চালানো হবে অভিযান৷ দাঙ্গায় জড়িতদের বেশিরভাগই জার্মানির বাইরে থেকে আসা বলে ধারণা পুলিশের৷

এডিকে/এসিবি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ