1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজইন্দোনেশিয়া

জি-২০ বৈঠকে মুখোমুখি মোদী-শি জিনপিং

১৬ নভেম্বর ২০২২

ইন্দোনেশিয়ায় শুরু হয়েছে জি-২০ সম্মেলন। সেখানেই নৌশভোজে করমর্দন করলেন মোদী এবং শি।

জি-২০ বৈঠকে মোদী-শি
ছবি: Sergei Bobylev/AP/picture alliance

লাদাখের গালওয়ানে সঘাতের পর চীনের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এশিয়া প্যাসিফিকে ভারতের অবস্থান নিয়ে একাধিকবার আশঙ্কা প্রকাশ করেছে চীন। শুধু তা-ই নয়, চীনের একাধিক জিনিস ভারতে নিষিদ্ধ করা হয়েছে। চীনের সঙ্গে কূটনৈতিক বৈঠকও সেভাবে হয়নি। এই পরিস্থিতিতেই জি-২০ সম্মেলনের নৈশভোজে মঙ্গলবার মুখোমুখি হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং।

চীন ভারত যুদ্ধ, নাকি যুদ্ধ-যুদ্ধ ভাব?

48:07

This browser does not support the video element.

দেখা হওয়ার পর তারা করমর্দন করেছেন। সামান্য কথাও বলেছেন। তবে বৈঠক চলাকালীন তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার আপাতত কোনো সম্ভাবনা নেই বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র ডিডাব্লিউকে জানিয়েছে। যদিও কূটনৈতিক দিক থেকে মোদী এবং শি-য়ের করমর্দন গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকদের একাংশ। দুই দেশের মধ্যে ফের আলোচনার পরিসর তৈরি হতে পারে বলেও মনে করছেন অনেকে।

চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির চেষ্টা করেছিলেন মোদী। নিজের রাজ্য গুজরাটে শি-কে আহ্বান জানিয়েছিলেন তিনি। কিন্তু লাদাখে গালওয়ান সংঘর্ষ হওয়ার পর সেই সম্পর্কে ইতি টেনেছে ভারত। চীনের সঙ্গে কার্যত কোনো সম্পর্ক রাখছে না ভারত।

তারই মধ্যে শুরু হয়েছে ইউক্রেন যুদ্ধ। সেখানে রাশিয়াকে কার্যত খোলাখুলি সমর্থন করেছে চীন। যদিও যুদ্ধ থামানোর পরামর্শও দিয়েছেন শি। অন্যদিকে ভারত সমদূরত্বের নীতি নিয়ে চলেছে। রাশিয়ার কাছ থেকে তেল কিনেছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর রাশিয়া সফর করেছেন। এই পরিস্থিতিতে মোদী-শি করমর্দন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এসজি/জিএইচ (পিটিআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ